
Home যশোর জেলা / Jessore District > শহীদ সিরাজউদ্দিন হোসেন ডিগ্রী কলেজ, খাজুরা, বাঘারপাড়া, যশোর (১৯৭২)
এই পৃষ্ঠাটি মোট 99960 বার পড়া হয়েছে
যশোর-মাগুরা সড়কের খাজুরা বাজারের নিকটবর্তী এক গ্রামীণ মনোরম পরিবেশে খাজুরা কলেজটি অবস্থিত। পাকিস্তান আমল থেকেই স্থানীয় ব্যক্তিবর্গ এই অঞ্চলে একটি কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীতা অনুভব করে আসছিলেন। স্বাধীনতা অব্যহতি পরেই ১৯৭২ সালের মে মাসে এই প্রচেষ্টার বাস্তবরূপ লাভ করে। এই সময় কলেজ পরিচালনা পরিষদের প্রথম সম্পাদকের দায়িত্বে ছিলেন, প্রাক্তন সংসদ সদস্য মোঃ রওশন আলী, কলেজটির উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তিবর্গের সহিত প্রথম দিককার অধ্যাপকের মধ্যে যাদের অবদান বিশেষ স্মরণীয় তারা হলেন অধ্যাপক পরিতোষ কুমার ঘোষ, অধ্যাপক মোঃ আফছার আলী চাকলাদার ও অধ্যাপক মোঃ রশিদ আলী মল্লিক। প্রথম অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান মোঃ আব্দুস সালাম (এম, এ ইংরেজী)।
১৯৭৪ সালে কলেজটি যশোর শিক্ষা বোর্ডের প্রথম অনুমোদন লাভ করে। স্বাধীনতা যুদ্ধের অন্যতম বীর সৈনিক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক শহীদ বুদ্ধিজীবি সিরাজউদ্দীন হোসেন এর নামে কলেজটির নামকরণ করা হয় “শহীদ সিরাজউদ্দীন হোসেন কলেজ”। কলেজটিতে ৭ একর ৭০ শতক জমি ৮ কক্ষ বিশিষ্ট ১টি দ্বিতল ভবন, ৬ কক্ষ বিশিষ্ট একটি সেমিপাকা প্রশাসনিক ভবন ও দ্বি-কক্ষ বিশিষ্ট একটি সেমিপাকা ভবন আছে।
কলেজটিতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য শাখায় এবং স্নাতক পর্যায়ে বি, এ, বি, কম কোর্সে শিক্ষার্থীদিগকে শিক্ষাদান করা হয়ে থাকে। ১৯৮৮ সালে কলেজটি রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক স্নাতক কোর্সের প্রথম অনুমোদন লাভ করে। কলেজটি এই এলাকার উচ্চ শিক্ষার একমাত্র বিদ্যাপীঠ।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথা
লেখক : অধ্যাপক কাজী শওকত শাহী
সম্পাদনা :
শামিউল আমিন (শান্ত)
মোঃ হাসানূজ্জামান বিপুল