
Home দৃষ্টিপাত (Visibility) > নড়াইলের কালিয়ায় নদী ভাঙ্গন চরম আকার ধারণ
এই পৃষ্ঠাটি মোট 15173 বার পড়া হয়েছে
নড়াইলের কালিয়ায় নদী ভাঙ্গন চরম আকার ধারণ
নড়াইল জেলার, কালিয়ায় বারোইপাড়া নদী ভাঙ্গন চরম আকার ধারন করেছে। বারোই

কালিয়া থেকে খুলনা এবং বড়দিয়া থেকে খুলনা যাতায়াতের প্রধান সড়কটি ভাঙ্গার উপক্রম দেখা দিয়েছে,যা খুব দ্রুত ব্যাবস্থা না নিলে সড়কটি নদীগর্ভে বিলিন হয়ে যাবে। এই সড়কটি ভেঙ্গে গেলে প্রায় ২০০ শত ঘর বাড়ি পানি বন্দি হয়ে পড়বে।
স্থানীয় জনপ্রতিনীধিরা বিষয়টি জানা সত্ত্বেয় কোন পদক্ষেপ নিচ্ছে না, বললেন সাধারন জনগন। অতি দ্রুত এই নদী ভাঙ্গন প্রতিরোধ করার জন্য কতৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছে সাধারণ জনগন।