
Home রাজনীতিবিদ / Politicians > এ এস এইচ কে সাদেক / ASHK Sadek (1934-2007)
এই পৃষ্ঠাটি মোট 18181 বার পড়া হয়েছে
এ এস এইচ কে সাদেক / ASHK Sadek (1934-2007)
এ এস এইচ কে সাদেক
A S H K Sadek
Keshabpur, Jessore
A S H K Sadek
Keshabpur, Jessore

জনাব সাদেক ১৯৫৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে একজন সি. এস. পি অফিসার হিসেবে যোগদেন। তিনি ১৯৭০-৭১ সালে যুক্তরাষ্ট্রের নাফিল ফাউন্ডেশন হতে ফেলোশিপ অর্জন করেন।
নীলফামারী ও নারায়ণগঞ্জ মহকুমা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি এবং পরবর্তীতে কুমিল্লার জেলা প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি পূর্ব পাকিস্তান সরকারের একজন মন্ত্রণালয়ের সচিব হিসেবে কাজ করেছেন। স্বাধীনতা যুদ্ধের সময় তিনি স্বাধীন বাংলাদেশ সরকারের প্রথম প্রধান মন্ত্রী তাজউদ্দীন আহম্মদের একান সচিব হিসেবে কাজ করেছেন এবং ১৯৭২ সালে রাষ্ট্রপতির প্রধান সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জনাব সাদেক তাঁর বিচিত্র অভিজ্ঞতা সম্পন্ন জীবনে জনপ্রশাসনের জাতীয় প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া শিল্প মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ইউ. এন. আই. ডি এর প্রশাসনিক বিশেষজ্ঞ এবং আঞ্চলিক শিল্প উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
চাকরি হতে অবসর গ্রহণের পর ২৫ মার্চ ১৯৮৮ সালে মি. সাদেক বাংলাদেশ আওয়ামীলীগে যোগ দেন এবং উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচত হন।
১৯৯৬ সালে প্রথম বারের মত যশোর- ৬ (কেশবপুর) হতে সংসদীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় বারের মত একই নির্বাচনী এলাকা হতে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০০৭ সালের ১০ সেপ্টেম্বর তারিখে ৭৩ বছর বয়সে যশোরের কেশবপুরে নিজ বাড়ীতে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
জনাব সাদেক শিক্ষামন্ত্রী থাকাকালিন সময়ে নিজ জন্মভূমি কেশবপুরের অভাবনীয় উন্নতি সাধন করেছেন যা কেশবপুরের মানুষ আজীবন স্মরণ রাখবেন। তিনি মানুষের মাঝে না থাকলেও থাকবেন মানুষের হৃদয়ে।
তথ্য সূত্র :
বিভিন্ন পত্র পত্রিকা
সম্পাদনা :
মোঃ হাসানূজ্জামান (বিপুল)
সর্বশেষ আপডেট:
মার্চ ২০১২