
Home মাগুরা জেলা / Magura District > মাগুরা টাউন কমিটি ও পৌরসভা / Magura Town Committee and municipalities
এই পৃষ্ঠাটি মোট 4735 বার পড়া হয়েছে
মাগুরা টাউন কমিটি ও পৌরসভা / Magura Town Committee and municipalities
মাগুরা টাউন কমিটি ও পৌরসভা
Magura Town Committee and municipalities
মাগুরা টাউন কমিটি:
১৯৬০সালে মিউনিসিপ্যাল এ্যাডমিনিষ্ট্রেশন অর্ডিন্যান্স অনুসারে। ১৯৬৫ সালের নভেম্বর মাসে মাগুরা টাউন কমিটি গঠিত হয়। টাউন কমিটি গঠন করা পূর্বে ইহা ইউনিয়ন কাউন্সিল ছিল। নির্বাচিত দশজন সদস্যর সমন্বয়ে টাউন কমিটি গঠিত ছিল। ইহার আওতাধীন সীমানা ছিল সাড়ে ৭ বর্গমাইল এবং জনসংখ্যা ১৫,০০০জন। ১৯৭৪ সালের লোক গণনা অনুসারে মাগুরা পৌরসভায় জনসংখ্যা ছিল ২০,২৪০জন।
মাগুরা মহকুমা প্রশাসক ছিলেন টাউন কমিটির প্রধান কর্মকর্তা। কমিটির চেয়ারম্যান যে সমস্ত কর্মচারীর সহায়তা কার্য পরিচালনা করতেন তারা হলেন একজন সচিব, একজন হিসাব নিরীক্ষক, একজন স্বাস্থ্যকর্মী, একজন জমাদার, ১৬১জন মেথর, একজন ওভারসীয়ার, ২জন কেরাণী, ৪জন রাজস্ব পরিদর্শক এবং ৪জন পিয়ন।
টাউন কমিটির আওতাধীন ছিল ২মাইল পাকা রাস্তা, ২মাইল আর সি, সি, রাস্তা, ২০মাইল কাঁচা রাস্তা, ২টি বাজার, ২টি কবরস্থান এবং ২টি শ্নশান ঘাট। এ ছাড়া টউন কমিটির ব্যবস্থাপনায় ছিল ১টি ডিগ্রী কলেজ, ২টি উচ্চ বিদ্যালয়, ১টি উচ্চ বালিকা বিদ্যালয়, ৫টি প্রাইমারী স্কুল, ১টি মাতৃসদন, ১টি কমিউনিটি সেন্টার, ২টি হাসপাতাল এবং ১টি টি, বি, ক্লিনিক।
মাগুরা পৌরসভা:
১৯৭২সালের বাংলাদেশ লোকাল কাউন্সিল এবং মিউনিসিপ্যাল কমিটি (সংশোধন) অধ্যাদেশ অনুসারে মাগুরা টাউন কমিটি মাগুরা পৌরসভায় রূপান্তরিত হয়। ১৯৭৩সালে পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৭২-৭৩সালে মাগুরা পৌরসভার প্রশাসকের কাছ থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা যায় যে, সেই সময় পৌরসভার বাৎসরিক গড় আয় ও ব্যয়ের পরিমাণ ছিল ১,৪০,২৮৪'৬২টাকা।
আয়ের প্রধান উৎসের মধ্যে ছিল কর থেকে ৫১,৭২৩ টাকা উন্নয়ন Works (Programme) থেকে ৩৭,০০০ টাকা এবং কনসারভেন্সী ১৯,৫৩৮ টাকা। ব্যয়ের প্রধান খাত ছিল জেনরেল এ্যাষ্টাবলষ্টিমেন্ট ১২,৪২৪টাকা, উন্নয়ন খাতে ৩৮,৪৯২'২৮ টাকা এবং স্বাস্থ্য ও পয়ঃপ্রণালী ৩৪,৪৩৬ টাকা।
১৯৭৪ সালে মাগুরা পৌরসভার জনসংখ্যা ছিল ২০,৯৪২ জন। ১৯৮১ সালে তা বেড়ে দাঁড়ায় ২৮,০০৭ জন।২ ১৯৯১ সালের লোক গণনা অনুসারে জনসংখ্যা ছিল ৪১,০০০ জন।
১৯৯২-৯৩ অর্থ বছরে মাগুরা পৌরসভার আয় ও ব্যয় ছিল ৭২,৯৬,৬২৯'৬০ টাকা।
১৯৯৩-৯৪ অর্থ বছরে মাগুরা পৌরসভায় আয় ছিল ১,২১,০০'০০০ ব্যয় হয়েছিল ১,৮৬,২৯,২৪৪ টাকা।
তথ্যসূত্র: যশোর গেজেটিয়ার