
Home দৃষ্টিপাত (Visibility) > কবি ও সাংবাদিক ফখরে আলম আর নেই।
এই পৃষ্ঠাটি মোট 91473 বার পড়া হয়েছে
কবি ও সাংবাদিক ফখরে আলম আর নেই।
১৪/০৫/২০২০ইং
যশোর ইনফো ফাউন্ডেশনের উপদেষ্টা কবি ও সাংবাদিক ফখরে আলাম আজ বৃহঃবার সকাল চাচড়া ডালমিল এলাকার বাড়ীতে গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে তাকে যশোর সদর হাসপাতালে নেয়া হয় এবং ৯.৪০ মিনিটে চিকিৎসারত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন। তিনি দীর্ঘদিন দুরারোগ্য রোগ ক্যান্সারে ভুগছিলেন। মৃত কালে তিনার বয়েস হয়েছিল ৬১ বছর। মৃতকালে মা, ইস্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গিয়েছেন। আজ বাদ আসর যশোর জেলা স্কুল মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। জানাযা শেষে চাচঁড়া পারিবারিক কবরস্থান মরহুমকে দাফন করা হবে।
তিনি ১৯৬১ সালে ২১ শে জুন জন্মগ্রহন করেন। বাবা শামসুল হুদা পুলিশ কর্মকর্তা ছিলেন। ১৯৮৫ সালে সাপ্তাহিক রোববার পত্রিকার প্রতিবেদক হিসেবে তিনি সাংবাদিকতা শুরু করেন। এরপর ভোরের কাগজ, মানব জমিন, যায়যায়দিন, জনকন্ঠ, আমাদের সময় ও দৈনিক আজকের কাগজ পত্রিকায় সাংবাদিকতা করেন।সর্বশেষ তিনি কালের কণ্ঠ’র পত্রিকার যশোরের বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
তিনি সাংবাদিকতা মুক্তিযুদ্ধ জাদুঘরের বজলুর রহমান স্মৃতি পদক, মোনাজাত উদ্দিন স্মৃতি পুরস্কার, মধুসূদন একাডিমিক পুরস্কার, এএফপিএবি পুরস্কার, এফইজেবি পুরস্কার, টিআইবি অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার লাভ করেন।
এছাড়াও তার রিপোর্টারের ডাইরী, হাতের মুঠোয় সাংবাদিকতা, তুষার চুম্বন, তুই কনেরে পাতাসী, খুলে ফেলি নক্ষত্রের ছিপি, এ আমায় কনে নিয়ে আলি, অন্ধকার চির্ণকারীসহ চৌত্রিশটি গ্রন্থ ও কবিতার বই রয়েছে।
তিনি যশোর ইনফো ফাউন্ডেশনের শুধুমাত্র বিশেষ উপদেষ্টা ছিলেন না, ছিলেন একজন অভিভাবক। আমরা আমাদের প্রিয় অভিভাবককে হারিয়ে শোকাহত।
আমরা যশোর ইনফো ফাউন্ডেশনের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামোনা করছি ও শোকাহত পরিবারের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করছি।
