
Home দৃষ্টিপাত (Visibility) > শিশু মারিহার জন্য হাত বাড়িয়ে দিন
এই পৃষ্ঠাটি মোট 7400 বার পড়া হয়েছে
শিশু মারিহার জন্য হাত বাড়িয়ে দিন
মারিহা এর বয়স মাত্র পনের মাস। বাবা-মায়ের একমাত্র সন্তান। পিতা মুকুল সামান্য ব্যবসা করেন। আর মা গৃহিনী। জন্মের পর তাদের একমাত্র সন্তানকে নিয়ে ভালোই যাচ্ছিলো তাদের দিন। কিন্তু কিছুদিন পর মারিহা অসুস্থ হতে থাকে। স্থানীয় ডাক্তারের তাকে পরামর্শে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। কাল বিলম্ব না করে মুকুল তাদের একমাত্র কন্যা সন্তানকে নিয়ে চলে আসেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তাররা জানান ছোট্ট মারিহার হার্টে দুটি ছিদ্র আছে। শিগ্রহ অস্ত্রপচার না করা হলে শিশুটিকে বাঁচানো সম্ভব হবে না। মারিহার বাবা-মায়ের মাথায় ছাদ ভেঙ্গে পড়লো। কারণ অস্ত্রপ্রচারের জন্য ৩লক্ষ টাকা প্রয়োজন। কিন্তু গরীর পিতার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয়। তাই ”মারিহার” জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের সাহায্য কামনা করেছে তাঁর পরিবার। বর্তমানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ঢাকা সহকারী অধ্যাপক আবদুল্লাহ শাহরিয়ার এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছে মারিহা। সাহায্য পাঠানোর ঠিকানা: এস কে আহম্মেদ আলী, সঞ্চয়ী হিসাব নম্বর 110212100004497, শাহজালাল ইসলামী ব্যাংক, যশোর শাখা, যশোর। মোবাইল: +৮৮০১৭১৭৯৯৫১৫৬
সূত্র: আমার যশোর ডট কম