
Home দৃষ্টিপাত (Visibility) > যশোর-৪ মনোনয়ন প্রত্যাশীদের পদচারনায় মুখর
এই পৃষ্ঠাটি মোট 8068 বার পড়া হয়েছে
যশোর-৪ মনোনয়ন প্রত্যাশীদের পদচারনায় মুখর
যশোর জেলার সর্বাধিক গুরুত্বপূর্ণ আসন যশোর-৪। সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের পদচারনায় মুখর হয়ে উঠছে এ অঞ্চল। বড় দুই দলের

সীমানা পূণঃনির্ধারণ হওয়ায় এবং কেশবপুরকে বাদ দিয়ে বাঘারপাড়া ও যশোর সদর উপজেলার একটি অংশকে যুক্ত করায় পাল্টে গেছে এ আসনের ভোটের হিসেব নিকেশ। এখানে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ে রয়েছেন আওয়ামী লীগের ৫ জন, বিএনপির ৩ জন, জাতীয় পার্টির (বিজেপি) ১ জন, জামায়াতে ইসলামীর ১ জন, জাতীয় পার্টি (এরশাদ) ১জন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ১জন।
আওয়ামী লীগের দূর্গখ্যাত এ আসনে ২০০১ সালে বিরোধী দলের জোটভূক্ত জাতীয় পার্টির (বিজেপি) প্রার্থী এম এম আমীন উদ্দিন জয়লাভ করেন। ২০০৮ সালের নির্বাচনে অভয়নগর উপজেলাকে কেশবপুর উপজেলার সাথে সংযুক্ত করে যশোর-৬ এবং বাঘারপাড়া উপজেলা ও যশোর সদর উপজেলার ৪টি ইউনিয়নকে নিয়ে যশোর-৪ আসন গঠিত হয়। এ নির্বাচনে যশোর-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ আব্দুল ওহাব ও যশোর-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী রনজিত মন্ডল জয়লাভ করেন। বিজয়ী হওয়ার পর তারা জনগনের কাছে দেয়া প্রতিশ্র“তি ভুলে যান।
বর্তমানে এ আসনের দু’জন সংসদ সদস্যই অনেকটা বিতর্কিত হয়ে পড়েছেন। ফলে খোদ আওয়ামীলীগ থেকেই ওই দুই জন সংসদ সদস্যের সাথে মনোনয়ন প্রত্যাশায় পাল্লা দিয়ে ছুটছেন কৃষকলীগের কেন্দ্রীয় নেতা আমজাদ হোসেন।
এছাড়া ক্লিন ইমেজখ্যাত সাবেক নওয়াপাড়া পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল ও আওয়ামী লীগ থেকে এ আসনে থেকে ৫ বার নির্বাচিত সংসদ সদস্য পীরজাদা শাহ্ হাদীউজ্জামানও রয়েছেন মনোনয়ন দৌড়ে।
মহাজোটের শরিক দল জাতীয় পার্টি থেকে মনোনয়নের জন্য দৌড়-ঝাঁপ শুরু করেছেন এডভোকেট জাকির হোসেন ও মাওলানা নাজমুল হোসেন এবং অপর শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি থেকে রয়েছেন ইকবাল কবির জাহিদ।
বিএনপি থেকে মনোনয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা প্রকৌশলী টি এস আইয়ুব, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ড. মামুন রহমান ও অভয়নগর উপজেলা বিএনপি’র সভাপতি ফারাজী মতিয়ার রহমান।
সেই সাথে পাল্লা দিয়ে ছুটছেন জোটের শরিক দল বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) অভয়নগর উপজেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এম আমিন উদ্দিন ও অপর শরিকদল জাতায়াতের মাওলানা গোলাম রসূল। তবে এর মধ্যে প্রকৌশলী টিএস আইয়ুব শক্ত অবস্থানে রয়েছেন।
রাজনীতি সংশ্লিষ্টরা মনে করছেন দু’টি দলই যদি ক্লিন ইমেজের নতুন মুখকে মনোনয়ন দেয় তাহলে এ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
www.jessorenews24.com