যশোর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় প্রাক্তন ছাত্রী সংঘের গুণীজন সম্মাননা - ২০১২
গত ১২ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় ঢাকার বাবুপুরা নীলক্ষেতে বৃহত্তর যশোর ভবনের আহাদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হলো যশোর সারকারী উচ্চ বালিকা বিদ্যালয় প্রাক্তন ছাত্রী সংঘ আয়োজিত গুণীজন সম্মাননা ২০১২। অনুষ্ঠানে যশোরের ৫ জন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। যারা সম্মাননা পেলেন তারা হলেন: শিক্ষায় মরহুমা মাহমুদা খাতুন, চিকিৎসায় ডা. চৌধুরী হাবিবুর রহমান, সংস্কৃতিতে কোহিনুর আক্তার সুচন্দা, সমাজসেবায় সালমা শহিদ চৌধুরী, সাহিত্যে রহমান মোহাম্মদ লুত্ফর প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ড. এম. শমশের আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি জনাব মোঃ আব্দুল আজিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব নূর মোহাম্মদ ও ঢাকা ইব্রাহিম কার্ডিয়াক হাপাতালের প্রধান নির্বাহী প্রফেসর ডা. এম. এ রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রাক্তন ছাত্রী ও সংগঠনের সভানেত্রী সালমা শহিদ চৌধুরী।
যশোর ভবনের আহাদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হচ্ছে যশোর সারকারী বালিকা বিদ্যালয় প্রাক্তন ছাত্রী সংঘ আয়োজিত গুণীজন সম্মাননা ২০১২।
মঞ্চে আসনগ্রহণ করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি, সভাপতি ও বিশেষ অতিথিগণ।
স্কুলের প্রাক্তন ছাত্রী ও সংগঠনের সভানেত্রী সালমা শহিদকে ক্রেস্ট প্রদান করছেন বিচারপতি জনাব মোঃ আব্দুল আজিজ।
সালমা শহীদকে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন যশোর সমিতির সভাপতি ও ইব্রাহিম কার্ডিয়াক হাসপতালের প্রধান নির্বাহী প্রফেসর ডা. এম. এ রশিদ।
বক্তব্য রাখছেন সালমা শহিদ চৌধুরী।
বিশিষ্ট কথা সাহিত্যিক, যশোর সমিতির মহাসচিব ও লাজফার্মার সত্বাধিকারী জনাব লুত্ফর রহমানকে ক্রেস্ট প্রদান করছেন সমাজসেবী সালমা শহিদ চৌধুরী।
বিশিষ্ট কথা সাহিত্যিক, যশোর সমিতির মহাসচিব ও লাজফার্মার সত্বাধিকারী জনাব লুত্ফর রহমানকে ক্রেস্ট প্রদান করছেন সমাজসেবী সালমা শহিদ চৌধুরী।
জনাব মোহাম্মদ লুত্ফর রহমানকে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন সালমা শহিদ চৌধুরী।
জনাব মোহাম্মদ লুত্ফর রহমানকে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন সালমা শহিদ চৌধুরী।
বক্তব্য রাখছেন জনাব মোহাম্মদ লুত্ফর রহমান।
বক্তব্য রাখছেন জনাব মোহাম্মদ লুত্ফর রহমান।
বক্তব্য রাখছেন চলচ্চিত্র অভিনেত্রী, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, সাংবাদিকসহ বহুমুখী প্রতিভার অধিকারী মঞ্জুশ্রী বিশ্বাস।