
Home সাহিত্যিক / Litterateur > পাবলো শাহি / Pablo Sahi (1965)
এই পৃষ্ঠাটি মোট 9831 বার পড়া হয়েছে
পাবলো শাহি / Pablo Sahi (1965)
পাবলো শাহি
Pablo Sahi
Home District: Jessore
জন্ম: ০১ জানুয়ারি ১৯৬৫, উপশহর, যশোর। চৌগাছা থানার নলভাঙা গ্রামে। ১ বছর বয়স থেকে উপশহরে। যশোরের উপশহরে আছেন সেই থেকে অধ্যাবধি। ভিতরে পড়াশুনার কাজে রাজশাহী ও ঢাকায় অবস্থান। বাবা কে এম সরোয়ার উদ্দিন ছিলেন বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, প্রতিষ্ঠাতা- নিউটাউন উচ্চ বালিকা বিদ্যালয় ও ২৯নং সরকারি প্রাথমকি বিদ্যালয়, যশোর। যশোরের চৌগাছা- কোটচাঁদপুর অঞ্চলের অন্যতম মুক্তিযুদ্ধের সংগঠক। ২০০৯-এর ১৬ই ডিসেম্বর মার গেছেন। মা সৈয়দ শাহান আরা গৃহিনী। দাদা: এড়ান্দা কোটচাঁদপুরের পীর সৈয়দ গোলাম মহিউদ্দীন, নানা: কালীগঞ্জ, বারবাজারের বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব সৈয়দ আব্দুর রহমান।
শিক্ষাগত যোগ্যতা: ২৯ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, যশোর থেকে ৫ম শ্রেণীতে ১ম স্থান ও বৃত্তি লাভ মাহমুদুর রহমান বহুমুখী উচ্চ বিদ্যালয়, যশোর থেকে ৮ম শ্রেণীতে ২য় স্থান ও বৃত্তি লাভ হাট বারবাজার হাই স্কুল, ঝিনাইদহ থেকে এস এস সি। একাদশ শ্রেণী পর্যন্ত যশোরেই। বাংলা বিষয়ে অনার্স ও এম এ রাজশাহী বিশ্ববিদ্যালয়। ‘বাংলাদেশের কবিতা: উত্তরাধিকার ও নতুন অর্জন (১৯৪৭ থেকে সমকাল)’-এই বিষয়ে পিএইচ ডি গবেষণা, ঢাকা বিশ্ববিদ্যালয়।
অধ্যাপক ও বিভাগীয় প্রধান, বাংলা, ঊপশহর মহিলা ডিগ্রী কলেজ, যশোর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পি. এইচ. ডি. গবেষক, বাংলা একাডেমীর জীবন সদস্য, এশিয়াটিক স্যোসাইটি অব বাংলাদেশ সদস্য, বাংলাদেশ ইতিহাস সমিতির জীবন সদস্য, যশোর ইন্সটিটিউট এর জীবন সদস্য; রোগী কল্যাণ সমিতি যশোরের দাতা সদস্য, এস, এম, সুলতান আর্ট কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা, উপশহর মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সদস্য, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০০৪ সালের শ্রেষ্ঠ কলেজ শিক্ষক, সরকারি মাইকেল মধূসুদন মহাবিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘উচ্চরণের’ প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকালীন সভাপতি, যশোর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য, পরিবেশ আন্দোলন ‘কুমার নদ’ গ্রুপের সভাপতি।
১১বছর বয়সে প্রথম, প্রাইমারী স্কুলে পড়াকালীন সময়ে ‘স্বপ্ন’ নিয়ে কবিতা রচনা। ঐ বছর-ই ওটা ছাপা হয় মওলানা আকরাম খাঁ সম্পাদিত দৈনিক আজাদ পত্রিকায়। একই বছরে কলকাতার অভিনব অগ্রণী, দৈনিক সংবাদ ও সাপ্তাহিক দেশহিতৈষীতে তাঁর লেখা ছাপা হয়।
লেখক হবার বাসনা নিয়ে লেখালেখি শুরু ৮৮-৮৯-এর দিকে। মূলত, লিটলম্যাগের কবি। ২০০৯ পর্যন্ত তিনি লিটলম্যাগের কমিটেড লেখক ছিলেন। সঙ্গত কারণে প্রতিশিল্প-এর ইস্তেহার তাঁর রচনা। এক সময় এই পত্রিকার সম্পাদনা পরিষদে যুক্ত ছিলেন। দৈনিকে লিখছেন ২০১০ থেকে।
তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থ:
গবেষণা গ্রন্থ:
১) আজীজুল হকের কবিতা : ভাব ভাষা ও তাৎপর্য ভূর্জপত্র ১৪১২ বঙ্গাব্দ।
প্রবন্ধ গ্রন্থ:
২) আমাদের কোড আমাদের ইশারা এবং ভাষার বিনির্মাণ ভূর্জপত্র ১৪১২ বঙ্গাব্দ।
কাব্যগ্রন্থ:
৩) দূত সুড়ঙ্গের বীজ অনন্যা ১৪০০ বঙ্গাব্দ, ৪) ইহা এক অভিনব কাব্যভজনা প্রতিশিল্প ১৪০৬ বঙ্গাব্দ, ৫) ক্ষম ও নিঃশ্বাসযান ভূর্জপত্র ১৪০৭ বঙ্গাব্দ, ৬) মেঘবালিকার মুদ্রা ভূর্জপত্র ১৪০৭ বঙ্গাব্দ, ৭) বেহেশতি আদি বড় ও সহি হুরিনামা যাহা কেবল নরগণ পাঠ করিবেন ভূর্জপত্র ১৪০৭ বঙ্গাব্দ, ৮) শব্দবিশারদগণ কহেন উহা পেন্ডুলাম শরীরের গোলাকার মহাপ্রাণধ্বনি ভূর্জপত্র ১৪০৭ বঙ্গাব্দ, ৯) কহে কবি নবীন বাল্মীকি ভূর্জপত্র ১৪০৮ বঙ্গাব্দ, ১০) বর্ষা এবং আমাদের প্রাইভেসি-১ ভূর্জপত্র ১৪১০ বঙ্গাব্দ, ১১) ছলাপদ লেখে কবি শাহিপাদানাম ভূর্জপত্র ১৪১৪ বঙ্গাব্দ।
তিনি শৈশব থেকেই সাহিত্য অনুরাগী। লিটল ম্যাগ মুভমেন্টের সঙ্গে যুক্ত।
স্থায়ী ঠিকানা: ডি-৮২, উপশহর, যশোর ডাকসূচক ৭৪০১
তথ্যসূত্র:
যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরী
বইমেলা স্মারক সংখ্যা - ১
সম্পাদনা:
মোঃ হাসানূজ্জামান (বিপুল)
তথ্য সংগ্রহে সহযোগিতায়:
শ্রী তারপদ দাস
সর্বোশেষ আপডেট:
অক্টোবর ২০১১