গোপালগ্রাম শাহি মসজিদ মসজিদটির বয়স আনুমানিক ৪০০ বছর। কথিত আছে, সম্রাট আকবরের শাসনামলে শালিখা উপজেলার গোপাল গ্রামের কলিমুদ্দিন শিকদার মসজিদটি নির্মাণ করান। মসজিদটির ওপরে একটি বড় গম্বুজ এবং চারপাশে চারটি মিনার আছে। ভেতরের আয়তন ৩০ বর্গফুট।
অবস্থান: মাগুরা > শালিখা > গোপাল গ্রাম
দূরত্ব:
যাতায়াতের মাধ্যম: বাসস্টান্ড থেকে নেমে টেম্পো, ভ্যান বা ইজিবাইকে মসজিদে যাওয়া যায়। ভাড়া ২০ টাকা।
তালখড়ি জমিদার বাড়ি ও লোকনাথ আশ্রম এই বাড়ির নির্মাতা শ্রীসম্ভুনাথ ভট্টাচার্য্য। তিনি শ্রীলোকনাথ গোস্বামীর বংশধর। এই বাড়ি ১৩৩৫ বঙ্গাব্দে নির্মিত। এই বাড়ির সামনেই লোকনাথ গোস্বামীর জন্মপিঠ। এর পাশেই রয়েছে অন্য একটি জমিদার বাড়ি। যার নির্মাতা জমিদার দুর্গাচরণ। এটি ১৩০৭ বঙ্গাব্দে নির্মিত।
হিন্দু ধর্মের অন্যতম মহাপুরুষ লোকনাথ গোস্বামী তালখড়িতে আনুমানিক ১৪৮৩ -৮৪ খ্রি. জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম পদ্মনাভ। শ্রীগৌরঙ্গ লোকনাথের বাড়িতে এসেছিলেন। রাজশাহীর জমিদার পুত্র নরোত্তম বিলাশের সমাধি তালখড়িতে রয়েছে।
অবস্থান: মাগুরা থেকে ১৯ কি. মি দক্ষিণ-পশ্চিমে তালখড়িতে অবস্থিত এই জমিদার বাড়ি।