
Home দৃষ্টিপাত (Visibility) > বৃহত্তর যশোর সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এই পৃষ্ঠাটি মোট 7650 বার পড়া হয়েছে
বৃহত্তর যশোর সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
বৃহত্তর যশোর সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় গত ২৪ ডিসেম্বর ২০১৫, সকাল ১০টায় ঢাকার বাবুপুরা নীলক্ষেতে অবস্থিত বৃহত্তর যশোর ভবনের এস. এম. এ আহাদ অডিটরিয়মে। সমিতির বিগত কমিটির সভাপতি ডা. চৌধুরী হাবিবউর রহমান সভায় সভাপতিত্ব করেন। সভায় বাৎসরিক আয় ও ব্যয়ের হিসাব উপস্থাপন করে মোট ৮ লক্ষ টাকা উবৃত্ত হিসেবে দেখানো হয় যা ব্যাংকে এফডিআর করে রাখার বিষয়টি জানানো হয়। সমিতির আয়ের অর্থ দিয়ে অনতি বিলম্বে ৪র্থ তলা নির্মাণের কাজ শুরু করার বিষয়টি সভায় সিদ্ধান্ত নেয়া হয়।
অনুষ্ঠানে একই সাথে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বৃহত্তর যশোরের ১২ জন শিক্ষার্থীকে বাৎসরিক বৃত্তি দেয়া হয়। বৃত্তি তহবিলে প্রত্যেকের সামর্থ অনুযায়ী অনুদান দেয়ার বিষয়ে আবেদন জানানো হয়।
এরপর সমিতির প্রধান নির্বাচন কমিশন সদ্য নির্বাচিত ২৯ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।
সভাপতি: আব্দুল কাদের সিদ্দিকী
সহ-সভাপতি: মোঃ জামাল উদ্দিন আহমেদ
সহ-সভাপতি: অধ্যাপক আব্দুল লতীফ
সহ-সভাপতি: প্রকৌশলী মুন্শী আব্দুল ওহাব
সহ-সভাপতি: আবু বকর শেখ
সাধারণ সম্পাদক: কাজী রফিকুল ইসলাম
যুগ্ম সাধারণ সম্পাদক: আলহাজ্ব সৈয়দ আরজ আলী
যুগ্ম সম্পাদক: এ্যাড. জহিরুল হক জহির
সাংগঠনিক: এ্যাড. কাজী রেজাউল হোসেন
দপ্তর সম্পাদক: মোঃ আব্দুল গাফ্ফর
প্রচার ও প্রকাশনা সম্পাদক:
অর্থ ও কর্মসংস্থান সম্পাদক: এ্যাড. শওকত আলী ভূইয়া
সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: কাজী শফিকুর রহমান শাকিল
যুব ও শিক্ষা সম্পাদক: মিল্লাদ লতীফ শাহরিয়ার
প্রচার সম্পাদক: দিপু
মহিলা বিষয়ক সম্পাদক: মহুয়া আলী লিপি
মহিলা বিষয়ক সহ সম্পাদিকা: এ্যাড. নাজমুন নাহার বিশ্বস
সদস্য: ডা. আফজালুল করিম
সদস্য: এ্যাড. কামাল উদ্দিন হাফেজ
সদস্য: কে. এম. বেলায়েত হেসেন
সদস্য: তপন চৌধুরী
সদস্য: মোঃ নাসিরুল ইসলাম নাসির
সদস্য: এ্যাড. জাকির হোসেন
সদস্য: ডা. আহমেদ শফিকুল হায়দার
সদস্য: শৈলেন্দ্রনাথ সাহা
সদস্য: এ. জেড. এম. ফরিদুজ্জামান ফাহাদ
সদস্য: ড. মোঃ আব্দুল মজিদ
সদস্য: রেজাউল মান্নান চৌধুরী ফরাদ
সদস্য: হাবিবুল্লাহ বাহার আজাদ