
Home দৃষ্টিপাত (Visibility) > নড়াইলে স্কুলছাত্রীকে ধর্ষণ, স্কুলে যাওয়া বন্ধ
এই পৃষ্ঠাটি মোট 7470 বার পড়া হয়েছে
নড়াইলে স্কুলছাত্রীকে ধর্ষণ, স্কুলে যাওয়া বন্ধ
নড়াইল সদর উপজেলার দত্তপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করে ভিডিওচিত্র ধারণ করেছে বখাটেরা। উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সাগরসহ তার দুই সহযোগী ওই ছাত্রীর ধর্ষণের ভিডিওচিত্র ইন্টারনেটে ও বিভিন্ন মোবাইল ফোনে ছড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সাগর (২৫), মোস্তাকিমুর রহমান সান্টু (২৫) ও মুকুল (৩০)-এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তিন আসামির মধ্যে সাগরকে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে রবিবার বিকেলে নড়াইল সদর হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা শেষ হয়েছে। এ মামলার বাদী ওইছাত্রীর মা জানান, সমপ্রতি রামচন্দ্রপুর গ্রামের মুকুলের ঘরে আটকে রেখে বখাটে সাগর তার মেয়েকে ধর্ষণ করেছে। এ দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করা হয়। মুকুল ও সান্টু তাকে (সাগর) সহযোগিতা করে। ঘটনাটি প্রথমে জানাজানি না হলেও পরে ভিডিওচিত্র মোবাইল ফোনে ও ইন্টারনেটে ছড়িয়ে দেয়া হলে তা জানাজানি হয়ে যায়। পাশবিক নির্যাতনের শিকার মেয়েটি লোকলজ্জার ভয়ে প্রথমে গোপন রাখতে চাইলেও পরে ঘটনাটি তার মাকে জানায়।
তিনি জানান, ধর্ষণের এ ভিডিওচিত্র ছড়িয়ে পড়ায় বিদ্যালয়ে যেতে পারছে না তার মেয়ে। বাড়িতে কান্নাকাটি করেই তার দিন কাটছে। মেয়েটির মুদি দোকানি বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, মেয়ের এ ঘটনা (ধর্ষণ) সহ্য করা যায় না।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই মানিক চন্দ্র জানান, মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ মামলার আসামি সান্টুকে গ্রেফতারের করার পর অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
তথ্যসূত্র: যশোরনিউজ২৪