
Home দৃষ্টিপাত (Visibility) > নড়াইলের একটি গ্রামে তিনবছর ধরে গ্যাস উঠছে
এই পৃষ্ঠাটি মোট 3969 বার পড়া হয়েছে
নড়াইলের একটি গ্রামে তিনবছর ধরে গ্যাস উঠছে
নড়াইল সদর উপজেলার বলরামপুর গ্রামে একটি টিউবওয়েলের পাইপ দিয়ে তিনবছর ধরে গ্যাস উঠছে। এদিকে, গত তিনমাস ধরে পার্শ্ববর্তী আরেকটি

বলরামপুর গ্রামের তহিদুর রহমান জানান, প্রায় তিনবছর ধরে তাদের টিউবওয়েলে গ্যাস উঠছে। গ্যাসের চাপে টিউবওয়েলটি খুলে রেখে পাইপের মুখে মাটিচাপা দেয়া হয়েছে। তবুও প্রতিনিয়ত শব্দ হচ্ছে। গ্যাসের গন্ধও আছে। পাইপের মুখে বেলুন ধরলে মুহুর্তেই তা ফুলে ওঠে। তিনি (তহিদুর) আরো জানান, শুষ্ক মওসুমে গ্যাসের চাপ বেড়ে যায়।
এদিকে, বলরামপুর গ্রামের প্রায় আধা কিলোমিটারের মধ্যে আরেকটি টিউবওয়েলে এই অবস্থার (গ্যাসের চাপ) সৃষ্টি হয়েছে। ওই গ্রামের (বলরামপুর) আব্দুর রশিদ বিশ্বাস জানান, প্রায় তিনমাস ধরে তাদের টিউবওয়েল দিয়েও গ্যাস উঠছে। এখনও তা অব্যাহত রয়েছে। সারাক্ষণ বুদবুদ আর শো শো শব্দে আতঙ্কে আছেন। আশেপাশের টিউবওয়েলগুলোতেও ঠিকমত পানি না পাওয়ায় দুর থেকে পানি আনতে হচ্ছে। আব্দুর রশিদের স্ত্রী হালিমা বেগম বলেন, কিছুদিন রান্না করেছি। খুব দ্রুত রান্না হয়ে যায়। চাপ বেশি থাকায় অনেক বেশি আগুনের সৃষ্টি হয়। ভয়ে ওই গ্যাসে আর রান্না করিনি। পরিবারের অপর সদস্য রবিউল ইসলাম ও কাজল খাতুন বলেন, বর্তমানে গ্যাসের চাপ বেশি থাকায় টিউবওয়েলের পাইপে পলিথিন বেঁধে রেখেছি। চারিদিকে ইট দিয়ে ঘিরে দেয়া হয়েছে। দুর-দুরান্তের লোকজন প্রায়ই দেখতে আসছেন। এখন সরকারি ভাবে পরীক্ষা-নিরিক্ষা প্রয়োজন বলেও মনে করেন তারা।
পার্শ্ববর্তী চারিখাদা গ্রামের আলেয়া বেগম ও চানপুর গ্রামের গুলশান আরা বলেন, এখানে (বলরামপুর) গ্যাস উঠছে শুনে দেখতে এসেছি। চারিখাদা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক সুকুমার বিশ্বাস বলেন, এখানে গ্যাসের সম্ভাবনা আছে বলে প্রতীয়মান হচ্ছে। নড়াইল জেলা প্রশাসক জহুরুল হক বলেন, বলরামপুর গ্রামে টিউবওয়েল দিয়ে গ্যাস বের হচ্ছে বলে জানতে পেরেছি। এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) রিপোর্ট করতে বলা হয়েছে।
সূত্র: যশোরনিউজ২৪.কম