
Home সাহিত্যিক / Litterateur > নাসির হেলাল / Nasir Helal (1962)
এই পৃষ্ঠাটি মোট 4759 বার পড়া হয়েছে
নাসির হেলাল / Nasir Helal (1962)
Nasir Helal
Chaugacha, Jessore

তিনি গ্রামের বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন। এরপর ১৯৭২ সালে ৫ মাইল (৮ কি.মি.) দূরবর্তী কায়েমকোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে ভর্তি হন। এরপর ১৯৭৩ সালে তিনি তীরেরহাট শহীদ ইদ্রীস মেমেরিয়াল হাই স্কুলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হন। কিন্তু ৩ মাস পর চলে আসেন এবং কুষ্টিয়া সিরাজুল হক মুসলিম হাই স্কুলে ভর্তি হন। আবারও তিন মাস পরে সেখান থেকে চলে এসে যশোর মুসলিম একাডেমীতে জুলাই মাসে ঐ ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হন। ৮ম শ্রেণীতে পড়াকালে মুসলিম একাডেমী ছেড়ে তিনি ১৯৭৫ সালের ১৮ আগস্ট নাভারণ বুরুজবাগান হাই স্কুলে এসে ভর্তি হন এবং সেখান থেকে ১৯৭৮ সালে বিজ্ঞান বিভাগ নিয়ে এস এস সি পাস করেন। ঐ ১৯৭৮ সালেই তিনি যশোর সিটি কলেজে ইন্টারমিডিয়টে ভর্তি হন এবং এইচ এস সি ১৯৮০ সালে পাস করেন। সিটি কলেজে যখন তিনি এইচ এস সি পরীক্ষার্থী সেই সময়ে তিনি যশোর পলিটেকনিক কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং-এ ভর্তি হন এবং সেখান থেকে ১৯৮৪ সালে (১৯৮২ সালের পরীক্ষার্থী) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা করেন। পরে বহিরাগত ছাত্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৯৯০ সালে বি.এ পরীক্ষা দেন এবং পাস করেন। এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজে বাংলা বিভাগে নিয়মিত ছাত্র হিসেবে এম.এ ক্লাশে ভর্তি হন এবং ১৯৯৩ সালে এম. এ পাস করেন। উল্লেখ্য যে, তাদের ব্যাচটিই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শেষ ব্যাচ। এরপর সবকিছু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন চলে যায়।
কর্মজীবনের শুরুতেই তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর মাধ্যামিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। ৩ বছর শিক্ষকতা জীবন অতিবাহিত করার পর লেখালেখির স্বার্থে স্বেচ্ছায় শিক্ষকতার পেশা ছেড়ে ঢাকায় চলে আসেন। ঢাকায় এসে প্রথমে একটি বেসরকারী সাহিত্য সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের দায়িত্বে যোগদান করেন। পরে ১৯৯৩ সালে ইসলামিক ফাউন্ডেশনের ইসলামী বিশ্বকোষ বিভাগে যোগদান করেন এবং বর্তমানে সেখানে কর্মরত আছেন।
ছাত্রজীবন থেকেই তিনি-সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন। খুলনা থেকে প্রকাশিত সাপ্তাহিক জনভেরী পত্রিকার যশোর প্রতিনিধি, সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার মহেশপুর প্রতিনিধি ছিলেন। সে সূত্রে ঐ ছাত্রজীবনেই তিনি যশোর প্রেস ক্লাবের সদস্য হন। বর্তমানে তিনি দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ইসলামী পাতার সম্পাদনার দায়িত্বে আছেন।
১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি ১২/১৩ বছরের একজন কিশোর থাকা সত্ত্বেও গ্রামে অবস্থানরত মুক্তিযোদ্ধাদের নানাভাবে সাহায্য-সহযোগিতা করেন। মধ্য নভেম্বরে তিনি ও তার মেজো ভাই পাকসেনাদের পেতে রাখা মাইনে ভীষণভাবে আহত হন। যুদ্ধকালীন সময়ে তার পরিবার গ্রামের অন্যান্য পরিবারের মত অসহনীয় দুঃখ কষ্টের শিকার হন। প্রায় একমাস মত পুরোপরিবারকে গ্রাম ছাড়া থাকতে হয়। যুদ্ধের ডামাডোলের মধ্যে তাদেরকে গাছতলা, বন-জঙ্গল ইত্যাদির মধ্যেও রাত কাটাতে হয়। তার বড় ভাই মরহুম নজরুল ইসলাম ভারত থেকে যুদ্ধের প্রশিক্ষণ না নিলেও স্থানীয়ভাবে প্রশিক্ষণ নেন এবং নিজ গ্রামে অবস্থানরত মুক্তিযোদ্ধাদের সাথে নানা অপরাশেনে অংশগ্রহণ করেন।
১৯৭১ সালের মার্চের শেষ দিকে ও এপ্রিলের প্রথম দিকে যশোর শহর ও যশোর ক্যান্টনমেন্টের আশপাশের অনেক উদ্বাস্ত পরিবার আত্মীয়তার সূত্র ধরে তাদের বাড়ীতে আশ্রয় নেয়। একটি পরিবার পুরোযুদ্ধকালীন সময় তাদের পরিবারে থেকে যায়। এ সময় বাঙালি সৈন্যদের প্রচুর অস্ত্র-গোলাবারুদ তাদের ঘরের ভেতর ও বাড়িতে মাটিখুঁড়ে লুকিয়ে রাখার ব্যবস্থা করেন তার মরহুম পিতা।
যশোর পলিটেকনিক ইন্স্টিটিউটে পড়াকালে তিনি সাংবাদিকতা ও লেখালেখির সাথে জড়িয়ে পড়েন। ঐ সময় যশোর থেকে প্রকাশিত-দৈনিক স্ফুলিঙ্গ, কল্যাণ, রানার, ঠিকানা, সাপ্তাহিক পুরবী, মুজাহিদ প্রভৃতি পত্রিকায় তার প্রচুর কবিতা, গল্প, নিবন্ধ, প্রবন্ধ, ফিচার ইত্যাদি প্রকাশিত হয়। অন্যদিকে জাতীয় দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকায়ও লেখা প্রকাশিত হতে থাকে।
পরে ১৯৯৮ সালের ডিসেম্বরে তিনি ঢাকাতে চলে আসেন। অবশ্য তার আগেই তাঁর বহু পাঠকপ্রিয় গ্রন্থ, যার এ পর্যন্ত ১৩ টি সংস্করণ প্রকাশিত হয়েছে ‘হাদীসের পরিচয়’ ১৯৮৬ সালে প্রকাশিত হয়। মহেশপুর থাকাকালে তার সম্পদনায় ‘সীমান্ত’ নামে একটি অনিয়মিত সাহিত্য সংকলনের ৩ টি সংখ্যা প্রকাশিত হয়।
ছাত্রজীবনেই তিনি নানা সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি যশোর শহর শাখা জাতীয় শিশু সংগঠন ফুলকুঁড়ি আসরের ১৯৮০-৮৫ পর্যন্ত পরিচালকের দায়িত্ব পালন করেন। ব্যতিক্রম সাহিত্য গোষ্ঠী, যশোর ও ফররুখ সাহিত্য সংসদ, যশোরের নির্বাহী সদস্য ছিলেন। এ ছাড়া মুন্সী মেহেরউল্লা ফাউন্ডেশনের কনিষ্ঠতম সদস্য ছিলেন।
১৯৭৭ সালে তিনি যখন দশম শ্রেণীর ছাত্র তখন তার নিজ গ্রামের তিনি সহ ১৩ জন ছাত্র মিলে একটি পাঠাগার প্রতিষ্ঠা করেন। নিজ গ্রামের নামে নামকরণ করেন, ‘বাড়ীয়ালী যুব পাঠাগার ও সমাজ কল্যাণ সমিতি’। পাঠাগারটি ১৯৮২ সালে বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে রেজিষ্ট্রি প্রাপ্ত হয়। বর্তমানে পাঠাগারটি বাংলাদেশের গ্রামীণ পাঠাগার সমূহের মধ্যে একটি অন্যতম শ্রেষ্ঠ পাঠাগার। পরবর্তীতে ২০০৭ সালে ‘সুহৃদ সার্বিক গ্রাম উন্নয়ন সংস্থা’ নামে তার নিজ গ্রামে একটি ক্ষুদ্রসঞ্চয় ও বিনিয়োগ সংস্থা প্রতিষ্ঠা করেন। এরপর ২০১০ সালে ‘ইনটিগ্রেটেড ডেভোলপমেন্ট ফাউন্ডেশন’ সংক্ষেপে আই ডি এফ নামে একটি এনজিও প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানগুলো চৌগাছা উপজেলায় নানা সামাজিক কাজে নিয়োজিত রয়েছে।
ব্যক্তিগত জীবনে তিনি ইসলাম ধর্মের অনুসারী। তিনি ১৯৮৬ সালের ৯ মে মেহেরুন নেছার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তাঁর দুই কন্যা এবং এক পুত্র সন্তান রয়েছে। তিনি বিভিন্ন পত্র-পত্রিকায় প্রচুর ছড়া, কবিতা, প্রবন্ধ-নিবন্ধ লিখেছেন। এছাড়াও তাঁর রচিত শিশু সাহিত্য, ছড়া, কবিতা ও বিভিন্ন বিষয়ের উপর প্রায় ১০০টি বই রয়েছে।
তিনি বাংলা একাডেমীর জীবন সদস্য। তার রচিত ও প্রকাশিত গ্রন্থের তালিকা নিচে দেয়া হলো:
গবেষণামূলক: ১. জাতীয় জাগরণে কবি গোলাম মোস্তফা; ২. লেখক অভিধান; ৩. বাংলা ভাষায় মুহাম্মদ (সা.) চরিত, ৪. বাংলা ভাষায় সীরাত বিষয়ক গ্রন্থপঞ্জী।
ইতিহাস গবেষণা : ৫. বাংলাদেশের প্রাচীন মসজিদ; ৬. যশোর জেলায় ইসলাম প্রচার ও প্রসার; ৭. বারবাজারের ঐতিহ্য।
উপন্যাস : ৮. তিন পুরুষ; ৯. অবাঞ্ছিত কলঙ্ক; ১০. খুন; ১১. প্রেমের অনেক রং; ১২. একাত্তরের প্রেম।
রহস্য উপন্যাস : ফ্লাইং সসার সিরিজ : ১৩. বঙ্গসেনার কবলে; ১৪. অপারেশন কাশ্মীর; ১৫. গ্রোজনীতে শ্বেত ভল্লুক; ১৬. বসনিয়ায় রক্তনদী; ১৭. মৃত্যুপুরী; ১৮. মরণ কামড়; ১৯. পার্বত্য হায়েনা; ২০. নাফ নদীতে রক্তশ্রোত।
লোক সাহিত্য : ২১. যশোর জেলার ছড়া।
ইসলামী সাহিত্য : ২২. হাদীসের পরিচয়; ২৩. কোরআনের পরিচয়; ২৪. কোরআন সুন্নাহর আলোকে দ্বীন প্রতিষ্ঠার কর্মসূচি; ২৫. নারীর মর্যাদা প্রতিষ্ঠায় ইসলাম; ২৬. মাহে রমযান ও সিয়াম সাধনা; ২৭. শিশু প্রতিপালনে রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নত; ২৮. সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধে মহানবী (সা); ২৯. সর্বোত্তম চরিত্র গঠনে রাসূলুল্লাহ (সা.) এর সুন্নাত; ৩০. যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ (সা.)।
ছড়া ও কবিতা : ৩১. আগুনঝরা ছড়া; ৩২. ফুলের উপমা।
শিশুতোষ ছড়া : ৩৩. মন পবনের নাও; ৩৪. চাঁদের হাসি।
ছোটদের জীবনী : ৩৫. ছোটদের হযরত ফাতিমা (রা.); ৩৬. ছোটদের হযরত আদম (আ.); ৩৭. ছোটদের খাদিজা ও আয়েশা (রা.); ৩৮. ছোটদের চার খলিফা।
সাধারণ জ্ঞান : ৩৯. ইসলামী জ্ঞানকোষ; ৪০. ছোটদের ইসলামী জ্ঞানকোষ।
জীবনী : ৪১. সেরা মুসলিম বিজ্ঞানী; ৪২. মুন্সী মহম্মদ মেহেরুল্লাহ; ৪৩. বেহেশতের সুসংবাদ পেলেন যাঁরা; ৪৪. মু’মীনদের মা; ৪৫. ফুলের মত নবী; ৪৬. নবী দুলালী; ৪৭. বিশ্বনবীর পরিবার বা আহলে বাইত; ৪৮. সেরা মুসলিম মনীষীদের জীবনকথা (১ম ও ২য় খণ্ড); ৪৯. কোরআন ও বাইবেলের আলোকে নবী-রাসূলদের জীবনকথা; ৫০. আমাদের বিশ্বনবী; ৫১. মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম (আ.); ৫২. ছিদ্দিকে আকবর হযরত আবু বকর (রা.)।
শিশুতোষ গল্প : ৫৩. কিড়িং কি মিড়িং কি; ৫৪. মোরগ রাজা।
সম্পাদিত রচনাবলী : ৫৫. মুনসী মেহেরউল্লা রচনাবলী (১ম খণ্ড); ৫৬. মুনসী মেহেরউল্লা রচনাবলী (২য় খণ্ড); ৫৭. গোলাম মোস্তফা সমগ্র (১ম খণ্ড); ৫৮. গোলাম মোস্তফা সমগ্র (২য় খণ্ড) ।
সম্পাদিত : ৫৯. মুন্সী মেহেরউল্লা : জীবন ও কর্ম; ৬০. স্বর্গতোরণ; ৬১. মরু দুলাল; ৫৮. কিভাবে আমরা মুসলমান হলাম (১ম খণ্ড); ৬৩. কিভাবে আমরা মুসলমান হলাম (২য় খণ্ড) ৬৪. ছোটদের নবী কাহিনী; ৬৫. কর্মবীর মুন্সী মহম্মদ মেহেরউল্লা।
সম্পাদিত লিটল ম্যাগ : ৬৬. সীমান্ত; ৬৭. পালকী; ৬৮. চারণ।
নাটক : ৬৯. মুন্সী মেহেরউল্লা; ৭০. ওরাও মানুষ; ৭১. ফেরাউন (অডিও); ৭২. সত্য সমাগত (অডিও)।
পুরস্কার ও সম্মাননা : ১. মুন্সী মেহেরউল্লা ফাউন্ডেশন পদক-২০০৮; ২. সাহিত্য সংস্কৃতি কেন্দ্র সম্মাননা-২০০৯; ৩. ছড়ার ডাক সম্মাননা (সাতক্ষীরা)-২০১১; ৪. মৌচাক সাহিত্য পরিষদ সম্মাননা (সাতক্ষীরা)-২০১১।
যোগাযোগের ঠিকানা : বিভাগীয় সম্পাদক, ইসলামী পাতা, দৈনিক নয়াদিগন্ত, মতিঝিল, ঢাকা-১০০০।
মোবাইল নম্বর : ০১৭১২১৫৩৩৬২; ইমেইল: nasirhelal62@gamail.com
ইতিহাস গবেষণা : ৫. বাংলাদেশের প্রাচীন মসজিদ; ৬. যশোর জেলায় ইসলাম প্রচার ও প্রসার; ৭. বারবাজারের ঐতিহ্য।
উপন্যাস : ৮. তিন পুরুষ; ৯. অবাঞ্ছিত কলঙ্ক; ১০. খুন; ১১. প্রেমের অনেক রং; ১২. একাত্তরের প্রেম।
রহস্য উপন্যাস : ফ্লাইং সসার সিরিজ : ১৩. বঙ্গসেনার কবলে; ১৪. অপারেশন কাশ্মীর; ১৫. গ্রোজনীতে শ্বেত ভল্লুক; ১৬. বসনিয়ায় রক্তনদী; ১৭. মৃত্যুপুরী; ১৮. মরণ কামড়; ১৯. পার্বত্য হায়েনা; ২০. নাফ নদীতে রক্তশ্রোত।
লোক সাহিত্য : ২১. যশোর জেলার ছড়া।
ইসলামী সাহিত্য : ২২. হাদীসের পরিচয়; ২৩. কোরআনের পরিচয়; ২৪. কোরআন সুন্নাহর আলোকে দ্বীন প্রতিষ্ঠার কর্মসূচি; ২৫. নারীর মর্যাদা প্রতিষ্ঠায় ইসলাম; ২৬. মাহে রমযান ও সিয়াম সাধনা; ২৭. শিশু প্রতিপালনে রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নত; ২৮. সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধে মহানবী (সা); ২৯. সর্বোত্তম চরিত্র গঠনে রাসূলুল্লাহ (সা.) এর সুন্নাত; ৩০. যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ (সা.)।
ছড়া ও কবিতা : ৩১. আগুনঝরা ছড়া; ৩২. ফুলের উপমা।
শিশুতোষ ছড়া : ৩৩. মন পবনের নাও; ৩৪. চাঁদের হাসি।
ছোটদের জীবনী : ৩৫. ছোটদের হযরত ফাতিমা (রা.); ৩৬. ছোটদের হযরত আদম (আ.); ৩৭. ছোটদের খাদিজা ও আয়েশা (রা.); ৩৮. ছোটদের চার খলিফা।
সাধারণ জ্ঞান : ৩৯. ইসলামী জ্ঞানকোষ; ৪০. ছোটদের ইসলামী জ্ঞানকোষ।
জীবনী : ৪১. সেরা মুসলিম বিজ্ঞানী; ৪২. মুন্সী মহম্মদ মেহেরুল্লাহ; ৪৩. বেহেশতের সুসংবাদ পেলেন যাঁরা; ৪৪. মু’মীনদের মা; ৪৫. ফুলের মত নবী; ৪৬. নবী দুলালী; ৪৭. বিশ্বনবীর পরিবার বা আহলে বাইত; ৪৮. সেরা মুসলিম মনীষীদের জীবনকথা (১ম ও ২য় খণ্ড); ৪৯. কোরআন ও বাইবেলের আলোকে নবী-রাসূলদের জীবনকথা; ৫০. আমাদের বিশ্বনবী; ৫১. মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম (আ.); ৫২. ছিদ্দিকে আকবর হযরত আবু বকর (রা.)।
শিশুতোষ গল্প : ৫৩. কিড়িং কি মিড়িং কি; ৫৪. মোরগ রাজা।
সম্পাদিত রচনাবলী : ৫৫. মুনসী মেহেরউল্লা রচনাবলী (১ম খণ্ড); ৫৬. মুনসী মেহেরউল্লা রচনাবলী (২য় খণ্ড); ৫৭. গোলাম মোস্তফা সমগ্র (১ম খণ্ড); ৫৮. গোলাম মোস্তফা সমগ্র (২য় খণ্ড) ।
সম্পাদিত : ৫৯. মুন্সী মেহেরউল্লা : জীবন ও কর্ম; ৬০. স্বর্গতোরণ; ৬১. মরু দুলাল; ৫৮. কিভাবে আমরা মুসলমান হলাম (১ম খণ্ড); ৬৩. কিভাবে আমরা মুসলমান হলাম (২য় খণ্ড) ৬৪. ছোটদের নবী কাহিনী; ৬৫. কর্মবীর মুন্সী মহম্মদ মেহেরউল্লা।
সম্পাদিত লিটল ম্যাগ : ৬৬. সীমান্ত; ৬৭. পালকী; ৬৮. চারণ।
নাটক : ৬৯. মুন্সী মেহেরউল্লা; ৭০. ওরাও মানুষ; ৭১. ফেরাউন (অডিও); ৭২. সত্য সমাগত (অডিও)।
পুরস্কার ও সম্মাননা : ১. মুন্সী মেহেরউল্লা ফাউন্ডেশন পদক-২০০৮; ২. সাহিত্য সংস্কৃতি কেন্দ্র সম্মাননা-২০০৯; ৩. ছড়ার ডাক সম্মাননা (সাতক্ষীরা)-২০১১; ৪. মৌচাক সাহিত্য পরিষদ সম্মাননা (সাতক্ষীরা)-২০১১।
যোগাযোগের ঠিকানা : বিভাগীয় সম্পাদক, ইসলামী পাতা, দৈনিক নয়াদিগন্ত, মতিঝিল, ঢাকা-১০০০।
মোবাইল নম্বর : ০১৭১২১৫৩৩৬২; ইমেইল: nasirhelal62@gamail.com