
Home যশোর জেলা / Jessore District > কাজী নজরুল ইসলাম কলেজ, হৈবতপুর, যশোর (১৯৬৯)
এই পৃষ্ঠাটি মোট 100002 বার পড়া হয়েছে
হৈবৎ জঙ্গ নামে একজন কামেল দরবেশ এখানে বাস করতেন। তাঁর নামানুসারে এই গ্রামের নামকরণ করা হয় হৈবৎপুর। এই কলেজের প্রতিষ্ঠাতা মরহুম তাবারক হোসেন এলাকাস্থ বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গদের নিয়ে এখানে একটি কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করেন এবং এর বাস্তবরূপ দেন ১৯৬৯ সালে। প্রতিষ্ঠালগ্নে একটি সাধারণ গৃহে অল্প সংখ্যক ছাত্র/ছাত্রী নিয়ে কলেজটির শ্রেণী কার্যক্রম শুরু হয়। ১৯৭১ সালে কলেজটি উচ্চ মাধ্যমিক কলেজ হিসাবে যশোর শিক্ষা বোর্ড কর্তৃক প্রথম অনুমোদন লাভ করে। কলেজটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নামে নামকরণ হয়, “কাজী নজরুল ইসলাম কলেজ”। পরবর্তীতে কলেজটি ডিগ্রী পর্যায়ে উন্নীত হয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদন লাভ করে। ৩৫ বিঘা জমিতে ১২ কক্ষ বিশিষ্ট বৃহৎ দ্বিতল ভবন ও ২ কক্ষ বিশিষ্ট লাইব্রেরী ভবন নিয়ে বিদ্যালয়টির অবস্থান। স্বাধীনতা সংগ্রামের শহীদ লেঃ আনোয়ার হোসেনের নামানুসারে এর পাঠাগারটির নামকরণ করা হয়। কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন মোঃ ইব্রাহিম হোসেন। যশোর শহর হতে ১১ কিলোমিটার দূরে যশোর-ঢাকা-মহাসড়কের পাশে এবং বুড়ী ভৈরব নদী তটে এক মনোরম পরিবেশে অবস্থিত কলেজটি এই একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান।
তথ্য সূত্র : শিক্ষালয়ের ইতিকথা
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা : শামিউল আমিন (শান্ত)
মোঃ হাসানূজ্জামান বিপুল
আপডেট: আগস্ট ২০০৬