
Home দৃষ্টিপাত (Visibility) > বেনাপোল বন্দরে ১০০ কোটি টাকার ক্ষতি
এই পৃষ্ঠাটি মোট 7557 বার পড়া হয়েছে
বেনাপোল বন্দরে ১০০ কোটি টাকার ক্ষতি
মোঃ আনিছুর রহমান: দেশের সর্বোবৃহৎ স্থল বন্দর বেনাপোল ৩ দিন হরতাল সহ ১ দিন ভারত ও ১দিন বাংলাদেশের সরকারি ছুটি থাকায় আমদানি রপ্তানি স্থবীর হয়ে পড়েছিল। বুধবার সকাল থেকে বেনাপোল বন্দরের কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় কর্মচাঞ্চল্য প্রান ফিরে পেয়েছে।
বসে থাকা শ্রমিকরা আজ সকাল থেকে আমদানি রপ্তানি পন্য লোড আনলোড সহ নানান কাজে ব্যাস্ত সময় পার করছে। বেনাপোলে আটকে থাকা পাসপোর্ট যাত্রীরা তাদের নির্দিষ্ট গন্তব্যে ফিরতে শুরু করেছে এর ফলে দেখা দিয়েছে ভয়াবহ জানযট।
বেনাপোল বন্দরের প্রতিটি গেটে দাড়িয়ে আছে ট্রাক, কাভার্ডভ্যান ও ইন্ডিয়ান লরীর দির্ঘ্য লাইন। হরতাল সহিংসতা ও বেনাপোল আওয়ামিলীগের দু গ্র“পে ব্যাপক বোমাবাজি ধাওয়া পাল্টা ধাওয়ার কারনে বন্দর ছিল একটানা পাঁচদিন অচলাবস্থা। বন্দরে আমদানিকৃত পন্য আনলোড করতে ভারতের পেট্রোপোল থেকে বেনাপোল বন্দরের গেটে যত্র তত্র গাড়ি গুলো পন্য নিয়ে দাড়িয়ে আছে। সবদিক বিবেচনা করে বন্দরে প্রায় ২ হাজার শ্রমিক সকাল থেকে বিরামহীন ভাবে কাজ করে যাচ্ছে। হরতালের কারনে পন্য বোঝাই করে ও মালামাল নিয়ে ট্রাক ড্রাইভাররা বেনাপোল বন্দর ছেড়ে যায়নি। ফলে সাধারন যানজটের থেকে মহা জানযটের স্রষ্টি হয়েছে। বেনাপোল থেকে গার্মেন্টস সামগ্রী মালামাল ঢাকা চিটাগাং সময়মতো পৌছাতে না পারায় শিল্প ইন্ডাষ্ট্রিজগুলির ব্যাপক ক্ষতি হয়েছে।
ফ্যাশান গার্মেন্টেসের মালিক বাহারুল ইসলাম জানান সময়মতো তাদের গার্মেন্টসের কাঁচামাল পৌছাতে না পারায় তাদের অর্ডার বাতিল হয়ে যেতে পারে।
বন্দর এলাকায় ঘুরে দেখা যায় শত শত ট্রাক মাল ডেলিভারি নেওয়ার জন্য বন্দরের গেটে অপেক্ষা করছে। অনেক আমদানি কারক বলেন তাদের ক্ষতি পুষিয়ে নিতে বন্দরে সময় বাড়ানোর জন্য দাবি জানিয়েছে।
বেনাপোল বন্দরের কাষ্টমস সুত্র জানায় টানা পাঁচদিন বেনাপোল বন্দর অচলাবস্থা থাকায় সরকারের রাজস্ব ঘাটতি হবে ১০০ কোটি টাকা। চলতি অর্থবছরে বেনাপোল বন্দরে রাজস্ব আয়ের লক্ষমাত্রা নির্ধারন ছিল ২৬৬০ কোটি টাকা কিন্তু ঘন ঘন হরতাল থাকায় রাজস্ব আয়ে বড় ধরনের ধ্বস নামতে শুরু করেছে।
হরতাল ও শ্রমিক অসন্তোষের কারনে ইদানিং আমদানি রপ্তানি অনেক কমে গেছে। আগে প্রতি দিন ৩৫০-৪০০ ট্রাক ভারতীয় মালামাল আমদানি হতো এবং ২০০-২৫০ ট্রাক মাল ভারতে রপ্তানি হতো। সেখানে কমে দাড়িয়েছে আমদানি মাল ২৫০ ট্রাক ও রপ্তানি মাল ৮০-৯০ ট্রাক। বেনাপোল কাষ্টমস কর্মকর্তা আকবর হোসেন জানান রাজস্ব আয়ে এখোনো ৪০০ কোটি টাকা ঘাটতি রয়েছে।