
যশোর শংকরপুর গোলাম প্যাডেল স্কুলে যশোর ইনফো ফাউন্ডেশন ও www.jessore.info এর চেয়ারম্যান জনাব ইকবাল হোসেন সিদ্দিকী (মিশুর) উদ্দ্যোগে বয়ষ্ক স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক কালের কন্ঠের বিশেষ প্রতিনিধি জনাব ফখরে আলম, সমাজ সেবা অধিদপ্তরের, শহর সমাজ সেবা অফিসার জনাব আবিদ হাসান, জনাব মবিনুল ইসলাম মবিন দৈনিক গ্রামের কাগজের সম্পাদক ও প্রকাশক উপদেষ্টা যশোর ইনফো, জনাব গোলাম মোস্তাফা ৭নং ওয়ার্ড কাউন্সিলার, জনাব মুরাদ হোসেন সম্পাদক যশোর ইনফো, এএসএম নজরুল ইসলাম বুলবুল প্রধান শিক্ষক শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়, জনাব মোঃ খায়রুল আলম খান আইটি সম্পাদক, যশোর ইনফো বয়োস্ক স্কুলের শিক্ষিকা হাবিবা, উর্মি, সোনিয়া ও যশোর ইনফোর সদস্য নোসিম রেজা, আহাদ, সাব্বির সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব হাবিবুর রহমান খান হাবিব ভাইস চেয়ারম্যান www.jessore.info ও যশোর ইনফো ফাউন্ডেশন।

