
Home দৃষ্টিপাত (Visibility) > যশোরে সরকারি হলো ৫৭০ রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়
এই পৃষ্ঠাটি মোট 7653 বার পড়া হয়েছে
যশোরে সরকারি হলো ৫৭০ রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়
অবশেষে যশোরের ৫শ’ ৭০টি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় সরকারি হয়েছে। এ নিয়ে খুলনা বিভাগের ১০ জেলার ৩ হাজার ৪শ’ ৪৯টি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় সরকারি হলো।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আবুল কালাম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে। ১ জানুয়ারি ২০১৩ হতে এটা কার্যকরী হবে।
গত বছরের শেষের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৩৬ হাজার বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের ঘোষণা দেন। অনেক যাচাই বাছাইয়ের পর বৃহস্পতিবার খুলনা বিভাগের ১০ জেলার সরকারিকরণকৃত ৩ হাজার ৪শ’ ৪৯ বিদ্যালয়ের নামের তালিকা প্রকাশ করা হয়।
এ সময় উল্লেখ করা হয় স্কুল পরিচালনার পুরাতন কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গঠন করতে হবে। এখন থেকে বিদ্যালয়ের জমিসহ সমস্ত সম্পত্তি সরকারের কাছে ন্যস্ত হয়েছে বলে গণ্য হবে। তাছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থী অনুপাতে শিক্ষকের পদ সৃষ্টি করে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করবে সরকার।
সরকারিকরণকৃত বিদ্যালয়ের মধ্যে যশোর জেলায় ৫শ’ ৭০টি, খুলনা জেলায় ৪শ’ ৮৮টি, কুষ্টিয়ায় ৩শ’ ২৫টি, চুয়াডাঙ্গায় ১শ’ ৬২টি, ঝিনাইদহে ৪শ’ ৪৬টি, নড়াইলে ১শ’ ৭৬টি, বাগেরহাটে ৫শ’ ৪টি, মাগুরায় ২শ’ ১৯টি, মেহেরপুরে ১শ’ ৩১টি এবং সাতক্ষীরায় ৪শ’ ২৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
যশোর জেলার ৫শ’ ৭০টি বিদ্যালয়ের মধ্যে অভয়নগর উপজেলায় সরকারি হয়েছে ৪৭টি, কেশবপুরে ৭৭টি, চৌগাছায় ৭০টি, ঝিকরগাছায় ৫১টি, যশোর সদরে ১শ’ ৫টি, বাঘারপাড়ায় ৩৪টি, মণিরামপুরে ১শ’ ৩৬টি এবং শার্শা উপজেলায় ৪২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
অবশিষ্ট বেসরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ পরবর্তীতে সরকারি হবে বলে সূত্র জানিয়েছে।