
Home রাজনীতিবিদ / Politicians > বশিরউদ্দীন আহমেদ মজমাদার / Basiruddina Ahmed Majmadar (1898 -)
এই পৃষ্ঠাটি মোট 17339 বার পড়া হয়েছে
বশিরউদ্দীন আহমেদ মজমাদার / Basiruddina Ahmed Majmadar (1898 -)
বশিরউদ্দীন আহমেদ মজমাদার
Basiruddina Ahmed Majmadar
Jhenidah
বিশিষ্ট রাজনীতিবিদ বশিরউদ্দীন আহমেদ মজমাদার ১৮৯৮ সালের আগস্ট মাসে ঝিনাইদহ জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম নজিরউদ্দীন আহমেদ মজমাদার। মায়ের নাম সৈয়দা করিমন নেছা। বশিরউদ্দীন আহমেদ ঝিনাইদহ হাইস্কুল হতে ম্যাট্রিক, কলকাতা প্রেসিডেন্সী কলেজ থেকে আই. এ ও অর্থনীতিতে গ্রাজুয়েশন ডিগ্রী অর্জন করেন।
বশিরউদ্দীন আহমেদ লেখাপড়া শেষ করে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন। তিনি ভারতের মুসলিম লীগের সহকারী সম্পাদক এবং ঝিনাইদহ মহকুমার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ১৯৪২ সালে তিনি অনারারি ম্যাজিস্ট্রেট হিসেবে চাকরিতে যোগদেন। ১৯৪৫ সালে তিনি ইনকাম ট্যাক্সের সরকারী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি চাকরি হতে ইস্তফা দিয়ে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেন। ১৯৬২ সালে তিনি প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন এবং মন্ত্রীত্ব লাভ করেন। তিনি প্রাদেশিক মন্ত্রী সভায় পূর্ত ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত ছিলেন। ঐ সময় তিনি ঝিনাইদহ ক্যাডেট কলেজ, কালীগঞ্জ চিনির কল, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুষ্টিয়া রোড, ঝিনাইদহকে বিদ্যুতায়ন, ঝিনাইদহ কে.সি কলেজকে ডিগ্রী কলেজে উন্নীতকরণ ও বিজ্ঞান বিভাগ খোলার জন্য সরকারী অনুদান প্রদান করেন। তদানিন্তন পূর্ব পাকিস্তানের সংসদ ভবন ও এমপি হোস্টেল মাত্র তেত্রিশ দিনে তাঁর প্রচেষ্টায় নির্মিত হয়। তিনি ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারকে ছাত্রদের অনুরোধে নতুন করে গড়ে দেন। যশোর টিচার্স ট্রেনিং কলেজ, যশোর পলিটেকনিক কলেজ, ঝিনাইদহ তদানিন্তন মহকুমা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস), বিডি হল (আরডি হল), ঝিনাইদহ স্টেডিয়াম প্রভৃতি তাঁর প্রচেষ্টায় তৈরি হয়। তিনি মাত্র আট মাস মন্ত্রীত্বের দায়িত্ব পালন করে উল্লেখিত উন্নয়নমূলক কর্মকান্ড সম্পাদন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
সমাজসেবক বশিরউদ্দীন আহমেদ মজমাদার মাতৃভূমির প্রতি অগাধ ভালবাসা থেকেই তিনি এসব কাজ করেছেন। বশিরউদ্দীন আহমেদ ১৯৭৫ সালের ৫ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। তাঁকে ঢাকা বেচারাম দেউড়িতে কাশ্মীরী শাহ সাহেবের মাজারের পাশে সমাধিস্থ করা হয়।
তথ্য সংগ্রহ :
হাবিব ইবনে মোস্তফা
সম্পাদনা :
মো: হাসানূজ্জামান (বিপুল)
সর্বশেষ আপডেট:
মার্চ ২০১২