
Home দৃষ্টিপাত (Visibility) > www.jessore.info- এর কার্যনির্বাহী সভা - ২৮ নভেম্বর ২০১৫
এই পৃষ্ঠাটি মোট 7786 বার পড়া হয়েছে
www.jessore.info- এর কার্যনির্বাহী সভা - ২৮ নভেম্বর ২০১৫
সভায় আলোচ্যসূচী:
১. বিগত মিটিং এর কার্যবিবরনী সিদ্ধান্ত পাঠ করা।
২. ২০১৫-১৬ সালের সদস্য নবায়ন
৩. ওয়েবসাইট আপডেট কার্যক্রম
৪. জেলা কমিটি গঠন ও সাধারণ সদস্য বৃদ্ধি কাজের অগ্রগতি।
৫. যশোর ইনফো কার্যনির্বাহী কমিটির সদস্যদের পদমর্যাদা রদবদর।
৬. বিভাগ আন্দোলন কর্মসূচী।
৭) যশোর ইনফো ফাউন্ডেশন ও যশোর ইনফো এন্টারপ্রাইজ।
৮) অর্থনৈতিক, ব্যাংকিং ও অন্যান্য।
সিদ্ধান্ত:
১. বিগত মিটিং এর কার্যবিবরনীর সিদ্ধান্ত পাঠ করা:
সিদ্ধান্ত: এ বিষয়ে কারো উপর নির্দিষ্ট দায়িত্ব না থাকায় সভায় বিগত মিটিং এর সিদ্ধান্ত উপস্থাপন করা হয়নি। তাই এ বিষয়ে আলোচনা করা হয়নি।
২. ২০১৫-১৬ সালের সদস্য নবায়ন:
সিদ্ধান্ত: সভায় উপস্থিত সংখ্যাগরিস্ট সদস্যদের মতামতের ভিত্তিতে পূর্বের বাৎসরিক সদস্য নবায়ন ফি ১০০০ টাকার পরিবর্তে ৫০০ টাকা ধার্য করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখের মধ্যে এই টাকা পরিশোধ করতে হবে। বিগত বছরের টাকা পরিশোধ না থাকলে এক সাথে ১০০০ টাকা পরিশোধ করতে হবে। ওয়েবসাইট কমিটির কোষাধক্ষ্য মুকুল চন্দ্র তরফদারের কাছে এই টাকা দিতে হবে।
৩. ওয়েবসাইট আপডেট কার্যক্রম:
সিদ্ধান্ত: গত প্রায় দেড় বছর যাবৎ ওয়েবসাটের উন্নয়ন কাজ অর্থ সংকটের কারণে থমকে আছে। তাই এই ১ লক্ষ ৫০ হাজার টাকা সংগ্রহের জন্য তিনটি পদ্ধতি বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়। ক) বিজ্ঞাপন, খ) স্বপ্রণোদিত হয়ে এ কাজের জন্য চাঁদা প্রদান, গ) ওয়েবসাইটের সদস্যদের মধ্য থেকে ঋণ গ্রহণ, ঘ) উপদেষ্টাদের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানানো।
ক) বিজ্ঞাপন সংগ্রহের জন্য একটি কমিটি তৈরি করা হয়। সদস্য তালিকায় যারা আছেন: ব্যারিস্টার আরিফ, আব্দুস সাত্তার, বিপুল, তুষার, মামুন-১, সুবীর, মিশু, মামুন-২, আক্তাবুল আলম ও জাকারিয়া। এর মধ্য থেকে কারো কাছে বিজ্ঞাপনের কোন সন্ধান থাকলে তিনি এর মধ্য থেকে সকলকে ফোন করে জানাতে হবে। যাদের সুযোগ থাকবে তারা এক সাথে হয়ে বিজ্ঞাপনদাতার সাথে সাক্ষাৎ করবেন।
খ) ওয়েবসাইট উন্নয়নের সকল সদস্যদের নিকট হতে অনুদান সংগ্রহের সিদ্ধান্ত নেয়া হয়। সদস্য প্রতি সর্বনিম্ন ৫০০ টাকা অনুদান ধার্য করা হয়। উপস্থিত সদস্যদের মধ্যে যারা অনুদান প্রদান করেছেন: ১) ইকবাল মিশু- ১০০০০ টাকা, ২) সুবীর মুখার্জী- ৫০০০ টাকা, ৩) আব্দুস সাত্তার- ১০০০০ টাকা, ৪) ব্যারিস্টার আরিফ- ১০০০০ টাকা (বিজ্ঞাপন-৫০০০, অনুদান-৫০০০), ৫) আল মামুন-২- ৫০০০ টাকা, ৬) আজাদ- ৫০০০ টাকা, ৭) আক্তার- ৫০০ টাকা।
গ) ওয়েবসাইটের সদস্যদের মধ্য থেকে কেউ ঋণ প্রদানে আগ্রহী হননি।
ঘ) উপদেষ্টাদের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানানো: এ বিষয়ে উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে একটি মিটিং এর সিদ্ধান্ত নেয়া হয় আগামী ১০ ডিসেম্বর, শনিবার, ২০১৫ তারিখে।
৪. জেলা কমিটি গঠন ও সাধারণ সদস্য বৃদ্ধি কাজের অগ্রগতি:
ক. জেলা কমিটি গঠনের কার্যক্রম বর্ণনা দেন বিপুল। যশোরে হাবিবুর রহমান, মাগুরায় আবু বাসার আখন্দ ও ঝিনাইদহে আলাউদ্দিন আজাদকে এ বিষয়ে আরও বেশী তৎপর হতে বলা হয়েছে।
খ) সাধারণ সদস্য বৃদ্ধির বিষয়ে যে সকল সিদ্ধান্ত নেয়া হয়: ১) অনলাইন আবেদন, ২) কলেজ ক্যাম্পেইন, ৩) পারষ্পারিক যোগাযোগ, ৪) ফেইসবুক গ্রুপ তৈরীর মাধ্যমে প্রচার করা।
৫. যশোর ইনফো কার্যনির্বাহী কমিটির সদস্যদের পদমর্যাদা রদবদর:
ক) ওয়েবসাইটের কয়েকটি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে। বর্তমান সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদুল ইসলাম নিয়মিত মিটিং এ উপস্থিত না হওয়া ও সঠিকভাবে দায়িত্ব পালন না করার কারণে তার স্থানে ওয়েবসাইটের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।
খ) বর্তমান দপ্তর সম্পাদক ওবাইদুল হক উজ্জ্বল সঠিকভাবে দায়িত্ব পালন করতে সক্ষম না হওয়ায় তার স্থানে আক্তাবুল আলমকে ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।
৬. বিভাগ আন্দোলন কর্মসূচী:
ক) ৪ জেলার সকল এমপি ও সাধারণ জনগণের সমার্থন নিয়ে একটি কর্মসূচী গ্রহণ অথবা সংবাদ সম্মেলন করা যেতে পারে। আগামী ১০ তারিখে উপদেষ্টদের মিটিং এ বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে।
৭) যশোর ইনফো ফাউন্ডেশন ও যশোর ইনফো এন্টারপ্রাইজ:
ক) পরবর্তীতে আলাদা মিটিং করে ফাউন্ডেশনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
খ) যশোর ইনফো এন্টারপ্রাইজ হতে অর্জিত আয়ের একটি অংশ ওয়েবসাইটকে দেয়ার বিষয়ে প্রস্তাব রাখা হয়।
সভায় উপস্থিত সদস্য:
১) ভবোতোষ মুখার্জী সুবীর - সভাপতি
২) মোঃ হাসানূজ্জামান (বিপুল) - নির্বাহী সদস্য
৩) মোঃ ওবাইদুল হক উজ্জ্বল - দপ্তর সম্পাদক
৪) মোঃ আখতারুজ্জামান - নির্বাহী সদস্য
৫) মুহা: আখতারুজ্জামান - যুগ্ম সাধারণ সদস্য
৬) মোঃ আবদুল্লাহ আল মামুন - সহ-সভাপতি
৭) শাহীদুজ্জামান (তুষার) - নির্বহী সদস্য
৮) সুকৃতি কুমার মন্ডল - যুগ্ম সাধারণ সম্পাদক
৯) প্রকৌশলী আব্দুস সাত্তার - সহ-সভাপতি
১০) বনানী বিশ্বাস - সাধারণ সদস্য
১১) আক্তাবুল আলম - সমাজকল্যাণ বিষয়ক সদস্য
১২) হাবিবুর রহমান - সাধারণ সদস্য
১৩) ব্যারিস্টার শেখ আবু মুসা আরিফ - আইন বিষয়ক সম্পাদক
১৪) জাকারিয়া অর্ণভ - সহ-আইন বিষয়ক সম্পাদক
১৫) শেখ ইসতিয়াক আশিক - সাধারণ সদস্য
১৬) মোহাম্মদ নূর - সাধারণ সদস্য
১৭) আবদুল্লাহ আল মামুন-২ - প্রকাশনা বিষয়ক সম্পাদক
১৮) ইকবাল হোসেন সিদ্দিকী (মিশু) - চেয়ারম্যান, যশোর ইনফো ফাউন্ডেশন
১৯) আবুল কালাম আজাদ - যুগ্ম সাধারণ সম্পাদক