
Home যশোর জেলা / Jessore District > যশোর পলিটেকনিক ইন্সটিটিউট (১৯৬৪)
এই পৃষ্ঠাটি মোট 99906 বার পড়া হয়েছে
যশোর শহরের উত্তর প্রান্তে সেখহাটি গ্রামে ১৯৬৪ যশোর পলিটেকনিক ইন্সটিটিউটটি স্থাপিত হয়। সমগ্র ইনিস্টিটিউট এলাকার জমির পরিমাণ ১০ একর। এলাকাটিতে তিনটি প্রধান অংশে ভাগ করে ভবনসমূহ নির্মাণ করা হয়। প্রথমে ত্রিতল ভবনটি নির্মিত হয়। তাতে আছে প্রশাসনিক দপ্তর, শ্রেণীকক্ষ ও গবেষনাগার। অতঃপর এর সন্নিকটে একটি দ্বিতল ভবন তৈরী হয়। এটি ছাত্রাবাসরূপে ব্যবহার করা হয়। উক্ত ছাত্রাবাস ত্রিতল ভবনের নিকটবর্তী। শেষাংশে শিক্ষক ও অন্যান্য কর্মচারীদের জন্য আবাসসমূহ, এগুলি ও একতল ও দ্বিতল বিশিষ্ট এবং মূল ভবনসমূহ থেকে দূরবর্তী এলাকায় অবস্থিত। এ ছাড়া আধুনিক যন্ত্রপাতি সজ্জিত ওয়ার্কশপ ও খেলার মাঠ ইন্সটিটিউট এলাকার ভিতরেই অবস্থিত।
১৯৬৯ সন পর্যন্ত ২টি কারিগরী বিষয়ে পড়ানোর ব্যবস্থা ছিল পুর ও শক্তি টিকনোলজি। ১৯৬৯-৭০ সনে যন্ত্র টেকনোলজি প্রবর্তিত হয় প্রাপ্ত বিষয়ে ভর্তির জন্য নিম্নতম যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী। শিক্ষার মেয়াদ ৩ বছর। কৃতকার্যতার সাথে শিক্ষা সমাপ্ত করলে শিক্ষার্থীদের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং; দেয়া হয়। এ ছাড়া ১৯৬৭ সনে এখানে কমার্স এবং ১৯৬৮ সনে সেকেন্ড শিফ্ট ট্রেড কোর্সের প্রবর্তন করা হয়। উভয় কোর্স ২বছর মেয়াদী এবং কৃতকার্যতার সাথে শিক্ষা সমাপ্ত করলে শিক্ষার্থীদের উভয় কোর্সেই সার্টিফিকেট প্রদান করা হয়।
ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে ১৯৬৪-৬৫ সনে প্রথম বর্ষে ৮৩ জন ছাত্র ছিল। ১৯৬৫-৬৬ সনে ছাত্র সংখ্যা ছিল ১১৮ জন, প্রথম বর্ষে ছিল ৮৯ ও দ্বিতীয় বর্ষে ছিল ২৯ জন। ১৯৬৬-৬৭ সনে মোট ছাত্র সংখ্যা ১৯২ জন, প্রথম বর্ষে ছিল ৮৭ জন, দ্বিতীয় বর্ষে ছিল ৮৫ জন এবং তৃতীয় বর্ষে ছিল ২০ জন। ছাত্রসংখ্যার সকলেই ছিল পুরুষ। ১৯৬৬-৬৭ সনে ছাত্রাবাসে মোট ৬৬ জন শিক্ষার্থী, ১৯৬৪-৬৫ সনে কারিগরী প্রশিক্ষণ প্রাপ্ত ছিলেন ৬ জন, ১৯৬৫-৬৬ সনে ছিলেন ১০ জন এবং ১৯৬৬-৬৭ সনে ছিলেন ১২ জন। ১৯৭৩-৭৪ সনে শিক্ষকমন্ডলীতে ছিলেন ১ জন অধ্যক্ষ, ১ জন সহ-অধ্যক্ষ, ১ জন প্রধান কারিগরী শিক্ষক, ৬ জন কারিগরী শিক্ষক, ২ জন ওয়ার্কশপ তত্ত্বাধায়ক, ২ জন আবাসিক শিক্ষক, ১১ জন তজুনিয়র কারিগরী শিক্ষক এবং ১ জন শরীরচর্চা শিক্ষক। উক্ত বছরে মোট ছাত্র সংখ্যা ছিল ১৬০ জন।
১৯৭৩-৭৪সনে কমার্স কোর্সে ছিলেন ১জন ভারপ্রাপ্ত শিক্ষক ও ৭জন শিক্ষক এবং ট্রেড কোর্সে ছিলেন ১জন তত্বাবধায়ক, ৪জন ক্রাফট শিক্ষক এবং একজন মানবিক শাখার শিক্ষক। আলোচ্য বছরে দুটি কোর্সেই ৪০জন করে ছাত্র ছিল।
১৯৭৯-৮০, ১৯৮০-৮১ এবং ১৯৮১-৮২সনে পলিটেকনিক ইন্সটিটিউটে শিক্ষক সংখ্যা ছিল যথাক্রমে ৩০, ৩২, ও ৪৮। শিক্ষার্থী সংখ্যা ছিল যথাক্রমে ৪২১, ৪৩৩ এবং ৪২৭।
১৯৯১-৩২ শিক্ষাবর্ষে ইন্সটিটিউটে শিক্ষক সংখ্যা ৩৩ এবং শিক্ষার্থী সংখ্যা ১৭৬জন। কারিগরী শিক্ষাবোর্ড কর্তৃক প্রদত্ত সিলেবাস অনুযায়ী শিক্ষা প্রদান করা হয়। প্রতিষ্ঠানের আয়-ব্যয়সরকার কর্তৃক নিয়ন্ত্রিত। প্রতি শিক্ষাবর্ষে ‘কলতান’ নামে একটি করে শিক্ষামূলক ম্যাগাজিন প্রকাশিত হয়। ছাত্রদের জন্য ২০০ ছাত্রের একটি ছাত্রাবাস আছে। প্রায় ১৩টি ওয়ার্কশপ আছে। চিত্তবিনোদনের জন্য একটি অডিটরিয়াম হল আছে। এতে বাৎসরিক শিক্ষা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ প্রতিষ্ঠানের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ফলাফল বেশ সন্তোসজনক।
তথ্য সূত্র:
যশোর গেজেটিয়ার
সম্পাদনা :
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত