যশোর ইনফো ফাউন্ডেশন পরিচালিত মহিলা বয়স্ক শিক্ষা কেন্দ্র পরিদর্শনে বিদেশী
যশোর ইনফো ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব ইকবাল হোসেন সিদ্দিকী মিশু। মিঃ জোসেফ মারকুয়েস, কর্মাশিয়াল ম্যানেজার, ইনকো, স্পেন। রমন রানা, টেকনিক্যাল মনেজ্যার, হোসেন এন্টারপ্রাইজ, ঢাকা। যশোর শংকরপুরস্থ বয়স্ক মহিলা শিক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন। তাদেরকে ফুলের শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানের বয়স্ক শিক্ষার্থীরা। বয়স্ক শিক্ষা এবং যশোর ইনফো ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম সম্বন্ধে অবগত করান যশোর ইনফোর সহ-সভাপতি জনাব হাবিবুর রহমান খান। উক্ত বয়স্ক শিক্ষা কেন্দ্রে আসা মিঃ জোসেফ মারকুয়েস ও রমন রানা এই কর্যক্রমে আগ্রহ ও সন্তোষ প্রকাশ করেন। এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের সাধারন সম্পাদক মীর মুরাদ হোসেন, শিক্ষিকা হাবিবা, উর্মি, সোনিয়া, সদস্য আহাদ, সাব্বির, রতনসহ প্রমুখ ।