
Home সাহিত্যিক / Litterateur > গালিব হরমুজ / Ghalib Hormuz (1926)
এই পৃষ্ঠাটি মোট 16997 বার পড়া হয়েছে
গালিব হরমুজ / Ghalib Hormuz (1926)
গালিব হরমুজ
Ghalib Hormuz
Home District: Jessore, Basundia
গালিব হ

ঐতিহাসিক নড়াইল, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, জেলা ভিত্তিক এসব ইতিহাস গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধের পল্লী চিত্র, সৃষ্টির অন্তরালে, জ্ঞানের লহরী প্রবন্ধ, কিংবদন্তির মিলন মেলা ও কথা ২টা। প্রকাশনায় দেওয়া পন্ডিতের পাঠশালা ও গলন মালা কমেলাজে আছে শোড়রের সন্ধানে। বিভাগীয় কমিশনারের প্রেরনায় বিসটার বেশি তথ্যের সমন্বয়ে বাংলাদেশ নামে ইতিহাসের প্রায় পাঁচ বছরের তথ্য সংগ্রহ পন্ডতে পরিণত মানুষদের উদাসীনতায় তবে গ্রন্থ প্রকাশের জন্য প্রাক্তন প্রধান।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা এবং সাবেক রাষ্ট্রপ্রতির কাছ থেকে পেয়ে ছিল দশ হাজার করে টাকা। বিস্ময়করের মধ্যে ৮২ বছর বয়সে একাধিক পত্রিকার সঙ্গে জড়িত থেকে দিনে কিলো শতাধিক বাইসাইকেলে চলা।
কবির লেখা প্রকাশ না হওয়া পত্রিকা যেন বিরল তেমন সাক্ষাৎকার ছাপা না হওয়া পত্রিকা নেই বললেই চলে। এসব কৃতিত্বের জন্য পূরবী, দেশহিতৈষী, ওসান, বাংলালোক ও যশোর দর্পন-সহ বিভিন্ন পত্রিকার পক্ষ থেকে বার বার দাবি জানিয়ে যাচ্ছে কবিকে জাতীয় কবির পদে উন্নীত করার। পত্রিকার দাবির সূত্র ধরে এলকায় কবির নামকরণে গণপাঠাগার এবং শহরে প্রতিষ্ঠিত হয়েছে গবেষণা পরিষদ। সে বিবেচনায় এলাকার কাঁচা রাস্তার নাম যুক্ত পাকাকরণ ও বাড়ির স্মৃতি চারণের পত্রিকার দাবির উপরে ভিত্তি করে এলাকাবাসীর দাবি যুক্ত হওয়ায় সরকারী উদ্যোগ বাস্তবে রূপ নিতে পারে।
তথ্যসূত্র :
যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরী, বইমেলা স্মারক সংখ্যা - ১
সম্পাদনা :
মোঃ হাসানূজ্জামান বিপুল
তথ্য সংগ্রহে সহযোগিতায় :
শ্রী তারপদ দাস
সর্বোশেষ আপডেট:
অক্টোবর ২০১১