
Home ঝিনাইদহ জেলা / Jhenidah District > উপজেলার সংক্ষিপ্ত তথ্য / Short data of Upazila
এই পৃষ্ঠাটি মোট 99594 বার পড়া হয়েছে
উপজেলার সংক্ষিপ্ত তথ্য / Short data of Upazila
উপজেলার সংক্ষিপ্ত তথ্য
Short data of Upazila
কোটচাঁদপুর:
কোটচাঁদপুর পৌরসভা স্থাপিত হয় ১৮৮৩ সালের ১ জুলাই। প্রথম চেয়ারম্যান ছিলেন মিঃ ক্যাসেল (১৮৮০-১৮৯২); এর পরে ছিলেন ঈ.জি ম্যাকলিয়ড (১৮৯০-১৮৯২) ও এইচ.সি ম্যাকলিয়ড (১৯০৪-১৯০৮)। মহেশপুর পৌরসভা গঠিত হয় ১৮৬৯ সালে।
১৬১০ সালে সুবেদার ইসলাম খাঁ কোটচাঁদপুরে নির্মাণ করেন এক বিরাট কোর্ট। ১৯৩৭-৩৮ সালের দিকে কোটচাঁদপুরে বাস চলতো। মাজদিয়ার মেসার্স অশ্বিনী কুমার দত্ত এন্ড কোং এ বাস সার্ভিস চালু করে। ১৭৯৪ সালে যশোরের তদানীন্তন কালেক্টর কোটচাঁদপুরের কপোতাক্ষ নদীতে বাঁধ নির্মাণ করেন। কিন্তু এ বাঁধটি ১৮৩০ সালে ভেঙ্গে যায়।
হরিণাকুন্ডু:
জেলার হরিণকুন্ডু উপজেলাটি ছিল হিন্দু প্রধান এলাকা। এখানে অনেক জমিদার ছিলেন যেমন পিয়নাথ রায়, সত্যেন্দ্রনাথ সাহা, হবুচন্দ্র রায় প্রমুখ।
কালিগঞ্জ:
প্রকৃতপক্ষে রাজা মানসিংহের কারণে ধীরে ধীরে জনপদ হিসেবে গড়ে ওঠার সুযোগ লাভ করে। এখানে বিভিন্ন নামে অনেকগুলি মন্দির আছে। কালীগঞ্জ ইংরেজ আমলে মার্টিন কোম্পানীর রেলওয়ে জংশন ছিল।
শৈলকূপা:
শৈলকূপা বহুপূর্বে এক সময় ফরিদপুর জেলার মধ্যে ছিল। শৈলকূপার ধলহরচন্দ্র, সারুচিয়া ও হাকিমপুর এই তিনটি ইউনিয়ন প্রতিবছর বন্যাকবলিত হয় গড়াই নদীর কারণে। শৈলকূপার শাহী মসজিদ অত্র এলাকার বিখ্যাত একটি মসজিদ। আলাউদ্দিন হোসেন শাহ ১৫শ’ খৃষ্টব্দে এটি নির্মাণ করেন।
মহেশপুর:
মহেশপুর ছিল বনগাঁও মহকুমার অন্যতম একটি অংশ। পাকিস্তান সৃষ্টির সময় মহেশপুর ঝিনাইদহ মহকুমার সাথে যুক্ত হয়। প্রসঙ্গতঃ উল্লেখযোগ্য যে ১৯৪৭ সালের ১৪ আগস্ট থেকে ৩ দিন পর্যন্ত বনগাঁও মহকুমা পাকিস্তানের অংশ হিসেবে ছিল। অজ্ঞাত কারণে মহেশপুর থানা বাদে বনগাঁও মহকুমা পরে ভারতের অংশ হয়। মহেশপুরকে ঝিনাইদহের রত্নভান্ডার বললে অত্যুক্তি হয় না। কারণ এখানে রেকর্ড পরিমাণ ফসল উৎপন্ন হয়। কিন্তু ঝিনাইদহ সাথে মহেশপুরের যোগাযোগ ব্যবস্থা উন্নতমানের না হওয়ায় উৎপাদিত ফসল ঝিনাইদহে আনা-নেয়ার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়ে থাকে।
তথ্য সূত্র:
যশোর গেজেটিয়ার
সম্পাদনা:
হাসানূজ্জামান বিপুল
সর্বশেষ আপডেট:
১৭.০৮.১১