
Home ঝিনাইদহ জেলা / Jhenidah District > খান জাহান আলী / Khan Jahan Ali
এই পৃষ্ঠাটি মোট 99642 বার পড়া হয়েছে
খান জাহান আলী / Khan Jahan Ali
খান জাহান আলী
Khan Jahan Ali
পীর খান জাহান আলী চতুর্দশ শতকের শেষভাগে গাজী-কালুর বারো বাজার পদার্পনের ৪০ বছর পর বারো বাজার আসেন (যশোরাদ্য দেশ, পৃঃ-৭০)। ১৪৫৯খৃঃ তিনি ইন্তেকাল করেন। বাগেরহাট খান জাহান আলীর মাজারে লেখা আছে। রাজা প্রতাপাদিত্য ১৫৭৪ সালে রাজা হন। ছাপাইনগরের শ্রীরাম কোথা থেকে এলেন বা তার পরিচয় কি তার কথা যশোরাদ্য দেশে নেই। মানব প্রেমিক দরবেশগণ জনগণের আত্মিক উন্নয়নে অনেক অবদান রাখেন। এবাদতখানা তৈরী করে জনগণকে ধর্মপথে পরিচালিত করতে মহাত্মারা অনেক কাজ করেন। অসংখ্য জলাধার, মসজিদ তার স্বাক্ষী। ঐ সময়কার ভাস্কর্য বিশ্লেষণ করলে বাগেরহাট খান জাহান আলীর সমসাময়িক বা কিছু পরে বারোবাজার ইমারত হয়েছে বলে ধারনা করা হয়। (বাংলাদেশের প্রত্মতত্ত্ব, জাকারিয়া)। পাল-সেন আমলের কথা অস্বীকার করলেও বারোবাজারের ৫শ’ বছরের প্রাচীনতার দাবী অস্বীকার করার সুযোগ নেই। গবেষকরা, সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ এ ব্যাপারে অনেক অবদান রাখতে পারেন। স্থানীয় উৎসাহী যুবকরাও একাজে এগিয়ে আসতে পারেন। অনেক অজানা ইতিহাস উন্মোচিত হতে পারে।
তথ্য সূত্র :
ঝিনাইদহের ইতিহাস
লেখক : মীর্জা মোহাম্মদ আল-ফারুক
সংগ্রহ :
এ্যাড: হাসান শহীদ কামরুজ্জামান (দূর্বা)
সম্পাদনা :
মোঃ হাসানূজ্জামান বিপুল
সর্বশেষ আপডেট :
২১.০৮.২০১১