
Home দৃষ্টিপাত (Visibility) > আজ মাইকেল মধুসূদন দত্তের ১৪০ তম মৃত্যুবার্ষিকী
এই পৃষ্ঠাটি মোট 7545 বার পড়া হয়েছে
আজ মাইকেল মধুসূদন দত্তের ১৪০ তম মৃত্যুবার্ষিকী
আজ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৪০ তম মৃত্যুবার্ষিকী। দিবসটি পালন উপলক্ষ্যে কেশবপুরের সাগরদাঁড়ির মধুসূদন একাডেমীর পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে দুপুরে সাগরদাঁড়িস্থ মধুমূর্তিতে মাল্যদান,

সন্ধ্যায় সাগরদাঁড়ির মধুমঞ্চে মধুসূদন স্মরণ সমাবেশ, সংবর্ধনা, মধধূগীতি ও দৃশ্যনাট্য।
মধুসূদন একাডেমীর পরিচালক কবি খসরু পারভেজ জানান, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য কবির জন্মস্থান কপোতাক্ষ নদের তীরবর্তী সাগরদাঁড়ি কবির আবক্ষমূর্তিতে দুপুর ২ টায় মাল্যদান এবং সন্ধ্যা ৬ টা থেকে মধু মঞ্চে কবির সৃষ্টি ও সাহিত্য কর্মের উপর দেশ বিদেশী কবি সাহিত্যিকদের অংশ গ্রহনে আলোচনা, সংবর্ধনা, আবৃত্তি, মধুগীতি, দৃশ্যনাট্য অনুষ্ঠিত হবে।
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার আবু সায়েদ মোঃ মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কানাই সেন, কলকাতার মতিঝিল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অমিতাভ চক্রবর্তী, কবি সাধন কুমার ঘোষ।
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম ১৮২৪ সালের ২৫ জানুয়ারী জমিদার পিতা রাজনারায়ন দত্ত ও মাতা জাহ্নবী দেবীর ঘরে। ১৮৭৩ সালের ২৯ জুন কলকাতার আলীপুর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
উল্লেখ্য, মধুসূদনের জন্মবার্ষিকী প্রতিবছর সংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় ৭ দিনব্যাপী মহা ধুমধামের সাথে পালিত হলেও তার মৃত্যুবার্ষিকীতে সরকারি ভাবে কোন কর্মসূচী না থাকায় মধুপ্রেমীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মাইকেল মধুসূদ দত্তের জীবনী