
Home নড়াইল জেলা / Narail District > আগদিয়া শিমুলিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় (১৯৪৫)
এই পৃষ্ঠাটি মোট 99755 বার পড়া হয়েছে
আগদিয়া শিমুলিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় (১৯৪৫)
নড়াইল জেলার ৮নং কলোড়া ইউনিয়নের আগদিয়া শিমুলিয়া বাজারের প্রাণকেন্দ্রে ২.৪১ একর জমিতে বেশ কয়েকটি কক্ষের সেমিপাকা ভবন ও পাকা দ্বিতল ভবন নিয়ে বিদ্যালয়টি অবস্থিত। ১৯৪৫ সালে যশোর জেলার তৎকালীন জেলা ম্যাজিষ্ট্রেট নুরুল বাকার এলাকার বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গের সহযোগিতা নিয়ে নিরক্ষর জনগনের মাঝে শিক্ষা বিস্তারের লক্ষ্যে তার নিজ নামে মধ্য ইংরেজী (এম, ই,) স্কুলটি প্রতিষ্ঠা করেন। কিছুদিন পর স্কুলটির অচলাবস্থা দেখা দেওয়ায় স্কুলটি প্রাথমিক বিদ্যালয় হিসাবে কোন রকমে চলতে থাকে। ১৯৬৩ সালে বিদ্যালয়টিকে মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করা হয়। এই সময় এই ভগ্নদশা বিদ্যালয়টিকে মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করে বিদ্যালয়টির ব্যপক উন্নয়ন সাধন করেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এম, এ, মান্নাফ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদের মধ্যে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন কলোড়া ইউনিয়নের চেয়ারম্যান অমূল্য রতন বিশ্বাস, আদিত্য কুমার বিশ্বাস, পঞ্চানন রায়, আনার আলী মিঞা কলম উদ্দীন খান, আঃ সামাদ বিশ্বাস, আবুল হোসেন মিঞা প্রমুখ। বিদ্যালয়টি ১৯৬৫ সালে যশোর শিক্ষা বোর্ড কর্তৃক মাধ্যমিক বিদ্যালয় হিসেবে অনুমোদন লাভ করে। বিদ্যালয়টি এই এলাকার একটি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত