
Home রাজনীতিবিদ / Politicians > সৈয়দ মাজিদ বক্স / Syed Majid Box (1890-2003)
এই পৃষ্ঠাটি মোট 17390 বার পড়া হয়েছে
সৈয়দ মাজিদ বক্স / Syed Majid Box (1890-2003)
সৈয়দ মাজিদ বক্স
Syed Majid Box
Home District: Jessore, Keshabpur
সৈয়দ মাজিদ বকস্ ১৮৯০ খৃষ্ঠাব্দে যশোর জেলার কেশবপুর থানার ঐতিহাসিক মির্যাপুর গ্রামের সম্ভ্রান্ত পরবারে জন্মগ্রহণ করেন। আর পিতা সৈয়দ আবুল ফজল জোনায়েম বকস্ বৃত্তশালী জমিদার ও ম্যাজিষ্ট্রেট ছিলেন। তার মাতা রাবেয়া খাতুন ছিলেন উচ্চ শিক্ষিত মহিলা। সৈয়দ মাজিদ বকস্ এর পূর্ব পূরুষ ফাকের মোল্লা বাদশাহ জাহাঙ্গীরের ওস্তাদ ছিলেন ফাকের মোল্লা মির্যা সফসিকালের সাথে মুফতি হয়ে কেশবপুরের মির্যানগরে বসতি স্থাপন করেন।
সৈয়দ মাজিদ বক্স এর প্রাথমিক শিক্ষার হাতে খড়ি হয় মির্জানগরের বক্সী ওস্তাদের কাছে। তিনি যশোর জেলা স্কুল থেকে ম্যাট্রিকুলেশন কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে আই এ ও বি এ পাশ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি এল ডিগ্রী অর্জন করেন।
সৈয়দ মাজিদ বক্স ছিলেন বৃত্তশালী পরিবারের সন্তান। তিনি ছিলেন প্রজাহিতৈষি জমিদার। তিনি ছিলেন যশোরের প্রখ্যাত আইনজীবী। ৪৭ পূর্ব আমলে তিনি কলকাতায় আইন ব্যবসার সাথে জড়িত ছিলেন। দেশ ভাগের পর তিনি যশোরে আইন ব্যবসা শুরু করেন।
সৈয়দ মাজিদ বকস্ ভারতের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিত্তশালী পরিবারের সন্তান হওয়া স্বত্ত্বেও তিনি নিজে প্রতিদিন দেওয়ানী আদালরেত প্রাঙ্গনে হাতে তৈরী খদ্দর বিক্রয় করতেন। তিনি নিজে আজীবন খদ্দর ব্যবহার করেছেন। তিনি কলকাতার কৃতিছাত্র এবং পন্ডিত মানুষ ছিলেন। তার শিক্ষক ছিলেন বিজ্ঞানী আচার্য্য প্রফুল্লা চন্দ্র রায়। ব্রিটিশ আমলে সমস্ত সংকীর্ণতার উর্দ্ধে উঠে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যেসব নেতৃস্থানীয় মুসলমান ধর্ম নিরপেক্ষ কংগেসে যোগ দিয়েছিলেন তাদের মধ্যে নিঃসন্দেহে সৈয়দ মজিদ বকস্ অন্যতম। তিনি অসহযোগ ও খেলাফত আন্দোলনের সময় শোর থেকে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে স্মারণীয় হয়ে আছেন।
সৈয়দ মজিদ বকস্ ছিলেন প্রখ্যাত জনপ্রিয় নেতা। ১৯২২ থেকে ১৯২৮ সাল পর্যন্ত তিনি প্রেসিডেন্সি ও রাজশাহী ডিভিশনের সেন্ট্রাল লেজেস লেটিভ এ্যাসেম্বেলি'ল (নিউ দিল্লী) মেম্বার ছিলেন। তিনি সেন্ট্রাল লেজেস এ্যাসেম্বেলি'ল (নিউ দিল্লী) স্বরাজ পার্টির ডেপুটি লিডার ছিলেন। তিনি ১৯২৯ -৩৬ সাল পর্যন্ত ছিনাইদহ ও যশোর থেকে নির্বাচিত বেঙ্গল লেজেসলেটিভ কাউন্সিল এর মেম্বার ছিলেন। তিনি অবিভক্ত ভারতের কলকাতা করর্পোরেশনের কউন্সিলর ছিলেন। (Word no xx of calcutta) রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি মতিলাল নেহেরু, জহরলাল নেহেরু, মহাত্নাগান্ধী। সি আর দাশ, সুভাষ বসু, একে ফজলুল হক, মাওলানা ভাষানী প্রভৃতি রাজনীতিবিদের সহচার্য অর্জন করেছিলেন।
সৈয়দ মাজিদ বকস্ ১৯২০ সালৈ মাগুরা জেলার শ্রীরপুর থানার জোকা গ্রামের ঈমদাদুল হক সাহেবের কন্যা মালেকা মোবারকরাক বানুর সাথে বিবাহ বন্ধন্ধে আবদ্ধ হন। পারিবারিক জীবনে তিনি ১ ছেলে ও ১ মেয়ের জনক। তিনি কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজে শিক্ষা লাভ করেন এবং পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতোকোত্ত্বর ডিগ্রী অর্জন করেন। তিনি তৎকালীন পাকিস্তান পুলিশ সার্ভিসের সদস্য হিসেবে ঢাকা রেঞ্জের ডিআইজ এবং পাসপোর্ট ও ইমিগ্রেশন বিভাগের ডিরেক্টর জেনারেল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে তার কর্মময় জীবন অতিবাহিত করেন। তিনি ৪ ডিসেম্বর ২০০৩ সালে মৃত্যুবরণ করেন। কন্যা সৈয়দা আতিয়া আজিজ সাহিত্যিক ছিলেন। সৈয়দ মাজিদ বকস্ ১৯৬৩ সালের মার্চ মাসে মৃত্যুবরণ করেন।
সংগ্রহ: মহসিন হোসাইন