
Home আমাদের কথা > বৃহত্তর যশোর এর শিক্ষা-সংস্কৃতি, দারিদ্রবিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়ন কার্যক্রমে আমাদের পাশে দাঁড়ানোর আহবান
এই পৃষ্ঠাটি মোট 4743 বার পড়া হয়েছে
বৃহত্তর যশোর এর শিক্ষা-সংস্কৃতি, দারিদ্রবিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়ন কার্যক্রমে আমাদের পাশে দাঁড়ানোর আহবান
ওয়েবসাইটের শুরুর কথা:
২০০৩ সালের জানুয়ারী মাসে ঢাকার লালবাগ খাজে দেওয়ান এলাকার বাসিন্দা জনাব শামিউল আমিন শান্ত ও যশোরের ছেলে মোঃ হাসানূজ্জামান বিপুল এর যৌথ উদ্যোগে এই ওয়েবসাইট তৈরীর কাজ শুরু হয়। ঐ বছরের ১৭ই এপ্রিল তারিখে "www.jessore.info" নামের ডোমেইননেমটি রেজিস্ট্রেশনের মাধ্যমে শুরু হয় এর আনুষ্ঠানিক কার্যক্রম। পর্যায়ক্রমে এর উন্নয়নে পাশে এসে দাঁড়িয়েছেন বেশকিছু ব্যক্তি। তার মধ্যে উল্লেখযোগ্য যশোরের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক প্রফেসর মোঃ শরীফ হোসেন এবং নড়াইলের সৈয়দ শাখাওয়াৎ হোসেন।
বর্তমান অবস্থান:
আমরা গর্ব করে বলতে পারি "www.jessore.info" বাংলাদেশের আঞ্চলিক পর্যায়ের সর্বপ্রথম এবং সর্বাপেক্ষা তথ্যসমৃদ্ধ ওয়েবসাইট। বৃহত্তর যশোরের হাজার বছরের ধারাবাহিক ইতিহাস, ঐতিহ্য, ৩৫০এর অধিক বিশিষ্ট ব্যক্তিবর্গের জীবনী, ৩০০ এর অধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ইতিহাস, ১০০ এর অধিক দর্শনীয় স্থানের তথ্য ও ছবি, প্রায় ১৫০০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ঠিকানাসহ ফোন নম্বর, প্রায় ২০০০ ঐতিহাসিক ও দূর্লভ ছবিসহ আরও প্রচুর তথ্য এই ওয়েবসাইট ভিজিট করলেই পাওয়া যাবে। বর্তমানে বিশ্বের ১১৩টি দেশ থেকে বাংলা ভাষাভাষী মানুষ এসব তথ্য দ্বারা উপকৃত হচ্ছেন। প্রতিনিয়ত নতুন নতুন তথ্যের সংযোজন এই ওয়েবসাইটকে বিশাল তথ্য ভান্ডারে পরিনত করছে। এসবের পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকান্ডও পরিচালিত হচ্ছে এই ওয়েবসাইট এর মাধ্যমে।
চলমান কয়েকটি গুরুত্বপূর্ণ কার্যক্রম:
১) সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বৃহত্তর যশোরের ১০০০ হতে ১৫০০ জন জ্ঞানী, গুণী ও পদস্থ ব্যক্তিদের ছবিসহ নাম, ঠিকানা, পেশা, পদবী, জেলা, উপজেলা, ফোন নম্বর ও ই-মেইল সংগ্রহ করে একটি ডিরেক্টরি তৈরীর কাজ চলছে যা ওয়েবসাইটের পাশাপাশি বই আকারে প্রকাশিত হবে।
২) সারা বিশ্বে বসবাসরত বৃহত্তর যশোরবাসীদের মধ্যে একটি সেতুবন্ধন গড়ে তোলার লক্ষ্যে এখানে একটি কমিউনিটি তৈরী করা হয়েছে। ইতোমধ্যে ৫ শতাধিক মানুষ যোগ দিয়েছেন এখানে। সার্চ করলেই পাওয়া যাবে প্রয়োজনীয় মানুষদের ছবিসহ যোগাযোগের সকল তথ্য।
৩) ২০১৩ সালে ঢাকার জয়েন্ট স্টক কোম্পানি হতে ‘যশোর ইনফো ফাউন্ডেশন’ রেজিস্ট্রেশন করা হয়েছে যা এই ওয়েবসাইটের প্রতিষ্ঠানিক রূপ। এর মাধ্যমে যশোরের শঙ্করপুরে বয়স্ক শিক্ষাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে বৃহত্তর যশোরের সকল স্থানে ছড়িয়ে দেয়া হবে এই কার্যক্রম। ফাউন্ডেশনের চেয়ারম্যান ইকবাল হোসেন সিদ্দিকী মিশুর ব্যক্তিগত অর্থায়নে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
৫) সম্পূর্ণ ওয়েবসাইট আধুনিকায়নের পরিকল্পনা নেয়া হচ্ছে, যেখানে থাকছে: ১) চাকরি প্রত্যাশীদের চাকরি সংগ্রহে সহযোগিতা করা, অন্যদিকে চাকরি দাতাদেরকে যোগ্য প্রার্থীর সন্ধান দেয়া। ২) দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আর্থিক অনুদান পেতে সহযোগিতা করা, ৩) অর্থাভাবে চিকিৎসা নিতে না পারা দরিদ্র মানুষ এবং অসহায় বৃদ্ধ ও শিশুদেরকে সহযোগিতা করা, ৪) ঢাকা শহরে বিভিন্ন হাসপাতালে কর্মরত চিকিৎসকদের সাথে বৃহত্তর যশোরের মানুষের যোগাযোগ সৃষ্টি করা, ৫) অসুস্থদের জন্য সহজে রক্ত পেতে সহযোগিতা, ৬) গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে গুরুত্বপূর্ণ তথ্য ও ছবি সংগ্রহ করে ওয়েবসাইটে প্রকাশ করা, ৭) পরিসংখ্যান ভিত্তিক তথ্য সংগ্রহ করে ওয়েবসাইটে দেয়া, ৮) সকল গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ফোন নম্বর সংগ্রহ করে একটি ফোন ইনডেক্স তৈরী করা, ৯) বিভিন্ন ক্ষেত্রে প্রতিভাবান অথচ অবহেলিত ব্যক্তিদের প্রতিভার বিকাশ ঘটাতে সহযোগিতা করা, ১০) দর্শনীয় স্থানগুলোর তথ্য ও ছবি আরও সুন্দরভাবে সংগ্রহ করে ওয়েবসাইটে উপস্থাপন এবং সেখানে যাতায়াত ও আবাসনের প্রয়োজনীয় তথ্য তুলে ধরে পর্যটকদের আকৃষ্ট করা।
আমাদের সীমাবদ্ধতা:
ওয়েবসাইটের বয়স প্রায় ১২ বছর হলেও অর্থের অপ্রতুলতার কারণে একটি তহবিল গঠন করা সম্ভব হয়নি। সদস্য চাঁদা, সামান্য অনুদান ও বছরে দুই একটি বিজ্ঞানের অর্থ দিয়েই আমাদের সার্বিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ২০১০ সাল হতে আজ পর্যন্ত এ সকল খাত হতে মোট আয়ের পরিমান ৬ লক্ষ ৭৬ হাজার ৮ শত ৫০ টাকা। ওয়েবসাইট রক্ষণাবেক্ষণ ও বিভিন্ন কার্যক্রম পরিচালনায় আমাদের মোট ব্যয়ের পরিমান ৮ লক্ষ ১৭ হাজার ৬ শত ৫৭ টাকা। নেই কোন নির্দিষ্ট আয়ের খাত তবুও চলছে এই কার্যক্রম এবং আগামীতেও চলবে আশাকরি। তবে প্রয়োজনীয় সহযোগিতা পেলে আমাদের নেয়া পরিকল্পনাগুলি দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে।
গৃহীত পরিকল্পনাসমুহঃ
১) অফিস নেয়া: নির্দিষ্ট একটি ঠিকানার জন্য অফিস প্রয়োজন যেখানে অফিস ভাড়া ও আনুসঙ্গিক খরচ বাবদ লাগবে বছরে ৩ লক্ষ টাকা।
২) ওয়েবসাইট আধুনিকায়ন: পুরাতন এই ওয়েবসাইটকে সম্পূর্ণ আধুনিকায়ন করা প্রয়োজন। এখানে মোট ব্যয় হবে প্রায় ২ লক্ষ টাকা।
৩) বিভিন্ন তথ্য সংগ্রহ: উপরে উল্লিখিত যে সকল তথ্য সংগ্রহের পরিকল্পনা নেয়া হয়েছে তা বাস্তবায়নে আনুমানিক ব্যয় হবে ৩ লক্ষ টাকা।
৪) ডিরেক্টরি প্রকাশ: ১০০০ ব্যক্তির তথ্য ও ছবি সংগ্রহ, কম্পিউটার কম্পোজ, বইয়ের ডিজাইন ও বাঁধাই ইত্যাদি বাবদ ব্যয় হবে ২ লক্ষ টাকা।
৫) সামাজিক উন্নয়ন: বৃহত্তর যশোর এর বিভিন্ন আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করার জন্য বিভিন্ন পরিকল্পনা রয়েছে সেখানেও একটি বড় ব্যায়ের খাত রয়েছে।
যেভাবে আপনি আমাদেরকে সহযোগিতা করতে পারেন:
১) ওয়েবসাইটের আয় বৃদ্ধির লক্ষ্যে একটি ট্রেড লাইসেন্স করা হয়েছে “যশোর ইনফো এন্টারপ্রাইজ” যেখানে কাজ দিয়ে সহযোগিতা করতে পারেন।
২) ওয়েবসাইটে নিয়মিত বিজ্ঞাপন দিয়ে, বিভিন্ন কাজের উপর স্পন্সর করে এবং ডিরেক্টরিতে বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করতে পারেন।
৩) ২০০০ টাকা দিয়ে আজীবন সদস্য হয়ে এবং অন্যদেরকে সদস্য করে সহযোগিতা করতে পারেন।
৪) সরাসরি আর্থিক অনুদান দিয়ে সহযোগিতা করতে পারেন।
৫) একটি শক্তিশালী অর্থ-তহবিল গঠনে আপনার মুল্যবান পরামর্শ ও দিকনির্দেনা দিয়েও সহোযোগিতা করতে পারেন।
সহযোগিতা করতে আগ্রহী ব্যক্তিগণ ওয়েবসাইটের কোষাধ্যক্ষ মুকুল চন্দ্র তরফদারের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে: ০১৭১৩৬৬০৮৮৫
সহযোগিতা প্রদানকারী ব্যক্তিদের প্রতি আমরা সব সময় কৃতজ্ঞতা প্রকাশ করে থাকি।