শেখ আফিল উদ্দিন / Sheikh Aphila Uddin (1966) - Jessore-1
শেখ আফিল উদ্দিন Sheikh Aphila Uddin নির্বাচনী এলাকার নাম ও নম্বর
৮৫ যশোর-১
যশোর জেলার শার্শা উপজেলা নিয়ে গঠিত যশোর-১ নির্বাচনী এলাকা। এ এলাকায় আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের জন্ম ১৯৬৬ সালের ৬ মে খুলনা জেলার ফুলতলা উপজেলার বুড়িয়াডাঙ্গা গ্রামে। পিতার নাম মরহুম শেখ আকিজ উদ্দিন এবং মাতা ছকিনা বেগম। পিতা বিশিষ্ট শিল্প উদ্যোক্তা এবং বহু প্রতিষ্ঠান সৃষ্টির প্রাণ পুরুষ ছিলেন। শেখ আফিল উদ্দিন বরিশালের এ, কে স্কুর হতে এসএসসি, আদর্শ কলেজ, ঢাকা হতে উচ্চ মাধ্যমিক পাশ করে লন্ডনের ওয়েস্ট কোস্ট বিশ্ববিদ্যালয় হতে বিবিএ পাশ করেন। এরপর তিনি পিতার পেশায় যোগদান করেন। বর্তমানে তিনি আফিল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর। তিনি ২০০১ সালে আনুষ্ঠানিকভাবে জননেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে ঐ সালেই জাতীয় নির্বাচনে জনাব আফিল উদ্দিন বিপুল ভোটে জয়লাভ করেন। বর্তমানে তিনি বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য। সংসদ সদস্য নির্বাচিত হবার পর তিনি তাঁর নিজ এলাকায় বহু কল্যাণমূলক কর্মকান্ডে নেতৃত্ব দেন। তিনি ২৪টি প্রাথমিক বিদ্যালয় ভবন ও ৮টি মাধ্যমিক বিদ্যালয়ে ভবন নির্মাণ করেন। তাঁর প্রকল্প হিসেবে ১০টি হাইস্কুল, ৫টি কলেজ ও ৫টি মাদ্রাসাকে পাকা ভবন বা বিল্ডিং করা হবে, যার কাজ এগিয়ে চলেছে। এছাড়া তাঁর এলাকার অসংখ্য রাস্তাঘাট নির্মাণ বা সংষ্কার করা হচ্ছে। তাঁর নিজস্ব অর্থায়নে নির্বাচনী ওয়াদা মোতাবেক নিজ নামে তিনি তাঁর এলাকায় আফিল জুট উইভিং মিলস লিঃ নামে একটি মিল চালু করেছেন। এখানে তিনি ২০০০ অধিক সংখ্যক মহিলার কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন যেটা তার নির্বাচনী ওয়াদা ছিল। স্থানীয় জনসাধারণেল সেবাদান, গ্রাম্য অর্থনীতির উন্নয়ন, বিনিয়োগের পরিবেশ সৃষ্টি ও পরিবেশ বান্ধব অবস্থা সৃষ্টি করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। জাতীয় পর্যায়ে জনাব আফিল বঙ্গবন্ধু কৃষি স্বর্ণপদক, মৎস উৎপাদনে স্বর্ণপদক এবং চামড়া রপ্তানিতে স্বর্ণপদক লাভ করেন। লেখাপড়ায় গুণগত মানসম্পন্ন হতে, আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে, টেকনিক্যাল কাজ শিখে নিজের জীবিকা নির্বাহ ও দেশের জন্য কাজ করে যেতে তিনি তরুণ প্রজন্মের ছেলেমেয়েদের আহবান জানান। জনাব আফিল উদ্দিনের সহধর্মিণী মিসেস তাহেরা সোবহা একজন স্নাতকোত্তর ডিগ্রিধারী গৃহবধু। এ পরিবারের তিনছেলে। বড় ছেলে শেখ তামিম উদ্দিন ‘ও’ লেভেলে পড়ছে। মেজো ছেলে শেখ কুতুবউদ্দিন ও ছোট ছেলে শেখ আকনান উদ্দিন প্রাথমিকের ছাত্র। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ ইউরোপের গুরুত্বপুর্ণ দেশ সমূহ, অস্ট্রেলিয়া, সার্ক দেশসমূহ, থাইল্যান্ড, সিংগাপুর, চীন, মালয়েশিয়া সহ বহু দেশ জনাব আফিল সফর করেছেন। অবসরে জনাব আফিল নতুন প্রযুক্তি এবং নতুন কর্মসংস্থানের জন্য চিন্তাভাবনা করে থাকেন।
Sk. Afil Uddin
Party -Bangladesh Awami League
Term -Second
Date of Birth -06.05.1966
Education -HSC
Profession - Poultry Firm, Printing, Paper Mill Business