
Home দৃষ্টিপাত (Visibility) > বৃহত্তর যশোর সমিতি-ঢাকা-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
এই পৃষ্ঠাটি মোট 7787 বার পড়া হয়েছে
বৃহত্তর যশোর সমিতি-ঢাকা-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
ঢাকায় বসবাসরত বৃহত্তর যশোরের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গতকাল ৯ এপ্রিল সন্ধ্যা ৭ টায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঢাকাস্থ বৃহত্তর যশোর সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে। ঢাকা ক্লাবে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন সিকদার, বৃহত্তর যশোর সমিতির সভাপতি ও বাংলাদেশ কমার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যান এ. কিউ. সিদ্দিকী, সমিতির সাধারণ সম্পাদক কাজী রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ্যাড. কাজী রেজাউল হোসেন, ঝিনাইদহ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য নবী নেওয়াজ, সাবেক মন্ত্রী নাজিমুদ্দিন আল আজাদ, বিশিষ্ট রাজনীতিবিদ হায়দার আকবর খান রনো, সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতান, শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব নজরুল ইসলাম খান, প্রইভেটাইজেন কমিশনের অতিরিক্ত সচিব মোঃ সাইফুল হাসিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আকরাম-আল-হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. অরুণা বিশ্বাস, সুভাস্তু ডেভলপার কোম্পানির সত্ত্বাধিকারি ও ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক খান পলাশ, চলচ্চিত্র অভিনেতা রিয়াজ আহম্মেদ, পাসপোর্ট ইমিগ্রেশনের সাবেক মহাপরিচালক আব্দুল মাবুদ, জনস্বাস্থ্য বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী মোঃ নুরুজ্জামান, লায়ন্স ক্লাবেক সেক্রেটারি জেনারেল আশরাফুল হাবিব ফিরোজ, নির্বাচন কমিশনের যুগ্ম সচিব শেখ আব্দুল মান্নান, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সদর আলী বিশ্বাস, পূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মজিবুর রহমান আল-মামুন, ইব্রাহিম কার্ডিয়াকের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রফেসর ড. আব্দুর রশিদ, লাজ ফার্মার স্বত্বাধিকারী মোঃ লুতফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. আব্দুল মজিদ, ঝিনাইদহের পৌর মেয়র সাইদুল করিম মিন্টুসহ বৃহত্তর যশোরের চারটি জেলা সমিতির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা ঢাকার নীলক্ষেতে অবস্থিত বৃহত্তর যশোরের ৩ তলা বিশিষ্ট ভবনটিকে ৬ তলায় উন্নীত করে বৃহত্তর যশোরবাসীকে নানা রকম সেবা প্রদান, বৃহত্তর যশোরের গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি প্রদানের পরিধি বৃদ্ধি এবং যশোর বিভাগের দাবিতে বৃহত্তর যশোরবাসীকে একতাবদ্ধ হওয়ার জন্য জোর দাবি জানানো হয়।
![]() |
![]() |
|
![]() |
||
![]() |
![]() |
|
![]() |
||
![]() |
![]() |
|
![]() |
||
![]() |
![]() |
|
![]() |
||
![]() |
![]() |
|
![]() |
||
![]() |
![]() |
|
![]() |
||
![]() |
![]() |
|
![]() |
||
![]() |
![]() |
|
![]() |
||
![]() |
![]() |
|
![]() |
||
![]() |
![]() |
|
![]() |
||
![]() |
![]() |
|
![]() |
||
![]() |
![]() |
|
![]() |
||
![]() |
![]() |
|
![]() |
||
![]() |
![]() |
|
![]() |
||
![]() |
![]() |
|
![]() |
||
![]() |
![]() |
|
![]() |
||
![]() |
![]() |
|
![]() |
||
![]() |
![]() |
|
![]() |
||