
Home দৃষ্টিপাত (Visibility) > যশোর স্টেডিয়ামকে আন্তর্জাতিক স্টেডিয়ামে পরিণত করার দায়িত্ব আমার -ক্রীড়া প্রতিমন্ত্রী
এই পৃষ্ঠাটি মোট 8224 বার পড়া হয়েছে
যশোর স্টেডিয়ামকে আন্তর্জাতিক স্টেডিয়ামে পরিণত করার দায়িত্ব আমার -ক্রীড়া প্রতিমন্ত্রী
আমার জীবনের স্বর্ণজ্জ্বল দিন গুলো কেটেছে যশোরে। আমি এক সময় বৃহত্তর যশোর জেলার ছাত্রলীগের সভাপতি ছিলাম, ছাত্র সংগ্রাম কমিটির আহবায়কও ছিলাম আমি, এই স্টেডিয়াম এবং যশোর এম এম কলেজেই আমার ছাত্র জীবন কেটেছে। এখন আমি আপনাদের দোয়া এবং ভালবাসায় ক্রীড়া প্রতিমন্ত্রী হতে পেরেছি। যশোররের এ স্টেয়িামকে সুন্দর এবং আন্তর্জাতিক মানের করে গোড়ে তোলার দায়িত্ব আমার। বৃহস্পতি যশোর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেমকন গ্রুপ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার এ কথা বলেন। তিনি বলেন আপনারাও যশোরে বসে আন্তর্জাতিক মানের খেলা উপভোগ করতে পারবেন। এ সব ব্যবস্থা আমি করবোই করব। তিনি বলেন ইতিমধ্যে আমি কাজ শুরু করে দিয়েছি। তিনি আরো বলেন যশোরে দীর্ঘ দিন খেলা হয়নি, আবার আমার হাত দিয়ে খেলাধুলার সূচনা হচ্ছে এটা আমার জন্য গর্বের বিষয়। এর পর তিনি শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের উদ্বোধন করেন।
এ সময় জেলা ক্রিকেট পরিষদের সভাপতি মেয়র মারুফুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হুমায়ন কবীর, পুলিশ সুপার আনিসুর রহমান, যশোর জেলা ক্রড়িা সংস্থার বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবীর, যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহিত কুমার নাথ, মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মকবুল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক এবিএম আখতারুজ্জামান ও আকছাদ সিদ্দিকী শৈবল, প্রেসক্লাবের সভাপিত জাহিদ হাসান টুকুন, লিগ আহবায়ক মাচুদ হাসান টিটো সহ আরো অনেকে। এর আগে মাঠে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ ডিসপ্লে, এর পর আতশবাজির আলোয় আলোকিত হয় সন্ধার আকাশ। এছাড়া ক্রিকেটকে যশোরবাসীর কাছে জনপ্রিয় করতে এস এইচ বিল্ডার্সের সৌজন্যে গভীর রাত পর্যান্ত চলে কনসার্ট ফর ক্রিকেট।