বৃহত্তর যশোরকে নিয়ে এই ওয়েবসাইটটি ২০০৩ সালের ১৭ এপ্রিল তারিখে www.jessore.info ডোমেইন নেমটির রেজিস্ট্রেশন পায়। এই দিনটি ওয়েবসাইটের প্রতিষ্ঠা বার্ষিকী হিসেবে পালন করা হয়ে থাকে। তাই ১৭ এপ্রিল তারিখটি আমাদের জন্য একটি স্মরণীয় ও ঐতিহাসিক দিন। ঠিক এর ১০ বছর ৫ মাস পর অর্থাৎ ২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর তারিখে Jessore.info এর দ্বিতীয় অধ্যায়ের কার্যক্রম শুরু হয় Jessore info Foundation রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে (রেজিস্ট্রেশন নং: S-11742)। তাই এই দিনটিও আমাদের কাছে স্মরণীয় ও ঐতিহাসিক হয়ে থাকবে। যশোর ইনফো ওয়েবসাইটের প্রাতিষ্ঠানিক রূপ হচ্ছে যশোর ইনফো ফাউন্ডেশন। যশোর ইনফো ওয়েবসাইট ও যশোর ইনফো ফাউন্ডেশন এক সাথে বৃহত্তর যশোরের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যাবে আজীবন। ব্যতিক্রমধর্মী জনকল্যাণমূলক কর্মকান্ডের মাধ্যমে এক সময় যশোর ইনফো ওয়েবসাইট ও যশোর ইনফো ফাউন্ডেশন দেশে-বিদেশে ব্যাপক সুনাম অর্জন করবে ইনশাআল্লাহ, আর ইতিহাস হয়ে থাকবে ১৭ এপ্রিল ও ১৭ সেপ্টেম্বর দুটি প্রতিষ্ঠানের যাত্রা শুরুর দিনটি।