
Home সাহিত্যিক / Litterateur > শেখ হাবিবুর রহমান সাহিত্যরত্ন / Sheikh Habibur Rahman Sahityaratna (1891-1962)
এই পৃষ্ঠাটি মোট 17272 বার পড়া হয়েছে
শেখ হাবিবুর রহমান সাহিত্যরত্ন / Sheikh Habibur Rahman Sahityaratna (1891-1962)
শেখ হাবিবুর রহমান সাহিত্যরত্ন
Sheikh Habibur Rahman Sahityaratna
Home District: Jhenaidah, Shailkupa
শেখ হাবিবুর রহমান, একজন সাহিত্যরত্ন। ১৮৯১ খ্রীস্টাব্দে যশোর জেলার শৈলকূপা থানায় অন্তর্গত ঘোষপাতি নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর রচিত গ্রন্থঃ ইসলাম ও অন্যান্য ধর্ম (১৯০৭), পরিবার (কাব্য,১৯১৬), কোহিনূর কাব্য, চেতনা (কাব্য), বাঁসরী (কাব্য), গুলশান, নিয়ামত (১৯১৬), আলমগীর (উপন্যাস, ১৯১৯), দোররল মোখতার, ভ্রমণকাহিনী (১৯২৬), মালাবারে ইসলাম প্রচার (১৯১৮), আমার সাহিত্যিকজীবন (১৯২৭), কর্মবীর মুন্সী মেহেরুল্লাহ (জীবনী, ১৯৩৪), পরীর কাহিনী, মরণের পরে, ছোটদের হযরত মুসা (জীবনী), সদ্ভাব কুসম বা বাদীর কালাম (অনুবাদ), হাসির গল্প, ভুতের বাপের শ্রাদ্ধ, গুলিসাঁ ও বস্তাঁ বংগানুবাদ ইত্যাদি। তিনি ১৯৬২ খ্রীস্টাব্দে ইন্তেকাল করেছেন।
তথ্য সূত্র :
যশোর গেজেটিয়া
সর্বশেষ আপডে:
অক্টোবর ২০১১
তথ্য সূত্র :
যশোর গেজেটিয়া
সর্বশেষ আপডে:
অক্টোবর ২০১১