
Home দৃষ্টিপাত (Visibility) > যশোর বয়স্ক মহিলা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ-২০২০
এই পৃষ্ঠাটি মোট 15109 বার পড়া হয়েছে
যশোর বয়স্ক মহিলা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ-২০২০
.jpg)
যশোর বয়স্ক মহিলা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। স্থানঃ যশোর সরকারী প্রাথমিক বিদ্যালয় শংকরপুর, যশোর। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ শফিউল আরিফ, মাননীয় জেলা প্রশাসক, যশোর। উপস্থিত ছিলেন কবি লেখক দৈনিক কালের কন্ঠের বিশেষ প্রতিনিধি জনাব ফখরে আলম, মোঃ হারুন অর রশিদ যশোর জেলা সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ও শংকরপুর শান্তি-শৃঙ্খলা কমিটির সভাপতি। বিশ্বনাথ দত্ত বিশিষ্ট ব্যবসায়ী ও আজিবন সদস্য যশোর ইনফো ফাউন্ডেশন, জনাব জাহাঙ্গীর আলম সভাপতি শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়, জনাব আমিনুল ইসলাম শাহিন রোটারিয়ান, হাবিবুর রহমান মিলন দৈনিক সমাজের কথা’র বর্তা প্রধান , জনাব আমিনুল ইসলাম বুলবুল প্রধান শিক্ষক শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়, জনাব আব্দুল আলিম সহকারী সম্পাদক শান্তি-শৃঙ্খলা কমিটি শংকরপুর, জনাব হাবিবুর রহমান খান সহ-সভাপতি যশোর ইনফো ফাউন্ডেশন, জনাব নাসিম আক্তার সাংগঠনিক সম্পাদক যশোর ইনফো, জনাব মোঃ খায়রুল আলম খান আইটি প্রচার সম্পাদক যশোর ইনফো, জনাব তৌফিকুর রহমান আজিবন সদস্য যশোর ইনফো, মোঃ আব্দুল আহাদ যশোর ইনফো, মোঃ রাজু যশোর ইনফো, অত্র বয়োস্ক স্কুলের শিক্ষিকা হাবিবা, সোনিয়া, উর্মি ও মমোতাজ। সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা ও উপস্থাপনা করেন মীর মুরাদ হোসেন সহকারী সম্পাদক যশোর ইনফো ফাউন্ডেশন।
জনাব হাবিবুর রহমান খান হাবিব,
সহ-সভাপতি যশোর ইনফো ফাউন্ডেশন
