
Home দৃষ্টিপাত (Visibility) > বেহাল অবস্থা যশোরের বাঘারপাড়া থেকে ঝিনাইদহের কালীগঞ্জ সড়ক: চরম দূর্ভোগে মানুষ
এই পৃষ্ঠাটি মোট 15112 বার পড়া হয়েছে
বেহাল অবস্থা যশোরের বাঘারপাড়া থেকে ঝিনাইদহের কালীগঞ্জ সড়ক: চরম দূর্ভোগে মানুষ
বেহাল অবস্থা যশোরের বাঘারপাড়া থেকে ঝিনাইদহের কালিগঞ্জ সড়কটি। দীর্ঘদিন সংস্কার না করায় সড়কটির প্রায় ১০ কিলোমিটার রাস্তা চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছে। বর্তমান সরকারের আমলে দুই বছর আগে প্রথমবারেরমত ভাঙ্গা সড়কটির কিছু অংশে মেরামত কাজ হলেও, বাকি অংশ মেরামতের উদ্যোগ না নেয়ায় এই বাজে অবস্থার সৃষ্টি হয়েছে। বিুব্ধ এলাকাবাসীর দাবি, দ্রুত ভাঙ্গা সড়কটি মেরামত করা হোক। সংশ্লিষ্ট কর্তৃপ বলছেন, সড়কটি মেরামতের জন্য সরকারের কাছে এক কোটি টাকা অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে।
মারাত্মক ঝুঁকি এবং অবর্ণনীয় কষ্ট স্বীকার করে যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর, বন্দবিলা, জহুরপুর ও খাজুরা এলাকার অসংখ্য মানুষ বাঘারপাড়া থেকে কালীগঞ্জ সড়কটি দিয়ে যাতায়াত করেন। কষ্টসাধ্য যাতায়াতে নানা ফসল উৎপাদনকারী এ অঞ্চলের মানুষের, কৃষিপন্য বাজারজাত করতে গিয়ে একদিকে গুনতে হচ্ছে অতিরিক্ত পরিবহন ভাড়া, অন্যদিকে সহ্য করতে হচ্ছে অসহনীয় দুর্ভোগ। এ ধরনের পথে গর্ভবতী মহিলা ও সাধারণ রোগী যাতায়াত করাও বিপজ্জনক। এছাড়া ঘটছে নানা দূর্ঘটনা। বছরের পর বছর ধরে সড়কটি সংস্কার না হওয়ায় স্থানীয় সংসদ সদস্যের উপর ুব্ধ এলাকার মানুষ।
বাঘারপাড়ার তিনটি ইউনিয়নের মানুষের যাবতীয় কাজে, উপজেলায় যাতায়াতের একমাত্র রাস্তা এটি। দীর্ঘ দিন ধরে সড়কটির এ অবস্থার কারনে আইনশৃংখলা রা বাহিনীর চোখ ফাঁকি দেয়া সহজ হওয়ায়, এলাকায় ডাকাতিসহ অপরাধ প্রবণতাও বেড়ে গেছে। তাই এই অবস্থা থেকে মুক্তি পেতে স্থানীয় রায়পুর ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ নেতা মঞ্জুর রশিদ স্বপন রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি তুললেন।
বাঘারপাড়া থেকে ঝিনাইদহের কালিগঞ্জ পর্যন্ত এই সংযোগ সড়কটির দৈর্ঘ্য ৩৩ কিলোমিটার। এর মধ্যে ১৮ কিলোমিটার পড়েছে যশোর জেলার আওতায়। দুই বছর আগে এক কোটি ২০ লাখ টাকা ব্যয়ে সড়কটির ৬ কিলোমিটার সংস্কার করা হয়েছে। বাকি অংশ সংস্কারের জন্য উর্দ্ধোতন কর্তৃপরে কাছে এক কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে বলে জানিয়েছেন, যশোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হায়দার।
অবিলম্বে এই সড়কটির মেরামত কাজ সম্পন্ন করে, এ অঞ্চলের মানুষের দূর্ভোগ দূর করা হবে এমনটাই প্রত্যাশা সবার।#
তরিকুল ইসলাম তারেক