
Home যশোর জেলা / Jessore District > শহীদ মশিউর রহমান ডিগ্রী কলেজ, ঝিকরগাছা, যশোর (১৯৬৮)
এই পৃষ্ঠাটি মোট 100075 বার পড়া হয়েছে
ঝিকরগাছা উপজেলার নিকটবর্তী পল্লীর মনোলোভা পরিবেশে ঝিকরগাছা কলেজটি অবস্থিত। ১৯৬৮ সালে ঝিকরগাছা পাবলিক ইন্সটিটিউটে ‘ঝিকরগাছা কলেজ’ নামকরণে কলেজটির আত্ম প্রকাশ ঘটে। পরবর্তীতে উহা কলেজের সম্পত্তিতে পরিণত হয়। কলেজটি প্রতিষ্ঠা ও বিভিন্ন সময়ে এর উন্নয়নের ক্ষেত্রে যে সকল বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গের অবদান বিশেষ স্মরণীয় তারা হলেন, ডাঃ মোঃ মারুফ হোসেন, মরহুম মোঃ আবদুস সামাদ, মরহুম আলহাজ্ব বদরদ্দীন আহম্মদ, মরহুম মোঃ আতিয়ার রহমান, মোঃ আনারুল হক (প্রাক্তন প্রধান শিক্ষক) ডাঃ মোঃ ইসহাক, মরহুম মোঃ আঃ আজিজ, মোঃ মোর্শেদ, মোঃ মোস্তফা আনোয়ার হোসেন, মোঃ মোস্তাছিম বিল্লাহ, মোঃ মকবুল হোসেন, অধ্যাপক মোঃ মহসিন, মোঃ মহসিন আলী, অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, ডাঃ মোঃ নুরুল হুদা, মরহুম নুর মাওলা বক্স, প্রাক্তন সংসদ সদস্য মোঃ তবিবর রহমান সর্দার, মরহুম মাওলা বক্স, মোঃ আবদুস সাত্তার, মরহুম কাজী লুৎফর রহমান, মোঃ আমিনুজ্জামান (ভারপ্রাপ্ত অধ্যক্ষ)
১৯৬৯ সালে কলেজটি উচ্চ মাধ্যমিক কলেজ হিসাবে যশোর শিক্ষা বোর্ড কর্তৃক প্রথম অনুমোদন লাভ করে। কলেজটির ছাত্র/ছাত্রীর সংখ্যা ব্যাপক ভাবে বৃদ্ধি পাওয়ায় কলেজটিকে পরিতক্ত ঝিকরগাছা উচ্চ বিদ্যালয় (বালক) এর ভবনে স্থানান্তরিত করা হয়। ১৯৭১ সালে কলেজটি ডিগ্রী পর্যায়ে উন্নীত হয়। ঝিকরগাছার সর্বস্তরের জন সাধারণের ইচ্ছা অনুযায়ী স্বাধীনতা যুদ্ধের পর কলেজটির নাম পরিবর্তন করে যশোরের প্রখ্যাত রাজনীতিবিদ ও প্রাক্তন মন্ত্রী স্বাধীনতা সংগ্রামের শহীদ মশিয়ুর রহমানের নামে নামকরণ করা হয় “শহীদ মশিয়ুর রহমান ডিগ্রী কলেজ”।
কলেজটিতে বিভিন্ন সময়ে যে সকল অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষগণ কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য মোঃ আমিনুজ্জামান (ভারপ্রাপ্ত), মোঃ মোকাররম হোসেন (অধ্যক্ষ), মোঃ শফিউল আলম (অধ্যক্ষ), চিত্তরঞ্জন দাস (ভারপ্রাপ্ত), মোঃ আবদুল জব্বার (অধ্যক্ষ)।
বর্তমানে কলেজটিকে তার পূর্বের স্থান থেকে স্থানান্তরিত করে, যশোর-বেনাপোল মহাসড়কের অদুরে ঝিকরগাছা পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন উম্মুক্ত স্থানে স্থানান্তরিত করা হয়। বর্তমানে কলেজটি ৬’৬৫ ১/৪ একর জমির উপর ৬ কক্ষ বিশিষ্ট পাকা ভবন, ৩ কক্ষ বিশিষ্ট সেমি পাকা ভবন, ৬ কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন ও ১ কক্ষ বিশিষ্ট সেমি পাকা ভবন নিয়ে অবস্থান করছে। কলেজটি পূর্ণাঙ্গ ডিগ্রী কলেজ হিসাবে এলাকায় উচ্চ শিক্ষা বিস্তারের ক্ষেত্রে এক গৌরবময় ভূমিকা রেখে চলেছে।
তথ্য সূত্র : শিক্ষালয়ের ইতিকথা
লেখক : অধ্যাপক কাজী শওকত শাহী
সম্পাদনা : শামিউল আমিন (শান্ত)
মোঃ হাসানূজ্জামান বিপুল
আপডেট : আগস্ট ২০০৬