
Home রাজনীতিবিদ / Politicians > এম এম আমিন উদ্দিন / M. M Amin Uddin (1946)
এই পৃষ্ঠাটি মোট 16905 বার পড়া হয়েছে
এম এম আমিন উদ্দিন / M. M Amin Uddin (1946)
এম. এম. আমিন উদ্দিন
M. M Amin Uddin
Home District: Jessore, Abhaynagar, Noapara
যশোর - ৪
আসন - ৮৮
জাতীয় সংসদের যশোর-৪ আসনে চারদলীয় ঐক্যজোটের মনোনয়নে নাজিউর রহমানের নেতৃত্বাধীন জাতীয় পার্টি থেকে ১২৬৫৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এম এম আমিন উদ্দীন। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন। তার প্রাপ্য ভোট ছিল এই আসনে প্রদত্ত মোট বৈধ ভোটের ৫২.৭২ শতাংশ। আওয়ামী লীগের প্রার্থী সোলায়মান হক জোয়ারদারকে তিনি ২৪৫২৫ ভোটের ব্যবধানে পরাজিত করেন।
পরিচয়ঃ
যশোরের অভয়নগরের ধোপাদীতে ১৯৪৬ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন এম এম আমিন উদ্দীন। তার পিতা মরহুম মোসাব উদ্দিন মোল্যা। তিনি দৌলৎপুর বজলাল বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং শরীরচর্চা প্রশিক্ষণ মহাবিদ্যালয় থেকে বিপিএড পাশ করেন। পেশায় কৃষিজীবী ও ব্যবসায়ী জনাব আমিন উদ্দিন তিন পুত্র ও তিন কন্যার জনক।
রাজনীতি ও অন্যান্যঃ
এবারই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এম এম আমিনউদ্দিন। ছাত্রজীবনে জড়িত ছিলেন তৎকালীন ছাত্রলীগের সঙ্গে। ১৯৫৭ সালে তিনি থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এরপর যোগ দেন মূল দল আওয়ামী লীগে। ১৯৬৯ সালে তিনি জেলা আওয়ামী লীগের সদস্য ও থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১৯৭২ সালে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কাউন্সিলর ছিলেন তিনি। ১৯৮৯ সালে তিনি যোগে দেন জাতীয় পার্টিতে। জাতীয় পার্টি তিন ভাগে বিভক্ত হয়ে পড়লে তিনি যোগ দেন নাজিউর রহমানের নেতৃত্বাধীন জাতীয় পার্টিতে। বর্তমানে তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য। শিক্ষাসমাপ্তির পর একটি মাধ্যমিক স্কুলে তিনি ৯ বছর শিক্ষকতা করেন। তিনি একটানা ২০ বছর নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। নিরক্ষরতা দূরীকরণে অবদান রাখার জন্য ১৯৮১ সালে তিনি স্বর্ণপদক লাভ করেন। বর্তমানে তিনি ধোপাদী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্যদের সভাপতি, নওয়াপাড়া কলেজ ও হিযবুল্লাহ মাদ্রাসার গভর্নিং বডির সদস্য এবং মুনশী আফছার উদ্দিন ওয়াকফ এস্টেটের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
ঠিকানাঃ
(স্থায়ী) ধোপাদি, নওয়াপাড়া, অভয়নগর, যশোর।
ফোনঃ (০৪২২২) ২৪৪।