
Home যশোর জেলা / Jessore District > মনিরামপুর মহিলা মহাবিদ্যালয় (১৯৮৯)
এই পৃষ্ঠাটি মোট 99788 বার পড়া হয়েছে
মনিরামপুর থানা সদরে (যশোরে সাতক্ষীরা রাস্তার পশ্চিম পার্শ্বে) বিশিষ্ট সমাজ সেবক, মনিরামপুর উপজেলা ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম,এস, নজরুল ইসলাম সাহেবের উদ্যোগে ১৯৮৯ সনে মহাবিদ্যালয়টির প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয়। এ ছাড়াও স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়নসমূহের চেয়ারম্যানবৃন্দ ও স্থানীয় দানশীল ব্যক্তিবর্গ এ কলেজ প্রতিষ্ঠায় যথেষ্ঠ অবদান রাখেন। ১৯৯৩ সালে কলেজের প্রতিষ্ঠালগ্নে শুধু ইন্টারমিডিয়েট কলেজ হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানেও এটা ইন্টরমিডিয়েট কলেজ হিসাবেই পরিচালিত হচ্ছে। কলেজের জমির পরিমাণ প্রায় ৪ একর। প্রতিষ্ঠাতা ও দানশীল ব্যক্তিদের আর্থিক সাহায্যে ৮ কক্ষ বিশিষ্ট ভবন নির্মিত হয় এবং এর অধিকাংশ জমি দান হিসেবে প্রাপ্ত। ১৯৯৫ সনে শিক্ষক/শিক্ষিকার সংখ্যা ছিল ১৬ জন এবং ছাত্র/ছাত্রীর সংখ্যা ছিল একাদশ মানবিক বিভাগে ২০৫ জন, বনিজ্য বিভাগে ২২ জন ও বিজ্ঞান বিভাগে ১৬ জন। প্রতিষ্ঠাতা অধ্যক্ষেও নাম অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান।
কলেজের ১টি প্রশস্থ খেলার মাঠ আছে। ৪০ আসন বিশিষ্ট ছাত্রাবাস আছে। কলেজে বিজ্ঞানার ৪টি, গ্রন্থাগার ১টি। এ ছাড়া চিত্ত বিনোদন এর নিমিত্তে মাঝে মাঝে শিক্ষাসফর ও বার্ষিক বনভোজনের ব্যবস্থা করা হয়। কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১৯৯৫ সনে কলেজের ছাত্রীরা প্রথমবরের মত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
তথ্য সূত্র :
বাংলাদেশ জেলা গেজেটীয়ার বৃহত্তর যশোর
সম্পাদনা :
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত