
Home উচ্চপদস্থ কর্মকর্তা / High Ranking officers > শেখ আব্দুল মান্নান / Sheikh Abdul Mannan (1958) {Member (Joint Secretary), RAJUK}
এই পৃষ্ঠাটি মোট 3186 বার পড়া হয়েছে
শেখ আব্দুল মান্নান / Sheikh Abdul Mannan (1958) {Member (Joint Secretary), RAJUK}

যশোর ডট ইনফোর পৃষ্ঠপোষক জনাব শেখ আব্দুল মান্নান ১৪ আগস্ট ১৯৫৮ সালে যশোর জেলার চৌগাছা উপজেলায় জন্মগ্রহণ করেন। পিতা শেখ হারুন অর রশিদ পেশায় একজন ছিলেন একজন --------------- এবং মাতা তহুরন নেছা ছিলেন গৃহিনী।
জনাব শেখ আব্দুল মান্নান পিতা-মাতার আট সন্তানের মধ্যে সকলের বড়। তিন বোন সালেহা খাতুন, নুরুন্নাহার ও সামসুন্নাহার সকলেই গৃহিনী। ভাইদের মধ্যে শেখ আব্দুল হান্নান যশোর মহিলা কলেজের সহযোগী অধ্যাপক, শেখ মাসুম কামাল একজন বিএসসি ইঞ্জিনিয়ার, আমিনুর রহমান বেসরকারী সংস্থার জিএম, শেখ হাসানূজ্জামান একজন ব্যবসায়ী এবং সকলের ছোট ভাই শেখ মাহফুজুর রহমান একজন ব্যাংকার।
তাঁর নানা জনাব ফজলুল হক দেওয়ান দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র বাহিনীর একজন সক্রিয় সদস্য ছিলেন। বীরত্বের স্বীকৃতি স্বরূপ তিনি মেডেল পেয়েছিলেন।
শেখ আব্দুল মান্নান ১৯৮৩ সালের ২১ আক্টোবর ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার ইদ্রিছ মিয়ার কন্যা লুৎফুন্নাহার পারভিন এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পারিবারিক জীবনে তারা দুই পুত্র সন্তানের পিতা-মাতা। বড় ছেলে শেখ শিহাব সাদিক ------------- বিশ্ববিদ্যায়লের ছাত্র এবং ছোট ছেলে শেখ শিফাত শাদমান এ লেভেলের ছাত্র।
শিক্ষাজীবন:
জনাব আব্দুল মান্নান ১৯৭৪ সালে চৌগাছা শাহাদৎ পাইলট হাইস্কুল হতে এস. এস. সি. পাশ করেন। এইচ. এস. সি. পাশ করেন ১৯৭৬ যশোর মাইকেল মধুসূদন কলেজ হতে। ১৯৮১ সালে বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিভিল) পাশ করেন ----------------------------কলেজ হতে। তৎকালিন সময়ে রাজশাহী হতে খুলনা অঞ্চলের মধ্যে সম্মিলিত মেধা তালিকায় তিনি প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। ১৯----- সালে ¯œাতকোত্তর ডিপ্লোমা (সিভিল) এআইটি অর্জন করেন ব্যাংককের ---------------------------বিশ্ববিদ্যালয় হতে।
পেশাগত জীবন:
জনাব মান্নান ------- তম বিসিএস পরীক্ষায় যোগ্যতা অর্জন করে ১৯৮৩ সালের ১২ জুন তারিখে সহকারী প্রকৌশলী হিসেব এলজিইডি এর ওয়ার্কস প্রেগাম বিভাগে যোগদান করেন। পর্যায়ক্রমে ১৯৮৪ সালের ১ মে তারিখে একই পদে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টে, ১৯৯৬ সালের সালের ২৩ আগস্ট তারিখে একই বিভাগে উপ বিভাগীয় প্রকৌশলী হিসেবে, ২০০৫ সালের ২১ এপ্রিল তারিখে উপ সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে, ২০০৫ সালের ১৪ নভেম্বর তারিখে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে, ২০০৭ সালের ৯ সেপ্টেম্বর তারিখে রাজউকের পরিচালক হিসেবে, ২০১০ সালের ২১ নভেম্বর তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে এবং ২০১১ সালের ৬ এপ্রিল হতে বর্তমান সময় পর্যন্ত রাজউকের সদস্য (যুগ্ম সচিব) হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।
সামাজিক ও সাংগঠনিক কর্মকান্ড:
জনাব আব্দুল মান্নান ঢাকাস্থ যশোর জেলা সমিতির একজন সহ-সভাপতি হিসেবে এই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি বৃহত্তর যশোরকে নিয়ে এই ওয়েবসাইটের একজন সম্মানিত পৃষ্ঠপোষক।