
Home দৃষ্টিপাত (Visibility) > যশোর ইনফো ফাউন্ডেশনের চেয়ারম্যান ইকবাল হোসেন সিদ্দিকী মিশু Jessore.info- উন্নয়নে আর্থিক সহায়তা দেয়ায় কৃতজ্ঞ যশোর ইনফো পরিবার।
এই পৃষ্ঠাটি মোট 7798 বার পড়া হয়েছে
যশোর ইনফো ফাউন্ডেশনের চেয়ারম্যান ইকবাল হোসেন সিদ্দিকী মিশু Jessore.info- উন্নয়নে আর্থিক সহায়তা দেয়ায় কৃতজ্ঞ যশোর ইনফো পরিবার।
বৃহত্তর যশোর ওয়েবসাইট www.jessore.info– এর উন্নয়নে যশোর ইনফো ফাউন্ডেশনের পক্ষ থেকে ২০ হাজার টাকার আর্থিক সহযোগিতা প্রদান

২০১২ সালে ঢাকার জয়েন্ট স্টক কোম্পানি হতে যশোর ইনফো ফাউন্ডেশন রেজিস্ট্রেশন করা হয়। যশোর ইনফো ফাউন্ডেশন প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য ছিল Jessore.info ওয়েবসাইট পরিচালনায় আর্থিক সহযোগিতার পাশাপাশি সকল প্রকার সংকটমুহুর্তে সার্বিক সহযোগিতা দেবে এই ফাউন্ডেশন। এর অংশ হিসেবে যশোর ইনফো ফাউন্ডেশনের চেয়ারম্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে এই অর্থ প্রদান করেন। তিনি এই ওয়েবসাইট উন্নয়নে অনুদান হিসেবে আরও ২০ হাজার টাকা দেয়ার ঘোষণা দিয়েছেন।
উল্লেখ্য: ২০১৪ সালের আগস্ট মাসে ওয়েবসাইট পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ভবোতোষ মুখার্জী সুবীর। এর কিছুদিন পর তিনি এই ওয়েবসাইট আধুনিকায়নের ঘোষণা দেন। ওয়েবসাইটের প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাজিব কুমার রক্ষিতের সাথে এ বিষয়ে কথা বললে তিনি ১ লক্ষ ৫০ হাজার টাকা খরচের হিসাব দেন। কিন্ত ওয়েবসাইটের ফান্ডে এই কাজ পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ না থাকায় আপডেট কার্যক্রম বাধাগ্রস্থ হয়। এ সমস্যার কথা যশোর ইনফো ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব ইকবাল হোসেন সিদ্দিকী মিশু’কে জানালে তিনি ফাউন্ডেশনের পক্ষ থেকে ওয়েবসাইট উন্নয়নে প্রাথমিকভাবে ২০ হাজার টাকা এবং পরবর্তীতে আর ২০ হাজার টাকা দেয়ার ঘোষণা দেন।
যশোর ইনফো পরিবার যশোর ইনফো ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব ইকবাল হোসেন সিদ্দিকী মিশু’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
ইকবাল হোসেন সিদ্দিকী মিশু’র সংক্ষিপ্ত পরিচিতি:
- জন্ম: ২৩ অক্টোবর ১৯৭৪ সাল।
- জন্মস্থান: বাসা-৮৯, ব্লক-এফ, নিউটাউন, যশোর।
- লেখাপড়া: এসএসসি- মুসলিম একাডেমি, এইচএসসি-যশোর সরকারি এম এম কলেজ, বিএসসি- ঢাকা বিশ্ববিদ্যালয় (লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি), পোস্ট গ্রাজুয়েশন- বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (পার্সোনাল ম্যানেজমেন্ট) ।
- পদবী ও কর্মস্থল: জেনারেল ম্যানেজার, আর এম এম লেদার ইন্ডাস্ট্রিজ লিঃ, হাজারীবাগ, ঢাকা।
- মোবাইল নম্বর: ০১৬৭৭০৭২৬১৮
- ই-মেইল: iqbal_rmm@yahoo.com