
Home দৃষ্টিপাত (Visibility) > যশোরে বস্তি উচ্ছেদের প্রতিবাদে সড়ক অবরোধ
এই পৃষ্ঠাটি মোট 7491 বার পড়া হয়েছে
যশোরে বস্তি উচ্ছেদের প্রতিবাদে সড়ক অবরোধ
মঙ্গলবার দুপুরে যশোরের উপশহর ট্রাক স্ট্যান্ড বস্তি উচ্ছেদ পরিকল্পনার প্রতিবাদে রাস্তায় নেমেছে প্রায় ৫শ’ পরিবার। তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে। এ সময় কয়েকশ’ নারী, পুরুষ ও শিশু ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নেমে এসে যশোর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে।
অবরোধকারীরা প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভকারীদের দাবি, দুই দশকেরও বেশি সময় ধরে তারা ওই বস্তিতে বসবাস করছেন। কোনো রকম পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা হলে ৫শ’ পরিবারের দুই হাজার মানুষের তাদের রাস্তায় গিয়ে দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। বিক্ষোভকারী জানান, ২১ বছর আগে অন্য বস্তি থেকে তাদেরকে উচ্ছেদ করে উপশহর ট্রাক স্ট্যান্ডে বসানো হয়। কিন্তু এবার কোনো ব্যবস্থা না করেই উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে।
এদিকে, বস্তি উচ্ছেদের উদ্যোগ নেওয়া যশোর হাউজিং স্টেট কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারের আবাসন প্রকল্পের আওতায় ওই জমিতে ৪টি দশতলা ভবন নির্মাণ করা হবে। এ জন্য অবৈধ ওই বস্তি উচ্ছেদ করা হচ্ছে। প্রায় ৪২ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এজন্য উপশহর ট্রাক স্ট্যান্ডের গণপূর্ত বিভাগের নিজস্ব জমি (ওই বস্তি নির্ধারণ করা হয়েছে। বস্তি উচ্ছেদ না হওয়া পর্যন্ত কাজ শুরু করা যাচ্ছেনা।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, পুনর্বাসনের দায়িত্ব গণপূর্ত বিভাগের নয়। তারপরও উপশহর লেকের পাড়ে পুনর্বাসনের বিকল্প ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু ওই এলাকার মানুষের আপত্তির কারণে তা সম্ভব হয়নি।