
Home যশোর জেলা / Jessore District > নাভারণ কলেজ, শার্শা, যশোর (১৯৭২)
এই পৃষ্ঠাটি মোট 99939 বার পড়া হয়েছে
শার্শা উপজেলার নিকটবর্তী, যশোর-বেনাপোল মহাসড়ক সংলগ্ন নাভারন বাজারের প্রাণ কেন্দ্রে প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত এক মনোলভা পরিবেশে কলেজটি অবস্থিত।
১৯৭২ সালের পূর্বে এখানে একটি কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করা হলেও ১৯৭২ সালেই এর বাস্তবরূপ নেয় এবং ঐ সালেই কলেজটি যশোর শিক্ষা বোর্ড কর্তৃক উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম অনুমোদন লাভ করে। কলেজটির প্রথম শ্রেণী কার্যক্রম শুরু হয় স্থানীয় পরিত্যক্ত পাকা দাতব্য চিকিৎসালয় ভবনে ও অন্য একটি সেমি পাকা ভবনে। কলেজটি প্রতিষ্ঠা ও ইহার উন্নয়নে কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ তবিবুর রহমান সরদার এর সহযোগী ছিলেন এলকার বিশিষ্ট ব্যক্তিবর্গসহ প্রাক্তন অধ্যক্ষ মোঃ মতিয়ার রহমান, অধ্যক্ষ শফিউদ্দীন আহম্মদ, উপাধ্যক্ষ মিহির চক্রবর্তী সহ এই কলেজের প্রবীন অধ্যাপকবৃন্দ। এই সকল ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতায় কলেজটি ১৯৮৩ সালে ডিগ্রী পর্যায়ে উন্নীত হয়। কলেজটি এই উপজেলার উচ্চ শিক্ষার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথা
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
শামিউল আমিন (শান্ত)
মোঃ হাসানূজ্জামান বিপুল
সর্বশেষ আপডেট :
আগস্ট ২০০৬