
Home বৃহ্ত্তর যশোর জেলা / Greater Jessore District > বৃহত্তর যশোর জেলার লেখক বৃন্দ / Authors of Greater Jessore District
এই পৃষ্ঠাটি মোট 20169 বার পড়া হয়েছে
বৃহত্তর যশোর জেলার লেখক বৃন্দ / Authors of Greater Jessore District
Authors of Greater Jessore District
লালন শাহ: বিখ্যাত সুফী কবি লালন শাহ ১৭৭২খ্রিস্টাব্দে ঝিনাইদহ মহকুমার শৈলকুপা থানার অন্তর্গত হরিশপুর গ্রামে জন্মগ্রহন করেন। মতান্তরে, লালন শাহ কুষ্টিয়া জেলার কুমারখালী থানার অন্তর্গত ভাড়ারা গ্রামে ১৭৭৫ খ্রিস্টাব্দে জন্মগ্রহন করেন। তিনি ১৮৮৮ খ্রিস্টাব্দে পরলোকগমন করেন। লালন শাহের বাউল সংগীতের একটি সংকলন বাংলা একাডেমী কর্তৃক ১৯৬৮খ্রীস্টাব্দে প্রকাশিত হয়েছে।
পাগলা কানাই: পাগলা কানাই একজন বিখ্যাত লোক-কবি ছিলেন। তিনি আনুমানিক ১৮১০-১৮২০খ্রীস্টাব্দে ঝিনাইদহ মহকুমার বেড়বাড়ি গ্রামে জন্মগ্রহন করেন। তিনি আনুমানিক (১৮৯০-১৮৯৫)খ্রীস্টাব্দে ইন্তেকাল করেন। পুঁথিগত বিধ্যানা থাকলেও তিনি বহু আধ্যাত্নিক সংগীত রচনা করেছেন।
মধুসুদন কিন্নর: মধুসুদন কিন্নর (মধুকান নামে পরিচিত ১৮১৩-১৮৬৮) যশোর জেলার বনগাঁ মহকুমার উলুদিয়া গ্রামে জন্মগ্রহন করেন। তিনি একজন কবি ও সংগীত রচয়িতা। তিনি ১২৬৮ বংগাব্দ ৫৫ বছর বয়সে ইহলোক ত্যাগ করেন। তাঁর রচিত গানগুলি নিয়ে ১২৯৮বঙ্গাব্দে প্রসন্নকুমার দত্ত, অক্রর সংবাদ, কলংক ভজ্ঞন, মাথুর ও প্রবাল নামে চারটি পালা গ্রন্থ প্রকাশ করেন।
মাইকেল মধুসুদন দত্ত: বাংলা সাহিত্যের অমর মহাকবি মাইকেল মধুসুদন দত্ত ১৮২৪ খ্রীস্টাব্দে যশোর জেলার কপোতাক্ষ নদীতীরবর্তী সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহন করেন। তিনি মহাকাব্য, ট্র্যাজেডি, ঐতিহাসিক নাটক, প্রহসন ও সনেট রচনা করে বাংলা সাহিত্যের ভান্ডার সমৃদ্ধ করেছেন। তাঁর সাহিত্যিক অবদানঃ শর্মিষ্ঠা(নাটক, ১৮৫৯), পদ্মাবতী(নাটক, ১৮৬০), তিলোত্তমাসম্ভব কাব্র(১৮৬০), মেঘনাদ বধ কাব্র (মহাকাব্য, ১৮৬১), কৃষ্ণকুমারী (ঐতিহাসিক নাটক, ১৮৬০), বীরাঙ্গনা কাব্য (১৮৬১), বুড়ো শালিকের ঘাড়ে রোঁ (প্রহসন, ১৮৬০), চতুর্দশপদী কবিতাবলী (সনেট, ১৮৬৫), মায়াকাননদী অসমাপ্ত নাটক, মৃত্যুর পরে ১৮৭৪ খ্রীস্টাব্দে প্রকাশিত)। তিনি ১৮৭৩ খ্রীস্টাব্দে মৃত্যুবরণ করেণ।
হাকিম শাহ: হাকিম শাহ ১৮০২ খ্রিস্টাব্দে ঝিনাইদহ মহকুমার হরিণাকুন্ডু থানার অন্তর্গত ভেড়াখালি গ্রামে জন্মগ্রহন করেন। তিনিও একজন বিখ্যাত লোককবি। তিনি ১৯০৪ খ্রীস্টাব্দে ৪০ বছর ইহলোক ত্যাগ করেন।
মজুমদার: বিখ্যত কবি সুরেন্দ্রনাথ মজুমদার ১৮৩৮ খ্রিস্টাব্দে জগন্নাতপুর গ্রামে জন্মগ্রহন করেন। তিনি ১৮৭৮ খ্রিীস্টাব্দে মৃত্যুবরণ করেন। তাঁর রচিত গ্রন্থঃ মহিলা (কাব্য, ১৮৮০-১৮৮৩), রাজস্থান (অনুবাদ), সবিতা সুদর্শন (কাব্য, ১৮৭০)।
শিশির কুমার ঘোষ: ভারত উপমহাদেশের বিখ্যাত সাংবাদিক শিশিরকুমার ঘোষ (১৮৪১-১৯১১) অমৃতবাজার নামে সমধিক খ্যাত ঝিকরগাছার মাগুড়া গ্রামে জন্মগ্রহন করেন। তিনি “অমৃতবাজার পত্রিকা”র প্রতিষ্ঠাতা। তাঁর রচিত গ্রন্থ অমিয় ভান্ডার, অমিয় নিমাই চরিত, নরোত্তম চরিত, কালাচাঁদ গীতা, সংগীত শাস্ত্র।
দদ্দু শাহ: দুদ্দু শাহ (প্রকৃত নাম দবিরউদ্দিন বা দুধ মাল্লিক) ১৮৪১ খ্রিস্টাব্দের ঝিনাইদহ মহকুমার হরিণাকুনগু থানার অন্তর্গত বেলতলা গ্রামে জন্মগ্রহন করেন। তিনি একজন বিখ্যাত বাউল সাধক এবং লালন শাহের একজন প্রিয় শিষ্য। তিনি ১৯১১ খ্রস্টাব্দে পরলোকগমন করেন। তাঁর রচিত প্রায় তিন শতাধিক বাউল সংগীত আবিস্কৃত হয়েছে। দুদ্দু শাহ রচিত বাউল সংগীতের একটি সংকলন বাংলা একাডেমী কর্তৃক ১৯৭১ খ্রীস্টাব্দে প্রকাশিত হয়।
যদুনাথ মজুমদার: যদুনাথ মজুমদার ১৮৫৭ খ্রীস্টাব্দে নড়াইল জেলার লোহগড়া উপজেলায় জন্মগ্রহন করেন। তাঁর রচিত গ্রনাথঃ আমিত্বের প্রসার পরিব্রজক যুক্তমালা, শ্র্রেয় ও প্রেয়। তিনি ব্রহ্মচারী পত্রিকা সম্পাদন করেছেন।
মুন্সী মেহেরউল্লা: মুন্সী মেহেরউল্লা ১৮৬১ খ্রীস্টাব্দে যশোর জেলার কালীগঞ্জ থানার অর্ন্তগত ঘোপ নামক জন্মগ্রহন করেন। তিনি ১৯০৭ খ্রীস্টাব্দে ৭ই জুন তারিখে পরলোকগমন করেন। তাঁর রচিত গ্রন্থঃ ঈসারী বা খ্রীস্টালী ধোকা ভজ্ঞন, খ্রীস্টান ধর্মের অসারতা, রদ্দে খ্রীস্টিয়ান ও দলিললোন এসলাম (১৯০৯), হিন্দু ধর্ম রহস্য ও দেবলীলা (৮ম সংস্করণ, ১৩৭৫বংগাব্দী) তর্কযুদ্ধ সাহেব মুসলমান (৩য় সংস্করণ ১৯০৭), বিধবা গঞ্জনা ও বিষাদ ভান্ডার (৭ম সংস্করণ বংগাব্দে), মেহেরল এসলাম ইত্যাদি। তিনি শেখ সাদীর গান্দেনামার (১৩১৫বংগাব্দে) অনুবাদ করেছেন।
মানকুমারী বসু: বিখ্যাত মহিলা কবি মানকুমারী বসু (১৮৬৩-১৯৪৩) শ্রীধরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মহাকবি মাইকেল মধুসুদন দত্তের ভাইঝি ছিলেন। তাঁর রচিত গ্রন্থঃ কাব্য কুসুমাজ্ঞালী (১৮৯৩, প্রিয় প্রসংগ (১৮৮৪), কনকাজ্ঞালী (১৮৯৬), বীরকুমার বধ (১৯০৭), বিভুতি (১৯২৪), বন বাসিনী (উপন্যাস, ১৮৮৮), সোনার সাতী (১৯২৬) ইত্যাদি।
গোলাম হোসেন: গোলোম হোসেন ১৮৭৩ খ্রীস্টাব্দে যশোর জেলার মাগুরা মহকুমার জোকা নামক গ্রামে জন্মগ্রহন করেন। তিনি কলকাতায় লেখাপড়া করেছেন। তাঁর রচিত গ্রন্থ বংগ বীরাংগনা কাব্য (১৯০৬), বংগ দেশীয় হিন্দু মুসলমান (১৯১০), দিল্লী আগ্রা ভ্রমন (যশোর, ১৯১৩) পয়গামে মোহাম্মদী (অনুবাদ, ১৯২২), নীতি প্রবন্ধ নকল (১৯১৩), ভুল সংশোধন (১৯২৭), কব্য মৃথিকা (১৯৬১) ইত্যাদি। তিনি ১৯৬৪খ্রীস্টাব্দে ইন্তেকাল করেন।
হেমেন্দ্র প্রসাদ ঘোষ: হেমেন্দ্র প্রসাদ ঘোষ (১৮৭৬-১৯৬২) চৌগাছা গ্রামে জন্মগ্রহন করেন। তিনি একজন ঔপন্যাসিক ও একজন ছোট গল্প রচয়িতা। তাঁর রচিত গ্রন্থঃ উচ্ছ্যাস (কাব্য, ১৩০১বংগাব্দ), বিপত্নীক (উপন্যাস, ১৩০৪ বংগাব্দ), অধঃপতন (১৩০৬ বংগাব্দ), প্রেমের জয় (১৩০৯), আষাঢ়ে গল্প, প্রেম মরীচিকা, চোরাবালী, অশ্রু, প্রত্যাবর্তন ইত্যাদি।
নরেন্দ্র কুমারবসু: নরেন্দ্র কুমার বসু বি, এ, বি, এল (জন্ম ১৮৭৮ খ্রীস্টাব্দে) লিখেছেন ইউরোপে ভ্রমণ (ভ্রমণ ১৯১২)।
রায় বাহাদুর খগেন্দ্রনাথ মিত্র: রায় বাহাদুর খগেন্দ্রনাথ মিত্র (সাধারণ্যে অকিজ্ঞন দাস নামে পরিচিত ) ১৮৮০খ্রীস্টাব্দে যশোর জেলার ধূল গ্রামে জন্মগ্রহন করেন। তিনি একদা কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যক্ষ ছিলেন। তাঁর রচিত গ্রন্থঃ বিবি-বউ, কানের দুল, সুখ দুঃখ (১৯০২), কীর্তন (১৯৪৫), রূপ তৃষ্ণা, মুদ্রা দোষ, পদামৃত মাধুরী ইত্যাদি। তিনি বৈষ্ণব পদাবলী (১৯৩১), শ্রীকৃষ্ণ বিজয় (১৯৪৪), সম্পাদনা করেছেন।
যোগীন্দ্রনাথ সমাদ্দার: বিখ্যাত ঐতিহাসিক ও লেখক যোগীন্দ্রনাথ সমাদ্দার ১৮৮০খ্রীস্টাব্দে কচুবাড়িয়া নামক গ্রামে জন্মগ্রহন করেন। তাঁর রচিত গ্রন্থঃ চতুর্বেদ, পঞ্চবাণ, দেশভক্তি, সমসাময়িক ভারত, ইংরাজের কথা ইত্যাদি। তিনি ১৯২৮খ্রীস্টাব্দে পরলোকগমন করেন।
ডাঃ মোহাম্মদ লুৎফর রহমান: ডাঃ মোহাম্মদ লুৎফর রহমান ১৮৭৯ খ্রিস্টাব্দে মাগুরা মহকুমার পারান্দুয়ালী গ্রামে জন্মগ্রহন করেন। তিনি ১৯৩৬ খ্রীস্টাব্দে ৪৭বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি একজন হোমিওপ্যাথ চিকিৎসক ছিলেন। তাঁর রচিত গ্রন্থঃ প্রকাশ (কাব্য, ১৯১৫), সরলা (উপন্যাস, ১৯১৮), পথহারা (উপন্যাস ১৯১৯), রায়হান (উপন্যাস, ১৯১৯), উন্নত জীবন (২য় সংস্করন, ১৯১৯), মানব জীবন (প্রবন্ধ, ১৯২৬), প্রীতি উপহার (উপন্যাস, ১৯২৭), ছেলেদের মহত্ত কথা (শিশু সাহিত্য, ১৯২৮), ছেলেদের কারবালা (শিশু সাহিত্য, ১৯৩১), রানী হেলেন (শিশু সাহিত্য, ১৯৩৫), বাসর উপহার (উপন্যাস, ১৯৩৬), সত্য জীবন (প্রবন্ধ, ১৯৪০), উচ্চ জীবন (প্রবন্ধ, ১৯৬২) ও প্রতিশোধ ইত্যাদি।
শেখ হাবিবুর রহমান: শেখ হাবিবুর রহমান সাহিত্য রত্ন ১৮৯১খ্রীস্টাব্দে যশোর জেলার শৈলকূপা থানায় অন্তর্গত ঘোষপাতি নামক গ্রামে জন্মগ্রহন করেন। তিনি ১৯৬২ খ্রীস্টাব্দে ইন্তেকাল করেছেন। তাঁর রচিত গ্রন্থঃ ইসলাম ও অন্যান্য ধর্ম (১৯০৭), পরিবার (কাব্য,১৯১৬), কোহিনূর কাব্য, চেতনা (কাব্য), বাঁসরী (কাব্য), গুলশান, নিয়ামত (১৯১৬), আলমগীর (উপন্যাস, ১৯১৯), দোররল মোখতার, ভ্রমণকাহিনী (১৯২৬), মালাবারে ইসলাম প্রচার (১৯১৮), আমার সাহিত্যিক জীবন (১৯২৭), কর্মবীর মুন্সী মেহেরুল্লাহ (জীবনী, ১৯৩৪), পরীর কাহিনী, মরণের পরে, ছোটদের হযরত মুসা (জীবনী), সদ্ভাব কুসম বা বাদীর কালাম (অনুবাদ), হাসির গল্প, ভুতের বাপের শ্রাদ্ধ, গুলিসাঁ ও বস্তাঁ বংগানুবাদ ইত্যাদি।
অবলাকান্ত মজুমদার: অবলাকান্ত মজুমদার ১৮৯২ খ্রীস্টাব্দের ২২শে জানুয়ারী তারিখে যশোর জেলার ব্রহ্মপুর গ্রামে জন্মগ্রহন করেন। তাঁর রচিত গ্রন্থঃ পথহারা।
আবুল হুসেন: বিখ্যাত চিন্তাবিদ ও মননশীল লেখক আবুল হুসেন ১৮৯৬খ্রীস্টাব্দে ঝিকরগাছা থানার কাউরিয়া গ্রামে জন্মগ্রহন করেন। তাঁর রচিত গ্রন্থঃ বাংগালী মুসলমানদের শিক্ষা সমস্যা, বাংলার নদী সমস্যা, বাংলার বলশী, শতকরা পঁয়তাল্লিশের জের, নিষেধের বিড়ম্বনা আদেশের নিগ্রহ ইত্যাদি। তিনি ১৯২৭ খ্রিস্টাব্দে মুসলিম সাহিত্য সমাজের মালিক মুখপত্র “শিখা” সম্পাদনা করেন।
গোলাম মোস্তফা: প্রখ্যাত কবি গোলাম মোস্তফা ১৮৯৭খ্রীস্টাব্দে মনোহরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৪খ্রীস্টাব্দে পরলোকগমন করেছেন। তাঁর রচিত গ্রন্থঃ রক্তরাগ (কাব্য, ১৯২৪), খোশরোজ (কাব্য ১৯৩৮), রুপের নেশা (উপন্যাস, ১৩২৬বংগাব্দ), ভাংগাবক (উপন্যাস), বিশ্বনবী (জীবনী) বিশ্বনবীর বৈশিষ্ট্য), জয় পরাজয়, গোলাম মোস্তফার কাব্য গ্রন্থাবলী (১৩৭৮, বংগাব্দ), ইসলাম ও কমিউনিজম (২য় সংস্করণ, ১৯৪৯), ইসলাম ও জেতাদ (ঢাকা, ১৯৪৭), গীতি সঞ্চয়ন (১৯৬৮) আমার চিন্তাধারা ১৯৬২। তিনি মোসাদ্দসে হালী (১৯৪৯), কালামে ইকবাল, আল কুরআনের বাংলা তরজমা, শিকওয়ান ও জওয়াবে শিকওয়াই (১৯৬০) প্রভৃতি গ্রন্থঃ অনুবাদ করেছেন।
মনোজ বসু: মনোজ বসু ১৯০১খ্রীস্টাব্দে ডোংগ ঘাটা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একজন ঔপন্যাসিক ও ছোটগল্প রচয়িতা। তিনি প্রায় ত্রিশটি গ্রন্থ রচনা করেছেন। তাঁর রচিত গ্রন্থঃ ভুলি নাই (উপন্যাস, ১৯৪৩), সৈনিক (উপন্যাস), এক বিহংগী (উপন্যাস), নবীন যাত্রা (উপন্যাস), রাখী বন্ধন (উপন্যাস), একদা নিশিথ কালে (উপন্যাস), ওগো বধু সুন্দরী (উপন্যাস), বাঁশের কেল্লা (উপন্যাস), প্লাবন, বিপর্যয়, নতুন প্রভাব (নাটক, ১৯৪৬), বনমর্মর (ছোটগল্প, ১৯৩২), শক্র পক্ষের মেয়ে, জল কল্লোল, পৃথিবী কাদের, বকল, দল জংগল (উপন্যাস), চীন দেখে এলাম (ভ্রমন কাহিনী, ১৯৫৩), নতুন ইউরোপ নতুন মানুষ (ভ্রমন কাহিনী), সোভিয়েতের দেশে দেশে (ভ্রমন কাহিনী, ১৯৫৭), ইত্যাদি।
আশরাফ আলী খান: আশরাফ আলী খান ১৯০৯খ্রীস্টাব্দে আলমডাংগা থানার অন্তর্গত পানাইল গ্রামে জন্মগ্রহন করেন। তিনি ১৯৩৯খ্রীস্টাব্দে আটত্রিশ বছর বয়সে আত্মহত্যা করেন। তঁর রচিত গ্রন্থঃ গজলগান, ভোরের কুহ কংকাল (কাব্য), শিকওয়াহ (অনুবাদ)। তিনি সাপ্তাহিক বেদুইন, সাপ্তাহিক রক্ত কেতু দৈনিক সোলতান পত্রিকার সম্পাদক ছিলেন।
ননীগোপাল চক্রবর্তী: ননীগোপাল চক্রবর্তী ১৯০১খ্রীস্টাব্দে যশোর জেলায় জন্মগ্রহন করেন। তিনি পেশায় একজন সাংবাদিক। তিনি প্রায় পঁচিশটি গ্রন্থঃ রচনা করেছেন। তাঁর রচিত গ্রন্থাদিঃ দূর্গম পারের যাত্রী (১৯৩৮), বাংলার কুটির শিল্প (১৯৪৮) ইত্যাদি।
রফিউদ্দিন খোন্দকার: রফিউদ্দিন খোন্দকার ১৩১১বংগাব্দে (১৯০৪)খ্রীস্টাব্দে । ঝিনাইদহ মহকুমার শৈলকুপা থানার অন্তর্গত হরিশপুর গ্রামে জন্মগ্রহন করেন। তাঁর রচিত গ্রন্থঃ ভাব সংগীত (বিভিন্ন সাধকের আধ্যাত্মিক সংগীতের একটি সংকলন গ্রন্থ)।
নুরুল মোমেন: নুরুল মোমেন ১৯০৮খ্রীস্টাব্দে বড়োইচ নামক গ্রামে জন্মগ্রহন করেন। তিনি একজন প্রখ্যাত নাট্যকার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক ছিলেন। তাঁরত রচিত গ্রন্থঃ নেমেসিস (নাটক, ১৯৪৮), রূপান্তর (নাটক, ১৯৫৯), নয়া খাদান (নাটক, ১৯৬২), আইনের অন্তরালে (১৯৬৭), যেমন ইচ্ছা তেমন (নাটক, ১৯৭০), আলোছায়া (নাটক, ১৯৬২), যদি এমন হতো (নাটক, ১৯৬০), শতকরা আশী (১৯৬৯), বহুরূপী (প্রবন্ধ), নবসুন্দর (প্রবন্ধ)।
পৃথ্বীশ চন্দ্র ভট্টাচার্য: পৃথ্বীশ চন্দ্র ভট্টাচার্য ১৯০৯খ্রীস্টাব্দে যশোর জেলার মাগরায় জন্মগ্রহন করেন। তিনি একজন বিখ্যাত উপন্যাসিক। তাঁর রচিত গ্রন্থঃ গোপন চিঠি (উপন্যাস, ১৯৩১), কার্টুন (উপন্যাস, ১৯৩৯), মরা নদী (উপন্যাস, ১৯৪৩), শাশ্বত যৌবন (উপন্যাস, ১৯৪৭), নিরুদ্দেশ (উপন্যাস, ১৯৫৫), সাহিত্যিক (উপন্যাস, ১৯৫৬)।
অরুণ মিত্র: অরুণ মিত্র ১৯০৯খ্রীস্টাব্দে যশোর জেলায় জন্মগ্রহন করেন। তাঁর রচিত কাব্য গ্রন্থাদিঃ পানরেখা (১৯৭৩), উৎসের দিকে (১৯৫৪), ঘনিষ্ট তাগ (১৯৬৩)।
ভবদেব ভট্টাচার্য: ভবদেব ভট্টাচার্য ওরফে পন্ডিত দেবাচার্য ১৯১২খ্রীস্টাব্দে যশোর জেলায় কলারোয়া গ্রামে জন্মগ্রহন করেন। তাঁর গ্রন্থঃ দেবতার ক্ষ্ণধা (শিশু সাহিত্য, ১৯৫২), বিমগ্ধ পৃথিবী (উপন্যাস, ১৯৫২), সুরের পরশ (উপন্যাস, ১৯৫৩), সীমা (কাব্য, ১৯৫০) ইত্যাদি।
ফররুখ আহমদ: ফররুখ আহমদ প্রকৃত নাম সৈয়দ ফররুখ আহমদ। ১৯১৮খ্রীস্টাব্দে যশোর জেলার পানাইল নামক গ্রামে জন্মগ্রহন করেন। তিনি বাংলা সাহিত্যের একজন প্রখ্যাত আধুনিক কবি। তাঁর সাহিত্যিক অবদানঃ সাত সাগরের মাঝি (কাব্য, ১৯৪৪), সিরাজুম মুনিরা (কাব্য, ১৯২৫), নৌফেল ও হাতেম (কাব্যনাট্য, ১৯৬১), পাখীর বাসা (১৯৬৫), মুহূর্তের কবিতা (১৯৬৩), হাতেম তাই (১৯৬৬), নতুন লেখা (১৯৬৯), হরফের ছড়া (১৯৭০), ছড়ার আসর (১৯৭০), ফররুখ আহমদের শ্রেষ্ঠ কবিতা (১৯৭৫)। তিনি ১৯৬৫ খ্রীস্টাব্দে বাংলা সাহিত্যে কৃতিত্ব প্রদর্শনের জন্য প্রেসিডেন্ট পুরস্কার, ১৯৬৬খ্রীস্টাব্দে হাতেম তাই গ্রন্থ রচনার জন্য আদমজী পুরস্কার, ১৯৬৬খ্রীস্টাব্দে পাখীর বাসা গ্রন্থ রচনা জন্য ইউনেস্কো পুরস্কার এবং ১৯৬০খ্রীস্টাব্দে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার অর্জন করেন। তিনি ১৯৬০ খ্রীস্টাব্দে বাংলা একাডেমীর “ফেলো” নির্বাচিত হন। তিনি ১৯৭৪খ্রীস্টাব্দের ১৯শে অক্টোবর তারিখে ইন্তেকাল করেন।
বাংগাল আবু সাইদ: বাংগাল আবু সাইদ ১৯১৫খ্রীস্টাব্দে যশোর জেলায় জন্মগ্রহন করেন। তাঁর রচিত গ্রন্থঃ নতুন গান (কাব্য), অগ্নি বলাকা (উপন্যাস, ১৯৬৫), অগ্নি শপথ (উপন্যাস, ১৯৬৮), অভাগিনী (উপন্যাস, ২য় সংস্করণ, ১৯৬৪), চরিত্রহীন না চরিত্রবান (উপন্যাস, ১৯৫৯), টেডি বিয়ে (উপন্যাস, ১৯৬৭), নতুন পথ (উপন্যাস, ১৯৫৯), পদ্মার বুকে (উপন্যাস, ১৯৬৫), প্রমোদবালা (উপন্যাস), ব্যাতিক্রম (উপন্যাস, ১৯৬৫), মধুমতী কন্যা (উপন্যাস, ১৯৬৫), শেফালীর প্রেম (উপন্যাস, ১৯৬৪), শোভারানীর প্রেম (উপন্যাস, ১৯৬৪), সহপাঠিনীর প্রেম (উপন্যাস, ১৯৬৫), নরনারী (উপন্যাস, ১৯৬৫), মিসটেনের মেয়ে (উপন্যাস, ১৯৬৫), ভুলের মাশুল (নাটক, ১৩৬৭বংগাব্দে), বালক ফরিদ, কিশোর ফরিদ (১৯৬০), যুবক ফরিদ (১৯৬০)।
মংঙ্গালাচরণ চট্টপাধ্যায়: মংঙ্গালাচরণ চট্টপাধ্যায় ১৯২০খ্রীস্টাব্দে যশোর জেলার নলডাংগা নামক গ্রামে জন্মগ্রহ করেন। তাঁর রচিত গ্রন্থঃ স্নায়ু (১৯৪১), মনপবন (১৯৪২), মেঘ বৃষ্টি ঝড় (১৯৫১), তেলেংগানা ও অন্যান্য কবিতা (১৯৪৮), একটি কবিতা ও একলব্য (১৯৪৯)।
সৈয়দ আলী আহসান: সৈয়দ আলী আহসান ১৯২২খ্রীস্টাব্দে যশোর জেলার আলোক দিয়া নামক গ্রামে জন্মগ্রহন করেন। তিনি একজন কবি ও প্রাবন্ধিক। তাঁর রচিত গ্রন্থঃ অনেকে আকাশ (কাব্য, ১৯৫৯), একক সন্ধায় বসন্ত (কাব্য, ১৯৬২), সহসা সচকিত (কাব্য, ১৯৬৪), উচ্চরণ (কাব্য, ১৯৫৯), কবিতার কথাও অন্যান্য বিবেচনা (প্রবন্ধ, ১৩৭৫বংগাব্দ), কবি মধূসুদন (প্রবন্ধ), মধুমালতী (প্রবন্ধ, ১৩৮০ বংগাব্দ), নাজীর আহমদ, রবীন্দ্র কাব্যের ভূমিকা (১৩৮১ বংগাব্দ), আধুনিক বাংলা কবিতাঃ শব্দের অনুসংগ (১৯৭০), তাঁর অনুদিত গ্রন্থঃ হুইটম্যানের কবিতা (১৯৬৫), ইকবালের কবিতা (১৯৫৭), ইডানগনের কবিতা ইত্যাদি। তাঁর সম্পাদিত গ্রন্থঃ গল্প সংকলন (১৯৫২), পদ্মাবতী (আলাওল বিরচিত)
শিবদাস চক্রবর্তী: শিবদাস চক্রবর্তী ১৯২২খ্রিস্টাব্দে নলডাংগা নামক গ্রামে জন্মগ্রহন করেন। তাঁর রচিত গ্রন্থঃ কল কল্লোল (কাব্য, ১৯৪৬), শূন্য প্রান্তরে হান (কাব্য, ১৯৪৬), সন্ন্যাসী এক যাত্রী (আত্মকহিনী, ১৯৬৫) ইত্যাদি।
জগন্নাথ চক্রবর্তী: জগন্নাথ চক্রবর্তী ১৯২৪খ্রিস্টাব্দে আলোবদিয়া গ্রামে জন্মগ্রহন করেন। তিনি কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজীর অধ্যাপক। তাঁর রচিত কাব্য গ্রন্থাদিঃ নগর সন্ধা (১৯৪৬) করার প্রার্থনা (১৯৫০), পার্কষ্ট্রীটের স্ট্যাচু ও অন্যান্য কবিতা (১৯৬৯), নিঃশর্তে নাম সুন্দরী (১৯৭০)।
সৈয়দ আলী আশরাফ: সৈয়দ আলী আশরাফ ১৯২৪খ্রিস্টাব্দে আলোকদিয়া গ্রামে জন্মগ্রহন করেন। তিনি সৈয়দ আলী আহসানের কনিষ্ঠ ভ্রাতা। তাঁর রচিত গ্রন্থঃ চৈত্র যখন (কাব্য, ১৯৫৯), নজরুল জীবনে প্রেমের এক অধ্যায় (জীবনী, ১৯৬৭), কাব্য পরিচয় (১৯৫৬)। তাঁর সম্পাদিত গ্রন্থঃ গোলাম মোস্তফা কাব্য সংকলন (বাংলা একাডেমী, ১৩৭৫বংগাব্দ)।
বেদুইন সামাদ: বেদুইন সামাদ (প্রকৃত নাম শেখ আব্দুস সামাদ) ১৯২৪খ্রিস্টাব্দে যশোর জেলায় জন্মগ্রহন করেন। তিনি একজন উপন্যাসিক ও নাট্যকার। তাঁর রচিত গ্রন্থঃ দুই নদী এক ঢেউ (উপন্যাস, ১৩৬৭বংগাব্দ), ধূমনগরী (উপন্যাস, ১৯৬৫), নিস্পত্তি (উপন্যাস, ১৩৬৪বংগাব্দ), পথে যেতে যেতে (উপন্যাস, ১৩৭০বংগাব্দ), বেলা শেষে (উপন্যাস, ১৩৬৫বংগাব্দ), অভিযান (নাটক, ১৩৬৭), ফুল ও কুঁড়ি (ছোট গল্প, ১৯৬৭)।
হামিদা রহমান: হামিদা রহমান ১৯২৭ সালের ১৯শে জুলাই যশোর জেলায় জন্মগ্রহন করেন। প্রকাশিত প্রবন্ধ বাংলাদেশে নারীর অধিকার ও মর্যাদা। গল্প ও শাহী মহল, নীল কুঁড়ি উপন্যাস, নীরহারা পাখি।
জিল্লুর রহমান সিদ্দিকী: জিল্লুর রহমান সিদ্দিকী ১৯২৮খ্রিস্টাব্দে যশোর জেলার ঝিনাইদহ থানার অন্তর্গত দূর্গাপুর নামক গ্রামে জন্মগ্রহন করেন। তিনি একজন বিখ্যাত কবি ও প্রাবন্ধিক। তাঁর সাহিত্যিক অবদানঃ অ্যারিও প্যাজিটিখা (দ্বিভাষী, ১৯৭১), স্যামসন এ্যাগোনিস্টিস (অনুবাদ, ১৯৭৩), হৃদয় জনপদে (কাব্য, ১৯৭৫), শব্দের সীমানা (সমালোচনা, ১৯৭৬) ইত্যাদি।
সিরাজুদ্দিন হোসেন: সিরাজুদ্দিন হোসেন ১৯২৯খ্রিস্টাব্দে যশোর জেলার মাগুরা মহকুমার অন্তর্গত শরশুনা নামক জন্মগ্রহন করেন। তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকার একজন সাংবাদিক ছিলেন। বাংলাদেশের স্বাধিনতা লাভের প্রাককালে তিনি পাক বাহিনীর হাতে নিহত হন। তাঁর রচিত গ্রন্থঃ মহীয়ুসী নারী, ছোট থেকে বড় (সারাহ, কে, বোলটনের সহযোগিতায়, প্রথম সংস্করণ ১৯৫৭)।
মোল্লা এবাদত হোসেন: মোল্লা এবাদত হোসেন ১৯৩০সালের ১লা মার্চ যশোর জেলায় জন্মগ্রহন করেন। তাঁর রচিত প্রবন্ধ/গবেষণামূলক গ্রন্থঃ পদাবলী সমীক্ষা, চর্যা পরিচিতি।
সুনীল বসু: সুনীল বসু ১৯৩০খ্রিস্টাব্দে যশোর জেলায় জন্মগ্রহন করেন। তিনি পেশায় একজন সাংবাদিক। তাঁর রচিত কাব্য গ্রন্থাদিঃ সিন্ধু সারস (১৩৬২, বংগাব্দে) তিমির তরঙ্গ (১৩১৮, বংগাব্দে)
বেগম সাদেকা শফিউল্লাহ: বেগম সাদেকা শফিউল্লাহ ১৯৩৬সালের ৬ই নভেম্বর যশোর জেলায় জন্মগ্রহন করেন। তাঁর প্রকশিত গল্প গ্রন্থঃ নিষিদ্ধ সূর্যের যন্ত্রণা, যুদ্ধ অবশেষে, অনুভূতির রং, অসম বৈঠায়, কলংকের সুগন্ধ, চয়ন, যন্ত্রণার সঞ্চায় প্রবন্ধঃ কর্মরত মহিলাদের দক্ষতা ও সীমাবদ্ধতা, সমাজ কল্যাণ দপ্তর, ক্রান্তিকাল, ডায়রীর পাতা থেকে। শিশুতোষ গ্রন্থঃ ঝাম্পার গোঁ গোঁ, ছোটদের হাসির গল্প।
আব্দুল গফুর: আব্দুল গফুর ১৯৩৮সালের ২রা জানুয়ারী ঝিনাইদহতে জন্মগ্রহন করেন। তাঁর প্রকাশিত উপন্যাস-বিজয়ী। প্রবন্ধঃ আমাদের স্বাধীনতা সংগ্রামে জয় বাংলা। সম্পাদনা-মীর ফয়জুল্লাহ বিরচিত। সুলতান জমজমা।
মোহাম্মদ মনিরুজ্জামান: ডঃ মোহাম্মদ মনিরুজ্জামান ১৯৩৯সালের ৬ই এপ্রিল যশোর জেলায় জন্মগ্রহন করেন। তাঁর প্রকাশিত প্রবন্ধ/গ্রবষণাআধুনিক বাংলা সাহিত্য, ডক্টর দুহম্মদ শহীদুল্লাহ-আধুনিক বাংলা কাব্যে হিন্দু মুসলমান সম্পর্ক, বাংলা কবিতার ছন্দ, বাংলা সাহিত্য বাঙ্গাঁলী ব্যক্তিত্ব বাংলা সাহিত্যে উচ্চতর গরেষণা, সাময়িক পত্রে সাহিত্য চিন্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ইতিহাস, রবীন্দ্র চেতনা, আধুনিক বাংলা কবিতাঃ প্রসঙ্গকিতা ও পরিপ্রেক্ষিত, মোফাজ্জল হায়দার চৌধুরী। কবিতা-দুর্লভ দিন, শংকিত আলোক, বিপন্ন বিষাদ, প্রতুনু প্রত্যাশা, ভালবাসার হাতে, ভূমিহীন কৃষিজীবি , ইচ্ছে তার, তৃতীয় তরঙ্গে কোলাহলেরপর, নুত্যনাট্য কর্ণফুলী, অনুবাদ (কবিতা)-এমিলি ডিকিনসনের কবিতা অশান্ত অশোক, বিহঙ্গী সম্পাদনা-ঢঢকার লোক-কাহিনী, প্যারীচাঁদ রলাবলী, দ্বিজেলন্দ্রলালঃ সাজাহান, মধুসুদন নাট্য গ্রন্থাবলী, মধুসুদন কাব্য গ্রন্থাবলী, আমাদের লেখক, প্রাসঙ্গিক তথ্যাবলী, যশোরের লোক কাহিনী, মোফাজ্জল হায়দার রচনাবলী- (১ম, ২য়, ও ৩য়খন্ড)। শিশুতোষ গ্রন্থাবলী আলাওল (জীবনী), ইচ্ছেমতী।
সৈয়দা আনোয়ারা হক: সৈয়দা আনোয়ারা হক ১৯৪০সালের ৫ই নভেম্বর যশোর জেলায় জন্মগ্রহন করেন। তাঁর প্রকাশিত গ্রন্থঃ তৃষিতা, সব্যসাচী, সোনার হরিণ ও অন্য একজন। শিশুতোষ গ্রন্থ ছানার নানা বাড়ি, বাবার সংগে ছানা, ছানা ও মুক্তিযোদ্ধা।
জয় গোপাল তর্কালস্কার: জয় গোপাল তর্কালস্কার ১৭৭৫খ্রিস্টাব্দে বজরাপুর গ্রামে জন্মগ্রহন করেন। তিনি কলকাতা সংস্কৃত মহাবিদ্যালয়ে সংস্কৃতের অধ্যাপক ছিলেম। তিনি ১৮৪৬খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। তাঁর রচিত গ্রন্থঃ রামায়ণ এবং মহাভারত (উভয় গ্রন্থই সংস্কৃত ভাষায় রচিত)।
উর্দু সাহিত্যের লেখক
মোহাম্মদ আজিম: আলহাজ্জ মোহাম্মদ আজিম উনিশ শতকের শেষ ভাগে জন্মগ্রহন করেন। তাঁর রচিত গ্রন্থঃ আহাকামুল মাসাজিদ (১৩০৯হিজরী)।
হিন্দি সাহিত্যের লেখক
প্রবোধ কুমার মজুমদার: প্রবোধ কুমার মজুমদার (জন্ম ৩০-১০-১৯২১) রচনা করেছেনঃ রংরুট (অনুবাদ ১৯৫৩), ইস দুনিয়া কা চিরিয়াখানা (অনুবাদ ১৯৫৩), মা কি বাঁতে (অনুবাদ ১৯৫৪), পদ্মানদী কা মাঝি (অনুবাদ ১৯৫৭)।
ইংরেজী সাহিত্যের লেখকবৃন্দ
মাইকেল মধুসুদন দত্ত: বাংলা সাহিত্যের বিখ্যাত মহাকবি মাইকেল মধুসুদন দত্ত (১৮২৪-১৯৭৩) লিখেছেন ভিষন অব দি পাষ্ট (১৮৪৮), দি ক্যাপটিভ লেডী (১৮৪৮)। রিজিয়াঃ দি এমপ্রেস অব ইন্ডিয়া (নাটক), রত্নাবলী (রাম নারায়ণ তর্করত্ন রচিত নাটকের অনুবাদ, ১৯৫৮), শমিষ্ঠা (লেখক কর্তৃক বাংলা ভাষায় রচিত পাঁচ অংক বিশিষ্ট নাটকের অনুবাদ, ১৮৫৯),
শিশির কুমার ঘোষ: শিশির কুমার ঘোষ (জন্ম ১৮৪২) লিখেছেনঃ লর্ড গৌরাংগ।
খগেন্দ্রনাথ মিত্র: খগেন্দ্রনাথ মিত্র (জন্ম ১৮৮০) লিখেছেনঃ ডাইনামিক্স অব ফেইথ (১৯৫২)
ক্ষিতীশচন্দ্র সেন: ক্ষিতীশচন্দ্র সেন (প্রাক্তন আই, সি, এস) ১৮৮৮খ্রীস্টাব্দে কালিয়া নামক গ্রামে জন্মগ্রহন করেন। তাঁর রচিত গ্রন্থঃ কিং অব দি ডার্ক (রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত “রাজা” নাটকের অনুবাদ, ১৯১৩), বলাকা (অনুবাদ, ১৯২৭), শ্রীকান্ত (অনুবাদ ১৯৩০) ইত্যাদি।
যোগীন্দ্রনাথ সমাদ্দার: যোগীন্দ্রনাথ সমাদ্দার (জন্ম ১৮৮৩) লিখেছেনঃ স্টোরিজ অব মাগধ, ইকনমিক কন্ডিশন অব অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, ইকনমিক হিষ্টী অব বিহার।
আবুল হোসেন: আবুল হুসেন ১৮১৭খ্রিস্টাব্দে ৬ই জানুয়ারী যশোর জেলায় পানিয়ারা গ্রামে জন্মগ্রহন করেন। ১৯২০খ্রীস্টাব্দে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম, এ, পাশ করার পর ১৯২৭ খ্রীস্টাব্দে পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি ও বাণিজ্য বিভাগে অধ্যপনা করেন। ১৯৩১খ্রীস্টাব্দে তিনি বাঙ্গালী মুসলমানদের মধ্যে সর্বপ্রথম ‘মাস্টার অব ল’ ডিগ্রী লাভ করেন এবং কলকাতা বার-এ যোগ দেন। ১৯২৬খ্রীন্টাব্দে ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ নামে প্রতিষ্ঠিত সাহিত্য প্রতিষ্ঠানটির অন্যতম প্রষ্ঠিাতা ও নেতা ছিলেন আবুল হুসেন। ১৯২৭খ্রীস্টাব্দে মুসলিম সাহিত্য সমাজের মাসিক মুখপাত্র ‘শিখা’ সম্পাদনা করেন। তিনি মূলতঃ একজন প্রবন্ধিক। বিভিন্ন পত্র-পত্রিকায় এবং পুস্তকাকারে প্রকাশিত তাঁর রচিত প্রবন্ধসমূহ বাংলার বলশী (শ্রাবণ, ১৩২৮), কৃষকের আর্তনাদ (মাঘ, ১৩২৮) কৃষি বিপ্লবের সূচনা (কার্তিক, ১৩২৮), কৃষকের দুর্দশা (কার্তিক, ১৩২৯), সুদ ও রেবা (১৩৩৫ বঙ্গাব্দ), শতকরা পঁয়তাল্লিশ (বৈশাখ, ১৩৩৩), শতকরা পয়তাল্লিজের জের (আশ্বিন, ১৩৩৩) আদের্শের নিগ্রহ, বাঙালী মুসলানের ভবিষ্যৎ, আমাদের রাজনীতি (১৯৩১ইং), জিন্দু-মুসলিম প্রবলেম (১৯২৯ইং), নিষেধের বিড়ম্বনা। তাঁর রচিত পঠিত প্রবন্ধ পর্দা প্রথার সাহিত্যিক অসুবিধা, বাঙালী মুসলমানদের শিক্ষা সমস্যা-১ম ও ২য় (১৯২৭ইং ও ১৯২৮ইং), মহাত্মা আমীর আলী (১৯২৮ইং), স্যার সৈয়দ আহমদ (১৯২৮ইং), ইসলামের দাবী (১৯২৯ইং), তরুন আনসার , শিক্ষার মাপকাঠি। স্কুল পাঠ্য পুস্তকসমূহঃ সুকোমল পাঠ (১ম-৪র্থ ভাগ), নব সাহিত্য শিক্ষা ৯১ম-৪র্থ ভাগ), মুসলিম সাহিত্য শিক্ষা (১ম-৪র্থ ভাগ) সরল নিম্নগণিত (১ম ও ২য় ভাগ), বাংলা রচনা ও অনুবাদ শিক্ষা। গবেষণামূলক প্রবন্ধঃ ব্রিটিশ ভারতে মুসলমান আইন। সমালোচনাঃ নারীর অধিকার (ভাদ্র, ১৩২৮), সুলতানার স্বপ্ন (অগ্রাহায়ন, ১৩২৮)। ইংরেজীতে রচিত প্রবন্ধঃ দি প্রবলেম অব রিভার্স ইন বেঙ্গল, ‘দি হিস্ট্রি অব ডেভেলপমেন্ট অব মুসলিম ল ইন ব্রিটিশ ইন্ডিয়া (১৯৩৪খ্রীস্টাব্দে ঠাকুর ল লেকচারস এর জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পুস্তিকাকারে দাখিলকৃত)। ১৯৩৮খ্রীস্টাব্দেতিনি মৃত্যুবরণ করেন।
আব্দুল হাকিম: আব্দুল হাকিম যশোর জেলার কালিয়া থানার অন্তর্গত টোনা নামক গ্রামে জন্মগ্রহন করেন। তিনি সাবেক পূর্ব পাকিস্তান আইন সভার স্পীকার ছিলেন। তাঁর রচিত গ্রন্থঃ দি ল‘ ইয়ার (কাব্য), অগ্নিবীনা (কবি নজরুল ইসলাম রচিত কাব্যের অনুবাদ)।
ভবদেব ভট্টাচার্য: ভবদেব ভট্টাচার্য (জন্ম ১৯১২): লিখেছেন রেমিনিসেন্সস অব রোঁমারোঁলা (১৯৫২), এ্যাজ ইউ লাইক ইট (১৯৫৪), দি সায়েন্স অব পামিষ্ট্রি।
কৃষ্ণ প্রসন্ন মুখোপাধ্যায়: কৃষ্ণ প্রসন্ন মুখোপাধ্যায় ১৯০১খ্রীস্টাব্দে যশোর জেলায় জন্মগ্রহন বরেন। তাঁর রচিত গ্রন্থঃ মার্ক্লিজম (১৯৪৬), বেসিস অব পলিটিক্যাল ফিলজফি (১৯৫০), দি স্টেট (১৯৫২), থিওরী অব দি ইভলভিং স্টেট (১৯৫৪), ইমপ্লিকেন্স অব দি আইডিওলজি কনসেপ্ট (১৯৫৫) ইত্যাদি।
Authors of Greater Jessore District
তথ্য সূত্র: অজ্ঞাত