
Home দৃষ্টিপাত (Visibility) > বয়ষ্ক স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ -২০১৮।
এই পৃষ্ঠাটি মোট 91524 বার পড়া হয়েছে
বয়ষ্ক স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ -২০১৮।
গত তারিখঃ ১০-০৬-২০১৮ইং রোজ সোমবার যশোর শংকরপুর গোলাম প্যাডেল স্কুলে যশোর ইনফো ফাউন্ডেশন ও www.jessore.info এর চেয়ারম্যান জনাব ইকবাল হোসেন সিদ্দিকী (মিশুর) উদ্দ্যোগে বয়ষ্ক স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও যশোর ইনফোর উপদেষ্টা ও দৈনিক কালের কন্ঠের বিশেষ প্রতিনিধি জনাব ফকরে আলমের সুস্থ্যতার জন্য দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন হাফেজ জনাব হাবিবুল্লাহ গোলপাতা মসজিদ, শংকরপুর, যশোর।
উক্ত অনুষ্ঠানে ঈদ সামগ্রী বিতরণ করেন জনাব মিজানুর রহমান, লেখক ও উপদেষ্টা, যশোর ইনফো, জনাব মবিনুল ইসলাম মবিন সম্পাদক ও প্রকাশক উপদেষ্টা যশোর ইনফো, জনাব গোলাম মোস্তাফা ৭নং ওয়ার্ড কাউন্সিলার, জনাব হারুন-অর-রশিদ সাবেক সভাপতি যশোর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর, জনাব আমিনুল ইসলাম শাহিন প্রেন্সিডেন্ট রোটারী ক্লাব অব যশোর ইষ্ট ও সহকারী ব্যবস্থাপনা পরিচালক ট্রাষ্ট ইসলামি লাইফ ইন্সুরেন্স যশোর। জনাব মুরাদ হোসেন সম্পাদক যশোর ইনফো, জনাব ফরহাদ হোসেন প্রচার সম্পাদক যশোর ইনফো, জনাব মোঃ খায়রুল আলম খান আইটি সম্পাদক যশোর ইনফো।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব হাবিবুর রহমান খান হাবিব ভাইস চেয়ারম্যান www.jessore.info ও যশোর ইনফো ফাউন্ডেশন।