
Home দৃষ্টিপাত (Visibility) > চৌগাছায় পাঁচ তারকা হোটেল !
এই পৃষ্ঠাটি মোট 8041 বার পড়া হয়েছে
চৌগাছায় পাঁচ তারকা হোটেল !
যশোরের চৌগাছা উপজেলার তাহেরপুর গ্রামের কপোতাক্ষ-ভৈরব নদের মিলনস্থলে বাংলাদেশের কৃষ্টি কালচার সংরক্ষণ ও

আমেরিকান সংস্থা পানিগ্রাম রিসোর্ট সেন্টার ২০০৮ সালে বিনিয়োগ বোর্ড ও জয়েন্টস্টোক কোম্পানির নিকট থেকে রেজিস্ট্রেশন নিয়ে কাজ শুরু করেছে। ২০১৪ সালের ১ অক্টোবর উদ্বোধনের লক্ষ্য নিয়ে কাজ চলছে। ইতোমধ্যে ৫০ শতাংশ নির্মাণ কাজ শেষ হয়েছে।
সম্প্রতি এই রিসোর্ট সেন্টার নিয়ে কয়েকটি সংবাদপত্রে বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হয়েছে। এই সংবাদের পরিপ্রেক্ষিতে শনিবার সকালে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে পানিগ্রাম রিসোর্ট সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিনা বোথেকহপ জানান, পানিগ্রাম একটি সমাজ ও পরিবেশ টেকসই কারুকার্য খচিত রিসোর্ট সেন্টার হবে। এতে বাংলাদেশের প্রাকৃতিক ও সাংস্কৃতিক এতিহ্য, ভ্রমণ পিপাসুদের জন্য কাজ করছে। বাংলাদেশের এতিহ্য ও সংস্কৃতিককে সাজিয়ে রাখার জন্য নকশা তৈরি করা হয়েছে। পানিগ্রামের বর্তমান মালিকানার ৮০ শতাংশ বাংলাদেশি ও বাকি ২০ শতাংশ বিদেশি। একই সাথে দেশীয় মালামাল দিয়ে রিসোর্ট সেন্টার নির্মাণ করা হচ্ছে। নির্মাণ কাজেও দেশীয় শ্রমিকদের প্রাধান্য দেওয়া হয়েছে। রিসোর্ট নির্মাণ কাজে যশোর, ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার শ্রমিকরা কাজ করছেন। ইতোমধ্যে ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে।
বর্তমানে হোটেল নির্মাণ কাজে যশোর জেলার ৮৯ শতাংশ ও পার্শ্ববর্তী জেলার ১০ শতাংশ শ্রমিক কাজ করছেন। এই কাজে পণ্য সরবারহকারীদের ৮০ শতাংশ যশোরের বাসিন্দা।
তিনি আরও জানান, পাঁচ তারকা হোটেলে আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা থাকবে।
এ রিসোর্ট সেন্টারে ৩৬টি বাংলো, ৮৫ আসনের রেস্টুরেন্ট, ২০ আসনের জুস বার, ১৯ হাজার বর্গ ফুটের স্পা ও কুশল কেন্দ্র, ২ হাজার ফুটের সুইমিং পুল, ভিতরে ও বাইরে ব্যায়ামাগার, ঐতিহ্য সুরক্ষা কেন্দ্র, থিয়েটার, বাচ্চাদের খেলার স্থান ও বাগান থাকবে। এই রিসোর্ট সেন্টারে আগত অতিথিরা দেশীয় সংস্কৃতির খাবার, ভ্রমণ, খেলাধুলার সুযোগ পাবে।
সম্প্রতি কয়েকটি সংবাদপত্রে বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশনের পরিপ্রেক্ষিতে পানিগ্রাম রিসোর্ট সেন্টারেরর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিনা বোথেকহপ বলেন, বাঙালি ঐতিহ্য সংরক্ষণ ও সম্প্রসারণের লক্ষ্যে পানিগ্রাম কাজ করছে। ঐতিহ্য তুলে ধরায় আমাদের মূল্য লক্ষ্য। ধর্মীয় মূল্যবোধ বিরোধী কোনো কর্মকাণ্ড আমরা করছি না।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পানিগ্রাম রিসোট সেন্টারের আইন উপদেষ্টা এসকে আবু মুসা মোহাম্মদ আরিফ জানান, আইনের মধ্যে থেকেই কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে স্থানীয় চেয়ারম্যান পানিগ্রামের রিসোর্ট সেন্টারের বিনিয়োগের ওপর অহেতুক ২ শতাংশ কর আরোপের চেষ্টা করছেন। এই নিয়ে তার সাথে আলোচনা চলছে। ফলে ট্রেড লাইসেন্স স্থগিত রাখার কোনো কারণ নেই।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পানিগ্রাম রিসোর্ট সেন্টারের গেস্ট রিলেশন ম্যানেজার (জিআরএম) নাজমুল হুদা চৌধুরী, প্রশিক্ষণার্থী ও চাকরিজীবী সুমন কুমার পাল, নাজমা খাতুন, মরিয়ম বেগম ও খাদিজা বেগম।
পরিবর্তন.কম