
Home দৃষ্টিপাত (Visibility) > মাগুরা পৌর মেয়রের ইন্তেকাল
এই পৃষ্ঠাটি মোট 3855 বার পড়া হয়েছে
মাগুরা পৌর মেয়রের ইন্তেকাল
মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন (৭৪) আজ বেলা ১১টায় ঢাকা হলি ফ্যামেলি হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি........রাজেউন)। পারিবারিক সূত্র জানান, শ্বাসকষ্টজনিত অসুখে আক্রান্ত হয়ে তিনি ঢাকার হলি ফ্যামেলি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই আজ সকালে তার মৃত্যু হয়।
আলতাফ হোসেন ১৯৭৮ সালে তৎকালীন মহকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে সময়ে ২০০৪ সাল পর্যন্ত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তৎপরবর্তীতে সময় থেকে মৃত্যুর আগ পর্যন্ত জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। আলতাফ হোসেন জেলায় একজন ত্যাগী নেতা ও খ্যাতিমান সংগঠক হিসাবে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। সকালে তার মৃত্যু সংবাদ শহরে পৌঁছালে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি ৪ কন্যা ১ পুত্র সন্তান রেখে গেছেন। তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক. সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। আগামীকাল দুপুর ২টায় মাগুরা শহরের নোমানী ময়দানে নামাজে জানাজা শেষে তাকে পৌর গোরস্থানে দাফন করা হবে।