
Home যশোর জেলা / Jessore District > মনিরামপুর ডিগ্রী মহাবিদ্যালয়, মনিরামপুর, যশোর (১৯৬৭)
এই পৃষ্ঠাটি মোট 99878 বার পড়া হয়েছে
যশোর জেলার বৃহত্তম উপজেলা মনিরামপুর। এই উপজেলার প্রাকৃতিক মনোরম পরিবেশে যশোর পাটকেলঘাটা সড়কের পশ্চিমপার্শ্বে মনিরামপুর মহাবিদ্যালয় অবস্থিত। ১৯৬৭ সালের শিক্ষাবর্ষের প্রথম দিকে পাঁচবাড়ীয়া কলেজের পাঁচজন অধ্যাপককে তৎকালীন মনিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মরহুম ডাঃ মহিউদ্দীন তাঁর কাউন্সিল অফিসে আমন্ত্রণ জানান। অধ্যাপক বীরেন্দ্রনাথ এর নেতৃত্বে তাঁদের সঙ্গে কলেজ প্রতিষ্ঠার ব্যাপারে ফলপ্রসু আলাপ আলোচনার পর তিনি এলাকায় একটি মহাবিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। এ ব্যাপারে তাঁকে বিশেষভাবে সহায়তা করেন তৎকালীন সার্কেল অফিসার মোঃ মোশাররফ হোসেন ও এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।
১৯৬৭ সালে মাত্র পাঁচজন ছাত্র/ছাত্রী নিয়ে মহাবিদ্যালয়টির প্রথম শ্রেণী কার্যক্রম শুরু করা হয়। ১৯৬৯ সালে মহাবিদ্যালয়টি প্রথম মানবিক ও বাণিজ্য বিভাগে যশোর শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদন লাভ করে এবং পরবর্তীতে বিজ্ঞান ও কৃষি বিভাগের অনুমোদন পায়। ১৯৭২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক স্নাতক পর্যায়ে অনুমোদন লাভ করে। মহাবিদ্যালয়টিতে ১৯৬৯ সাল হতে উচ্চ মাধ্যমিক এবং ১৯৮৬ হতে ডিগ্রী পর্যায়ে পরীক্ষা কেন্দ্র চালু আছে। প্রতিষ্ঠান প্রাঙ্গণে ২’৫০ একর বিভিন্ন মাঠের জমি সহ সর্বমোট ১৩’৩৮ একর জমি রয়েছে। কলেজটিতে ১০ কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন, একতলা ভবন ও একটি সেমি পাকা ভবন আছে।
মহাবিদ্যালয়টির উন্নয়নের জন্য দীর্ঘদিন যাবৎ যে সকল অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষগণ সুনামের সহিত বিশেষ ভূমিকা রাখেন তাঁদের মধ্যে মোঃ লুৎফর রহমান, ভবেন্দ্রনাথ রায়, মোঃ আবদুল হাই, মোঃ শামছুর রহমান ও সুখলাল হালদাল। মনিরামপুর ডিগ্রী মহাবিদ্যালয়টি পূর্ণাঙ্গ ডিগ্রী মহাবিদ্যালয় হিসাবে এলাকার উচ্চ শিক্ষা বিস্তারের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথা
লেখক : অধ্যাপক কাজী শওকত শাহী
সম্পাদনা :
শামিউল আমিন (শান্ত)
মোঃ হাসানূজ্জামান বিপুল