
Home রাজনীতিবিদ / Politicians > এম. আসাদুজ্জামন মিয়া / M. Asaduzzaman Mia (1914-1946)
এই পৃষ্ঠাটি মোট 17404 বার পড়া হয়েছে
এম. আসাদুজ্জামন মিয়া / M. Asaduzzaman Mia (1914-1946)
এম. আসাদুজ্জামন মিয়া
M. Asaduzzaman Mia
Home District: Narail, Kalia
এম.আসাদুজ্জামান মিয়া আনুমানিক ১৯১৪ সালে কালিয়া উপজেলার প্রাচীন কেলাবাড়ি বা বর্তমান কলাবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা স্বনামধন্য দবিরউদ্দিন আহমদ মোল্লা ওরফে দুদু মিয়া। তিনি প্রথমে কালিয়া উচ্চ বিদ্যালয়ে পড়াশুনা করেন। এক পর্যায়ে ঢাকা জগন্নাথ মহাবিদ্যালয়ে ভরতি হন। কিন্ত সেকালের বিখ্যাত রাজনীতিকদের সংস্পর্শে বিশেষত শেরে বাংলা ফজলুল হকের প্রভাবে তিনি মোক্তারি পাশ করেন। এবং রাজনীতিতে প্রবেশ করেন।তার রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন বিখ্যাত সৈয়দ নওশের আলি ও আবদুল হাকিম। তিন জনই ছিলেন কৃষকপ্রজা পার্টির নেতা। গত শতাব্দীর চল্লিশ দশকের একেবারে প্রথম দিকে এম আসাদুজ্জামান মিয়া নড়াইল টাইন কমিটি নির্বাচনে মুসলমানদের মধ্যে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন। এই টাউন কমিটি হলো অধুনা নড়াইল সিটি কর্পোরেশন। তার এই নির্বাচনী বিজয়ে সৈয়দ নওশের আলি সাহেবের বিশেষ অবদান ছিল। সৈয়দ নওশের আলির প্রভাবে মুসলিম ও নম:শূদ্র ভোটাররা আসাদ মিয়াকে ভোট দেন। নড়াইলের জমিদার ও কংগ্রেস নেতা কিরণচন্দ্র রায়বাহাদুর ঘোড়ায় চড়ে গিয়ে এসডিও অফিসে আসাদুজ্জামানকে স্বাগত জানান। ঊল্লেখ্য, রায়বাহাদুর ইতোপূর্বেই নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে গিয়েছিলেন। আইন ব্যবসায় আসাদুজ্জামান নড়াইলে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। এম আসাদুজ্জামান দেশ বিভাগের পূর্বেই অকালে মৃত্যুবরণ করেন। আসাদুজ্জামানের একমাত্র পুত্র আনোয়ারুজ্জামান আইডাব্লিউটিএ-এর মহাপরিচালক ছিলেন। তিনি এখন ঢাকায় অবসর জীবনযাপন করছেন।
সংগ্রহ: মহসিন হোসাইন