যশোর ক্যান্টনম্যান্ট কলেজের গভর্নিং বডির বিভিন্ন অনিয়ম নিয়ে হাইকোর্টের রুল
যশোর জেলার ঐতিহ্যবাহী, বিদ্যাপাঠ যশোর ক্যান্টনমেন্ট কলেজের গভর্নিং বডির বিভিন্ন অনিয়ম ও নিয়ম বহির্ভূক্তভাবে প্রচলিত আইনের পরিপন্থী শিক্ষক নিয়োগ, সঠিকভাবে ক্যান্টনমেন্ট একাউন্ট কোড ও ক্যান্টনমেন্ট সারভেন্টস রুলস না মেনে কলেজে নতুন কিছু সাবজেক্ট চালু, চাপ সৃষ্টি করে বিভিন্ন সময় নিয়ম বহির্ভূত ভাবে চালুকৃত বিষয়ের ঊীঃৎধ ক্লাস নিতে শিক্ষক শিক্ষিকাদের বাদ্ধ করা এবং ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অবৈধভাবে অতিরিক্ত ফি নেওয়া সহ বিভিন্ন অনিয়মের ব্যাপারে সংক্ষুদ্ধ হয়ে উক্ত কলেজের ১৫ জন শিক্ষক শিক্ষিকা সিনিয়র শিক্ষক জনাব মোঃ আব্দুল হামিদ, জনাব মোঃ নাজমুল হাসানের নেতৃত্বে মহামান্য হাইকোর্টের বিভাগে একটি রীট পিটিশন নং ৯৭৬৭/২০১৩ দায়ের করলে মহামান্য হাইকোর্ট বিভাগের একটি দ্বৈতবেঞ্চ বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি জাফর আহমেদ শুনানী অন্তে অত্র মামলার বিবাদী যশোর ক্যান্টনমেন্ট কলেজের গভর্নিং বডির সভাপতি, ও অধ্যক্ষসহ মোট ১০ জনের উপর এ ব্যাপারে বিগত-০১-১০-২০১৩ইং তারিখে গভনিং বডির উক্ত কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে উক্ত বিবাদীগণের উপর রুল জারি করেন। রীট পিটিশনে শিক্ষকদের পক্ষে শুনানী করেন যশোর কৃতিসন্তান ব্যারিষ্টার শেখ আবু মুসা মোহাম্মাদ আরিফ, আর তাকে সহায়তা করে মোঃ রফিকুল ইসলাম (পলাশ) এবং কাজী জাকারিয়া প্রমুখ।